যে বিষয় গুলো ব্যবসায়ী দের অবশ্যই জানা দরকার, তাহলে আর লস এর কারণ খুঁজতে হবে না

অনেক আগে থেকেই ব্যবসায়ী গণ তাদের ব্যবসার হিসেব নিকেশ এর ক্ষেত্রে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করত। অতি প্রাচীন কালে মানুষ পাথর অথবা করি অথবা কিছু কাঠি এর মাধ্যমে হিসেব নিকেশ করত। এর পর ধিরে ধিরে কাগজ কলম আবিস্কার হল। মানুষ গননা করতে শিখল। তারপর থেকে মানুষ ক্যালকুলেটর এর সাহায্যে হিসেব করত এবং কাগজ কলমে তা লিখে রাখত। এরপর যখন কম্পিউটার আবিস্কার হল তারপর থেকে শুরু হল এক নতুন দিগন্ত। মানুষ তার হিসেব নিকেশ পদ্ধতি তে পরিবর্তন আনল। মানুষ মাইক্রোসফট এর এক্সেল ব্যবহার করল তার হিসেব নিকেশ এর কাজে। এর মাধ্যমে অনেক দ্রুত জটিল জটিল হিসেব নিকেশ ও করা যায়। কিন্তু সমস্যা হল হিসেব নিকেশ এর সব তথ্য গুছিয়ে রাখা টা ও অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এ জন্য পরবর্তী তে আবিস্কার হল Accounting Software. এটি অনেক চমৎকার একটি কম্পিউটার প্রোগ্রাম। কম্পিউটার সম্পর্কে সাধারণ জ্ঞান আছে এমন যে কেউ এসব সফটওয়্যার ব্যবহার করতে পারেন। এই সফটওয়্যার এর বিশেষ দিক হল এর মাধ্যমে আপনি আপনার ব্যবসার যে লেন দেন হয় তার আলাদা আলদা Account তৈরি করে রাখতে পারবেন। সবার লেন দেন এর হিসেব রাখতে পারবেন। সেই সাথে যে কোন সময় যে কোন Account এর লেন দেন এর রিপোর্ট বের করতে পারবেন এবং প্রয়োজনে তা কাগজে প্রিন্ট করতে পারবেন অথবা মাইক্রোসফট এক্সেল এ সেভ করে রাখতে পারবেন। ফলে যেকোনো সময় আপনি মাত্র একটি ক্লিক এ জানতে পারবেন আপনার ব্যবসার হাল চাল। লাভ হচ্ছে না লস হচ্ছে। সফটওয়্যার ব্যবহার এর অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল আপনি যদি আপনার ব্যবসায় সময় দিতে না পারেন এবং এজন্য যদি কর্মচারী নিয়গ করে থাকেন তবে তারা কোন রকম কারচুপি করতে পারবে না। যে কোন সময় আপনি আপনার ব্যবসায় জড়িত না থাকা সত্তেও আপনি বুঝতে পারবেন আপনার ব্যবসা কেমন চলছে। তবে অনেকেই সফটওয়্যার ব্যবহার করেন না। কারন অনেকেই মনে করেন যে সফটওয়্যার এর দাম অনেক বেশি। এটি চালাতে খরচ হবে অনেক বেশি। এটি চালানো হয়তো অনেক কঠিন। কিন্তু না। বাজারে যেমন ২৫০০০০ টাঁকা এর সফটওয়্যার পাওয়া যায় তেমনি ২৫০০ টাঁকার ও সফটওয়্যার পাওয়া যায়। আপনার ব্যবসার ধরন ও আপনার প্রয়োজন অনুযায়ী আপনি সফটওয়্যার সংগ্রহ করতে পারেন। আর এসব সফটওয়্যার চালানো খুব এ সহজ। আপনি যেখানে একটা কর্মচারী এর পিছনে মাস এ ৫০০০ থেকে ১০০০০ টাঁকা ব্যয় করছেন এবং তারপর ও দেখছেন যে আপনার কর্মচারী ঠিক মত দায়িত্ব পালন করছে না সে ক্ষেত্রে একটা সফটওয়্যার এর পিছনে অবশ্যই ২৫০০ টাঁকা তো ব্যয় করে দেখতে পারেন এটি ঠিক মত দায়িত্ব পালন করে কি না। আজ আমি আপনাদের সাথে একটি Accounting Software এর ডাউনলোড লিঙ্ক শেয়ার করতেছি। ডাউনলোড করে দেখতে পারেন। আপনার কাজেও লাগতে পারে। সফটওয়্যার টি ডাউনলোড করতে নিচের লিঙ্ক এ ক্লিক করুন।

 

Click Here To Download

 

আজ এই পর্যন্ত। সবাই কে রামযানুল মোবারক এর শুভেচ্ছা।

Level New

আমি কোড হান্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Kaj kore na on e hoy na

    apni jodi windows xp use koren tobe microsoft dot net frame work 3.5 install korte hobe. ar jodi windows 8 or above use koren tobe dot net frame work 3.5 enable kore nite hobe. ar seven use korle kisui korte hobe na. emni kaj korbe.