যে কোন গানে নিজের ছবি, সাইটের টাইটেলসহ আরো অনেক কিছু যোগ করুন ছোট একটি সফটওয়্যার ব্যাবহার করে ।

আসসালামু আলাইকুম।

বন্ধুরা আশা করি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালোই আছেন। এটি আমার ১০ম  টিউন, আশা করি কোন ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বন্ধুরা আশা করি আপনারা টিউনের শিরোনাম দেখেই বুঝতে পেরেছেন।

যে কোন গানে নিজের ছবি, সাইটের টাইটেলসহ আরো অনেক কিছু ব্যবহার করুন ছোট একটি সফটওয়্যার ব্যাবহার করে । কীভাবে যে কোন গানে নিজের ছবি, সাইটের টাইটেলসহ আরো অনেক কিছু ব্যবহার করা যায়। একটা সফটওয়্যারের মাধ্যমে এই কাজটি করতে পারবেন খুব সহজে। প্রথমে সফটওয়্যারটি ডাউনলোড করুন ।

 

>>>ডাউনলোড করুন<<<

 

সাইজ মাত্র ২.৫ MB। ডাউনলোড হয়ে গেলে ওইনরার দিয়ে এক্সত্রাচক করে নিন, তারপর ইন্সটল করে ফেলুন । এটি একটি ফ্রী সফটওয়্যার, তাই কোন সিরিয়াল কি লাগবে না ।

আশা করি কোন সমস্যা হবে না, তবে সমস্যা হলে জানাবেন সমাধান করার চেষ্টা করবো । আজ তাহলে এখানেই শেষ করলাম । ধন্যবাদ সবাইকে ।

টিউনটি তাড়াহুড়া করে লিখেছি তাই ভুল হলে ক্ষমা করবেন। আজ এ পর্যন্ত। সবাই ভাল থাকবেন। আল্লাহ হাফেজ।

আমার প্রথম ৫টি টিউন আপনারা দেখতে পারেন।

 

১। নির্দিষ্ট সময়ে বন্ধ করূন আপনার কম্পিউটার।

২। যারা চাকরি চান তারা অতি সত্ত্বর ডাউনলোড করে নিন।

৩। ১.৮০ ডলারের AfterFocus Pro v1.7.2 ব্যবহার করে ডিএসএলআর ক্যামেরার স্বাদ নিন।

৪। যে কোন লেখা আপনাকে পড়িয়ে শোনাতে ডাউনলোড করুন ডিজিটাল তোতাপাখি।

৫।

ডাউনলোড করে নিন ২৪ ডলার মুল্যের জনপ্রিয় টরেন্ট ডাউনলোডার uTorrent Plus ফ্রীতে।

Level 1

আমি মনির হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আর অনলাইনে এডিট করতে এই সাইটি ব্যাবহার করতে পারেন http://uctop.in

Level 2

জি ভাই এই সফটওয়্যারটা আমার কাছে আছে। এবং টেক টিউনস থেকেই এই সফটওয়্যারের সন্ধান পাই। আমার মনে হয় গানে নিজেদের ছবি না ব্যবহার করাই ভাল। কেননা তাহলে অন্যরা যখন ওই গান নেয় তখন অন্য এক মানুষের ছবি দেখতে হয় যা খুবই বিরক্তি কর। নিজের ছবি ব্যবহার না করে অন্য কারও ছবি রিমুভ করতে বা অন্য প্রাকৃতিক ছবি দিতে এই সফটওয়্যার টি ব্যবহার করা উচিত।

ব্যাবহার পদ্ধতি গুলো জানালে আরো উপকৃত হতাম, যদিও দেখলাম ব্যাবহার করা খুব সহজ