ডাউনলোড করে নিন Viber এর ডেক্সটপ/ল্যাপটপ ভার্সন আর কথা বলুন ফ্রী তে।

আসসালামু আলাইকুম।

কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালোই আছেন। হয়তো আপনারা সবাই ভাইবার  ব্যবহার করেন আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে। আজ আপনাদের সাথে শেয়ার করবো ভাইবার এর ডেক্সটপ/ল্যাপটপ ভার্সন।

ভাইবার এর সুবিধা সমূহ -

  • ১। HD সাউন্ড কোয়ালিটির সাহায্যে ফ্রি কল।
  • ২। সর্বোচ্চ ৪০ জনকে নিয়ে গ্রুপ তৈরি করা যায়।
  • ৩। সটীকার এবং ইমোটিকনস ম্যাসেজিং সিস্টেমকে মজাদার করে তোলে।
  • ৪। আপনার অবস্থান শেয়ার করতে পারবেন।
  • ৫। কুইক রিপ্লাই এর মাধ্যমে তাতখনিকভাবে ম্যাসেজের রিপ্লাই দিতে পারবেন।
  • ৬। পেজ নোটিফিকেশনের মাধ্যমে আপনার ভাইবার বন্ধ থাকলেও আপনি কল ও ম্যাসেজ রিসিভ করতে পারবেন।
  • ৭। অপারেটিং সিস্টেম ইন্টিগ্রেশন – আপনার ডিভাইস এর গ্যালারি থেকে সরাসরি ফটো এবং ভিডিও পাঠাতে পারবেন।
  • ৮।কোন বিজ্ঞাপন নেই এবং ১০০% ফ্রি।

 

ডাউনলোড লিঙ্ক :-  এখানে ক্লিক করুন

আপনার ডাউনলোড করা রার ফাইলটি উইন রার  দিয়ে ওপেন করুন। এবার সেট আপ ফাইলে ক্লিক করে ইন্সটল করে নিন। ইন্সটল করার পর মোবাইল এ একটা কোড যাবে ঐ কোড এন্টার করার পর ডেক্সটপ বা ল্যাপটপে ভাইবার চালু হয়ে যাবে।

আজ তাহলে এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আমার অন্যান্য টিউন গুলো দেখতে পারেন।

১। ফোল্ডার হাইলাইট ব্যবহার করে রাঙিয়ে দিন আপনার পিসির ফোল্ডার গুলোকে মাএ ২MB র সফটওয়্যার।

২। অ্যান্ড্রয়েড পেইড অ্যাপ [পর্ব-১] অ্যান্ড্রয়েড এর জনপ্রিয় ১০টি পেইড অ্যাপস এর লেটেস্ট ভার্সন ডাউনলোড করে নিন।

৩। ছোট একটি সফটওয়্যার ব্যবহার করে মেমরি কার্ড ও পেনড্রাইভ এর মাঝে পাসওয়ার্ড দিয়ে রাখুন।

Level 0

আমি রাফসান জামিল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 32 টি টিউন ও 60 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ। হোয়াটঅ্যাপ চাই পিসির জন্য

এই টা কিশের জন্য ?

Level 0

ভাই imoo সফট আছে উইন্ডোজ ডেক্সটপ বা ল্যাপটপ?

এটা ব্যবহার করতে গেলে তো মোবাইলে নেট ক্যানেক্ট থাকতে হবে…

    মোবাইলে নেট ক্যানেক্ট না থাকলেও হবে । পিসি তে নেট থাকতে হবে ।

ভাই Whats App আছে যা Laptop/Desktop এ চলবে?

ভাই Viber এ User Name and Password চাই? Passoward টা জানাবেন ?

Thnx For share