
আমি নিজে ব্যক্তিগত ভাবে অনেক বার এ ধরনের সমস্যার সম্মুখীন হয়েছি। আমার নোটবুক এর জন্য প্রয়োজনীয় ড্রাইভার খুঁজে পাচ্ছিলাম না। বেশ কিছু টুলস আছে কিন্তু সেগুলো ব্যবহার করতে প্রিমিয়াম ভার্সন কিনে ব্যবহার করতে হয়। পরে গুগল এ সার্চ করার পর একটি ওয়েবসাইট পেলাম যা আমাকে ড্রাইভার সমস্যা থেকে মুক্তি দিল আজীবনের জন্য। তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো সেই ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে আপনি বিভাগ অনুযায়ী ড্রাইভার সার্চ করতে পারবেন অথবা আপনি আপনার পিসির কোম্পানি এর নাম এবং মডেল সিলেক্ট করে দিলে আপনার পিসির সকল ড্রাইভার দেখেতে পাবেন। এখানে আপনার পিসির জন্য গ্রাফিক্স, নেটওয়ার্ক, সাউন্ড, ভিডিও, অডিও, কার্ড রিডার, কুইক সেট, ওয়াইফাই, ব্লু টুথ সহ সব ধরনের ড্রাইভার সফটওয়্যার পাবেন। তারপর যে গুলো আপনার দরকার সে গুলো ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার পর ফাইল গুলো আনযিপ করতে হবে। তারপর ইন্সটল করুন।
তো চলুন ঘুরে আশি সেই ওয়েবসাইট থেকে। আপনার পিসির ড্রাইভার ডাউনলোড করতে নিচের লিঙ্ক এ ক্লিক করুনঃ
ধুরুন আপনার নোটবুক এর মডেল Dell Inspiron N4110. তাহলে প্রথমে ওয়েবসাইট এ প্রবেশ করুন। তারপর সিলেক্ট করুন Dell।

এরপর সিলেক্ট করুন Laptops & Desktops. দেখবেন অনেক গুলো মডেল নাম্বার চলে এসেছে। সেখান থেকে খুজ বের করুন Inspiron N4110 তারপর সিলেক্ট করুন তারপর দেখবেন সকল ড্রাইভার শো করছে।



কোন সমস্যা হলে আমার সাথে ফেসবুক এ যুক্ত হতে পারেন অথবা আমার ওয়েবসাইট থেকে ঘুরে আসতে পারেন।
আমি কোড হান্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি অনেক দিন ধরে এইটা ব্যবহার করছি