সুপ্রিয়, শিক্ষার্থীরা, তোমরা যারা নবম-দশম শ্রেণিতে পড় তাদের জন্য আমাদের টেকটিউনস এর পক্ষ থেকে এবং ‘স্টুডেন্ট গাইড লাইন’ সৌজন্যে রয়েছে আজকের আয়োজন ‘রসায়ন’ বই এর বহুনির্বাচনী প্রশ্নোত্তর। আমার শিক্ষার্থীদের সুবিধার জন্য বইটি প্রত্যেকটি অধ্যায়ের আলাদা আলাদা ভাবে নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর করেছি যাতে খুব সহজে শিক্ষার্থীরা বিষয়টি আয়ত্ত্ব করতে পারে। আলাদা আলাদা ভাবে করার ফলে শিক্ষার্থী খুব দ্রুত ও সহবে বহুনির্বাচনী প্রশ্নোত্তর শিখতে পারবে।
বহুনির্বাচনী প্রশ্নোত্তর, বইটিতে রয়েছে ১৮০০+ বহুনির্বাচনি প্রশ্নোত্তর।
তাই আর দেরি না করে বইটি ডাউনলোড করে নাও।


দ্বিতীয় অধ্যায়ঃ পদার্থের অবস্থা
১। কাপে গরম চা রাখলে নিচের কোন্ প্রক্রিয়াটি ঘটে?
(ক) বাষ্পীভবন (খ) উর্ধ্বপাতন
(গ) ব্যাপন (ঘ) নিঃসরণ
২। জলীয় বাষ্পকে যখন ঘনীভবন করা হয়, তখন কণাসমূহের ক্ষেত্রে কী ঘটবে?
(ক) আকার সংকুচিত হবে
(খ) চলাচল করতে থাকবে
(গ) একই অবস্থানে থেকে কাঁপতে থাকবে
(ঘ) পরিপার্শ্বে শক্তি নির্গত করবে
২৩। কোন পদার্থটির আন্তঃআণবিক শক্তি সবচেয়ে কম?
(ক) পাথর (খ) পেট্রোল
(গ) লোহা (ঘ) কার্বন ডাইঅক্সাইড
২৪। “চাপে আয়তন স্বল্প মাত্রায় সংকোচনশীল” নিচের কোনটির ক্ষেত্রে উক্তিটি প্রযোজ্য?
(ক) হিলিয়াম গ্যাস (খ) মার্বেল
(গ) দুধ (ঘ) কাঠ
২৫। “চাপে আয়তন অধিক মাত্রায় সংকোচনশীল” নিচের কোনটির ক্ষেত্রে উক্তিটি প্রযোজ্য?
(ক) হিলিয়াম গ্যাস (খ) মার্বেল
(গ) দুধ (ঘ) কাঠ
২৬। নিচের কোন্টির আন্তঃআণবিক আকর্ষণ সবচেয়ে বেশি?
(ক) কেরোসিন (খ) সাধারণ লবণ
(গ) পানি (ঘ) নাইট্রোজেন
২৭। কোন্ পদার্থটির আন্তঃআণবিক আকর্ষণ সবচেয়ে কম?
(ক) হাইড্রোজেন/নাইট্রোজেন (খ) পানি
(গ) লবণ (ঘ) তেল
২৮। কোন তরলের স্ফুটনাংক বাইরের চাপের উপর নির্ভরশীল এ কথাটির অর্থ হলোÑ
(ক) চাপ প্রয়োগ করলে তরল পদার্থের স্ফুটনাংক হ্রাস পায়।
(খ) চাপ প্রয়োগ করলে তরল পদার্থের স্ফুটনাংক বৃদ্ধি পায়।
(গ) চাপ প্রয়োগ করলে তরল পদার্থের স্ফুটনাংক অপরিবর্তিত থাকে।
লিখলেন রসায়ন আর দিলেন নৈতিক শিক্ষার বই। ১৫ এম বি ফালতু গেল