
সুপ্রিয়, শিক্ষার্থীরা তোমাদের জন্য টেকটিউনস এর পক্ষ থেকে আমাদের আজকের আয়োজন হল- “তথ্য ও যোগাযোগ প্রযুক্তি” বইয়ের স্পেশাল সংক্ষিপ্ত প্রশ্নোত্তর গাইড। তোমরা যারা জুনিয়র স্কুল সার্টিফিকেট (JSC) পরীক্ষা ও মাদ্রাসা বোর্ডহতে জুনিয়র দাখিল সার্টিফিকেট (JDC) পরীক্ষায় অংশগ্রহন করবে তাদের জন্য আমাদের এই বইটি অত্যান্ত সুফল বয়ে আনবে, আশা করি। তোমরা ১০০% কমন পাবে। আমরা দীর্ঘপ্রচেষ্টার মাধ্যেমে এই বইটি তোমাদের পাঠ্য বইয়ের সাথে সম্পূর্নমিল রেখে অধ্যায় ভিত্তিক আলাদা আলাদা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্রনয়ন করেছি।
তাই আর দেরি না করে আজি তোমার কপি ডাউনলোড করে নেও।

তথ্য প্রযুক্তি[IT]t তথ্য মানুষের জন্মগত অধিকার। প্রতিদিন মানুষের জীবনে নতুন নতুন তথ্যের উদ্ভব হয়। প্রযুক্তির
ছোঁয়ায় তথ্যের সম্প্রসারণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সুতারাং তথ্য প্রযুক্তি হল- তথ্য সংগ্রহ, এর সত্যতা ও বৈধ্যতা যাচাই, সংরক্ষন, প্রক্রিয়াকরণ, আধুনিকীকরণ, পরিবহন, বিতরণ ও ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিকে বলা হয় তথ্য প্রযুক্তি বা [Information Technology]সংক্ষেপে IT বলা হয়।
যোগাযোগ প্রযুক্তি(Communication Technology)ঃ কম্পিউটার কিংবা অন্য কোন যন্ত্রের মাধ্যমে ডাটাকে একস্থান হতে
অন্য স্থানে কিংবা এক ডিভাইস হতে অন্য ডিভাইসে স্থানান্তরের প্রক্রিয়া হচ্ছে ‘ডাটা কমিউনিবেশন’। কাজেই কমিউনিকেশন বা যোগাযোগ এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে একস্থান (উৎস) হতে অন্যস্থানে (গন্তব্য) নির্ভরযোগ্যভাবে ডাটা বা উপাত্ত আদান-প্রদান সম্ভব। ডাটা কমিউনিকেশন ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিতে যোগাযোগ বা কমিউনিকেশন টেকনোলজি বলা হয়। টেলিফোন, মোবাইল, ইন্টারনেট ইত্যাদি এ প্রযুক্তির সংরক্ষণ।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি [ICT]: “যে কোন প্রকারের তথ্যের উৎপত্তি সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, সঞ্চালন এবং বিচ্ছুরণে ব্যবহৃত সকল ইলেকট্রনিক প্রযুক্তি” কে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলে।
কম্পিউটার [Computer]: কম্পিউটার একটি ইলেক্ট্রনিক যন্ত্র যা তার মেমরিতে সংরক্ষিত থাকা নির্দেশে ও নিয়ন্ত্রণে পরিচালিত হয়; যা ডাটা গ্রহণ করে, ডাটাকে সুনির্দিষ্ট নিয়মে প্রক্রিয়াকরণ করে, ফলাফল তৈরি করে ও ভবিষ্যতে এই ফলাফল ব্যবহারের জন্য সংরক্ষণ করে।
ইন্টারনেট [Internet]: ইন্টারনেট পৃথিবীর বিস্তৃত একটি বৃহত্তম কম্পিউটার নেটওয়ার্ক। এটি অসংখ্য ছোট বড় নেটওয়ার্কের সংযোগ তৈরি একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক।
ইলেক্ট্রনিক মেইল [Electronic Mail]: ইলেক্ট্রনিক মেইল কে সংক্ষেপে ‘ই-মেইল’ বলা হয়। এটা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর এক ধরনের উন্নত ও দ্রুত ডিজিটাল ডাক ব্যবস্থা।
ওয়াই-ফাই [Wi-Fi]: ওয়াই-ফাই হলো একটি ওয়্যারলেস লোকাল নেটওয়ার্ক যা বহনযোগ্য কমপিউটিং ডিভাইসগুলোকে খুব সহজেই ইন্টারনেটের সাথে যুক্ত
বইটি সকল শিক্ষার্থীদের বেশ উপকারী হবে।
ডাউনলোড করুন-
পর্বে প্রকাশিত হয় আমাদের নিজস্ব সাইটে ইচ্ছা করলে ঘুরে আসতে পারেন। ঘুরে আসতে ক্লিক করুন।
আমি sofiq। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।