ফোল্ডার হাইলাইট ব্যবহার করে রাঙিয়ে দিন আপনার পিসির ফোল্ডার গুলোকে মাএ ২MB র সফটওয়্যার।

আসসালামু আলাইকুম।

বন্ধুরা আশা করি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালোই আছেন। এটি আমার ৩০ তম  টিউন, আশা করি কোন ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বন্ধুরা আশা করি আপনারা টিউনের শিরোনাম দেখেই বুঝতে পেরেছেন।

আজ আপনাদের সাথে শেয়ার করবো ফোল্ডার হাইলাইট ফুল ভার্সন।

রঙিন করে নিন আপনার পিসির ফোল্ডারগুলো, ফোল্ডার হাইলাইট মজার একটি সফটওয়ার। সফটওয়ারটি যারা আগে ব্যবহার করেননি তারা এখন ব্যবহার করে দেখুন, মজা পাবেন ১০০%। পিসির ফোল্ডার গুলোর একই কালার বার বার দেখতে দেখতে আর ভাল লাগেনা !!! তাই যদি ফোল্ডার গুলো রাঙিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয় বলুনতো?

 

 

 

 

ভাবেছেন আপনি কিভাবে এই রকম ফোল্ডার রাঙাতে পারবেন! না চিন্তার কোন দরকার নেই। ফ্রি সফটওয়ারটি ডাউনলোড করে নিন  ডাউনলোড লিংক থেকে।

ডাউনলোড লিঙ্ক -  এখানে ক্লিক করুন।

ডাউনলোড শেষ হলে উইন রার দিয়ে এক্সট্রাক করুন। তাহলে সেটআপ ফাইলের সাথে folderhighlight.dll নামের একটি ফাইল পাবেন।

ফুল ভার্সন করার পদ্ধতি -

folderhighlight.dll ফাইলটি কপি করুন এবং c >> program files >> Folderhighligt এখানে পেস্ট করুন। ফুল ভার্সন হয়ে যাবে।

এবার যে ফোল্ডারটি আপনি কালার করতে চান সে ফোল্ডারের উপর মাউসের রাইট ক্লিক করুন, দেখবেন ”Folder Highlight” নামের একটি অপশন আছে, তারপর সেখান থেকে আপনার যে কালারটি ভাল লাগে সেটা সিলেক্ট করে দিন, ব্যাস কাজ শেষ, আপনার ফোল্ডারটি রঙ্গিন হয়ে গেছে।

যেসকল অপারেটিং সিস্টেম সাপোর্টকরে -
উইন্ডোজ ২০০০, উইন্ডোজ ২০০৩, উইন্ডোজ এক্স-পি,উইন্ডোজ ভিস্তা উইন্ডোজ ৭ এর x86 (৩২ বিট) এবং x64(৬৪বিট),  উইন্ডোজ ৮, ৮.১ এর x86 (৩২ বিট) এবং x64(৬৪বিট)।

আশা করি কোন সমস্যা হবে না, তবে সমস্যা হলে জানাবেন সমাধান করার চেষ্টা করবো। আজ তাহলে এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।

 

 

Level 1

আমি মনির হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কয়েক দিন পর ট্রায়াল পেরিয়ড শেষ হলে আর কাজ করে না, রেজিস্টার কি দিন।

শেয়ার করার জন্য ধন্যবাদ ।

ধন্যবাদ শেয়ার এর জন্য

ভালো ….. তবে এ নিয়ে আগে টিউন হয়েছে।

আমি ব্যাবহার করি, ভালো লাগে যখন Mycomputer ওপেন করি।