
সুপ্রিয় টেকটিউনস কম্পিউনিটি, সবাইকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কম্পিউটার ক্লিন করার জন্য সর্বাধিক কার্যকর সফটওয়্যার নিয়ে আমার আজকের টিউন।
আসসালামু আলাইকুম। আল্লাহ্র অশেষ রহমতে আমি আরেকটি টিউন লিখতে বসেছি। আমি জানি না আমাকে আপনাদের কততুকু ভাল লাগে ! আমার টিউনগুলু আপনাদের কোন উপকারে আসে কি না তাও জানি না। যদি আমার টিউনগুলু ভাল লেগে থাকে তাহলে টিউনগুলু পড়বেন এবং যথাযথ টিউমেন্ট করবেন।
এখন আপনাদের জন্য আছে কম্পিউটারের সবচেয়ে কার্যকর গতি রক্ষাকারী সফটওয়্যার CCleaner v5.08.5308

CCleaner এর বিস্তারিত :
নাম : CCleaner 3.25.1872
আকার : 3.97MB (4,167,720 bytes)
প্রয়োজন : Windows 2000 / XP / Vista / Windows7 / XP64 / Vista64 / Windows7 64 / Windows8 / Windows8 64
অনুমতি : Freeware
তৈরিকারী প্রতিষ্ঠান : Piriform
কার্যক্রম : CCleaner একটি মুক্ত সফটওয়্যার যা দ্বারা optimization, privacy এবং পরিস্কার করার একটি টুল। এটি কম্পিউটারের অপ্রয়োজনীয় ফাইল মুছে দেয় যাতে কম্পিউটার ফাস্ট ফাস্ট কাজ করতে পারে। এছাড়াও ইন্টারনেট হিস্ট্রি, ব্রাউজার পাসওয়ার্ড মুছতে সক্ষম। Registry cleaner এর সাথে সংযুক্ত।
এটি পরিস্কার করে :
ব্যবহার নির্দেশিকা :
এর দ্বারা খুব সহজেই আপনার কম্পিউটারের ময়লা পরিস্কার করতে পারবেন।
CCleaner অপেন করে Cleaner ট্যাব থেকে Windows এবং Applications থেকে আপনার পছন্দ অনুযায়ী অপশন সিলেক্ত করে Run Cleaner বাটনে ক্লিক করলেই হল।
Registry ঠিক করার জন্য Registry ট্যাব থেকে Scan for Issuues e ক্লিক করুন। Scan শেষ হলে Fix Selected Issues… এ ক্লিক করুন, এবার নতুন উইন্ডো আসলে NO ক্লিক করুন, এবার Fix All Selected Issues এ ক্লিক করুন। শেষ আপনার কাজ।
এবার আপনার কম্পিউটার একটু হলেও আগের থেকে ফাস্ট হবে।
আমি মোঃ হায়দার আলী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 54 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
http://bdupload.net/r1pyaxkydfl2