Q-dir – ব্রাউজ করুন একসাথে চারটি উইন্ডো

আজ আমি আপনাদের ইন্টারেস্টিং একটি সফটওয়্যারের সাথে পরচিয় করিয়ে দেব যার সাহায্যে আপনার সময় বাচবে সাথে কাজ হবে অনেক দ্রুত। q-dir এমন একটি সফটওয়্যার যেটি ওপেন করলে একসাথে চারটি উইন্ডো ওপেন হবে। আপনি ইচ্ছে করলে তিনটি/দুইটি উইন্ডোও সেট করতে পারেন।

আপনি ইচ্ছে করলে প্রতিটি উইন্ডোতে যেকোন ফোল্ডার বা ড্রাইভ সেট করে দিতে পারেন তাহলে q-dir ওপেন করলে সরাসরি ওই ফোল্ডার টি ওপেন হবে মনে করুন আপনি সবচেয়ে বেশিবার AUDIO,SOFTWARE,VIDEO ড্রাইভ গুলো open করেন এবার আপনি এই তিনটি ড্রাইভ তিনটি উইন্ডো তে সেট করে দিন এবং file মেনু হতে save করে desktop এ রাখুন। এবার আপনি desktop এ সেভ করা icon টিতে ক্লিক করলে আপনার সেভ করা ড্রাইভগুলোর ফাইলগুলো সরাসরি open হবে। এতে আপনার সময় বাচবে। আপনি ইচ্ছে করলে ৪টি ও সেট করতে পারেন.ব্যবহার করে দেখুন কত সহজ আর মজার সফটওয়্যার।

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

Level 0

আমি বিল্লাহ মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 142 টি টিউন ও 1447 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

করি মায়ের ভাষায় চিৎকার........ http://bloggermamun.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কম্পিক্লেটেড লাগে!

আমার এটা কাজে লাগবে। ধন্যাবাদ

Level 0

ধন্যবাদ, মনে হচ্ছে েবশ কাজ িদবে।