পিসির জন্য কিছু গুরুত্বপুর্ন ফাইল বা সফটওয়ার।(বিশেষ করে গেমারদের জন্য)

আসসালামু আলাইকুম।আশাকরি সবাই টেকটিউন পরিবারের সাথে ভালোই আছেন।

আমরা অনেকেই ব্রডব্যন্ড চালাই।আনলিমিটেড নেট হওয়ার কারনে কখনো মেগা/গিগা নিয়ে কার্পন্য করিনা।তাই হোক সার্ভার বা সাধারন ওয়েবসাইট যা মনে চায় তাই নামাই।কিন্ত সমস্যা হল গেমস।

আমাদের মধ্যে অনেকেই গেমস খেলি।কেউ সিডি আবার কেউ ডাউনলোড করি।যদিও ব্রডব্যান্ড কিন্তু স্পিড লিমিটেড।বর্তমানে যেই সকল গেমস বেশী খেলা হয় তা মোটামুটি ৯-১০ জিবির নিচে হয়না। GTA V তো ৬০ জিবি।

কথা হলো অনেক কষ্টে এইসব গেমস নামিয়ে পিসিতে গ্রাফিক্স থাকা সত্ত্বেও খেলতে না পারাটা অনেক কষ্টের।

সাধারনত সার্ভারে যেইসকল গেমস দেয়া থাকে সেইগুলো তে শুধু মেইন ফাইলটা থাকে, ভিতরে কিছু এসেনশাল সফটওয়ার প্রয়োজন তা দেয়া নাও থাকতে পারে।

আমরা গেমস নামাই,ইন্সটল দিই।গেমস চলছেনা বা ইন্সটল নিচ্ছেনা কেটে ফেলি।ভাবি ফাইলে  সমস্যা আছে।

কিন্তু সমস্যা আপনার পিসিতেও থাকতে পারে।সমস্যাটা বাধে পিসি সেটাপ এর পরে মাদারবোর্ডের সিডি সেটাপ  না দেয়ার কারনে।কেননা এর মধ্যেই সকল গুরুত্বপুর্ন সফটওয়ার থাকবে।তা মিসিং হলেই সমস্যা।

পিসিতে গেমস খেলার জন্য কিছু অত্যাবশকীয় ফাইল থাকতে হয় (গেমস ছাড়াও এদের প্রয়োজন)

1.Direct x 9.0 or direct x-11

2.Microsoft visual c++ 2005(32 bit) or Microsoft visual c++ 2005 (64)

আপনার পিসি ৩২ বিট এর হলে প্রথম টা-আর ৬৪ বিট হলে ২য় টা

3.Microsoft net framework 4.5

5. Winrar

6.Power Iso          (এর মা্ধ্যমে সহজেই ISO ফাইল মাউন্ট করতে পারবেন কোনো ব্লাঙ্ক সিডি লাগবেনা। )

 

Level 0

আমি সাধারণ টিউনার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Microsoft net framework 4.5 এটার দরকার ছিল।বাকী গুলোও কাজের , শেয়ার করার জন্য ধন্যবাদ।

DirectX 11 টা নিলাম