YouTube থেকে ডাউনলোড করা আর ঝামেলা নয়। এখন ডাউনলোড করুন সবথেকে সহজ উপায়ে Full HD 1080p YouTube Video – বীর বাঙালীর পরিপুর্ণ টিউটোরিয়াল

আসসালামু আলাইকুম
আশা করি সবাই ভালো আছেন।

সবাইকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। নানান ব্যাস্ততার কারনে এতদিন কিছু লিখতে পারিনি। তাই অনেক দিন পর আজ লিখতে বসলাম। বেশি কথা বাড়াবো না...চলে আসি মুল কথায়। আমরা সবাই জানি যে কোন ধরনের ভিডিও খোজার জন্যে ইউটিউবের জুড়ি নেই। এখন কথা হচ্ছে ভিডিও শুধু খুজে পেলেই তো আর হবে না। পরবর্তীতে দেখার জন্যে তা অবশ্যই ডাউনলোড করতে হবে। আর এখানেই সবাইকে পড়তে হয় বিড়ম্বনায়। অনেকে IDM ব্যাবহার করে থাকেন ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার জন্যে। কিন্তু এতেও বেশিদিন শান্তিতে থাকা যায় না। কিছুদিন পড়েই শুরু হয় নানান ঝামেলা। কিন্তু আর নয় কোন বিড়ম্বনা। নেই কোন বাড়তি ঝামেলা। কারন এখন ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার জন্যে এসে গেছে একটি নতুন ও সহজ এবং সম্পুর্ণ ঝামেলাবিহীন YouTube Downloader HD

ফিচারসমূহঃ

  • ব্যাবহার করা সহজ। ইউটিউব থেকে ভিডিও URL Copy করে শুধু YouTube Downloader HD তে Paste করুন। কোন প্রকার স্ক্রিপ্ট বা ব্রাউজার প্লাগিন এর প্রয়োজন নেই।
  • ডাউনলোড করা ভিডিওকে বিভিন্ন ফরম্যাটে কনভার্ট করা যায়।
  • ইউটিউবের সর্বোচ্চ মানের ভিডিও একদম Full HD ফরম্যাটে ডাউনলোড করা যায়।
  • সব ধরনের ভাষা সাপোর্ট করে। ফলে বাংলা চাইনিজ জাপানিজ সব ভাষায় লেখা নাম দেখা যায়।
  • বড় ভিডিও ফাইলও সাপোর্ট করে
নিচের স্ক্রিনশটটি দেখুনঃ

অথবা ভিডিও টিউটোরিয়াল দেখুনঃ

https://youtu.be/dPp0oiB9rz4

আজ এ পর্যন্তই
সবাই ভালো থাকবেন
সর্বপ্রথম প্রকাশিত এখানে

Level 0

আমি বীর বাঙালী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

এটা ছিল না আমার কাছে। কিন্তু ইউটিউব ডাউনলোডার ছিল। ঈগল ডাউনলোডার দিয়ে নামান আরও সোজা।

    তা হতে পারে। কিন্তু এটার মুল সুবিধা হল আসল HD Quality পাওয়া যায়।

এন্ড্রয়েড মোবাইল দিয়ে আরো সোজা, tubemate is the best

4K Video Downloader দিয়েও Full HD ভিডিও ডাউনলোড করা যায়, আর তা করা একদমই সহজ।