সুপ্রিয়, শিক্ষার্থীরা, তোমরা যারা পঞ্চম শ্রেণিতে পড় তাদের জন্য আমাদের টেকটিউনস এর পক্ষ থেকে এবং ‘স্টুডেন্ট গাইড লাইন’ সৌজন্যে রয়েছে আজকের আয়োজন ‘ইসলাম ও নৈতিক শিক্ষা’ বই এর ২য় পর্ব-০২ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। আমারা শিক্ষার্থীদের সুবিধার জন্য তিনটি পর্বে বইটি বিভক্ত করেছি যাতে খুব সহজে শিক্ষার্থীরা বিষয়টি আয়ত্ত্ব করতে পারে। আলাদা আলাদা ভাবে করার ফলে শিক্ষার্থী খুব দ্রুত ও সহজে বহুনির্বাচনী প্রশ্নোত্তর শিখতে পারবে। এবং পরীক্ষা ভাল ফলাফল করবে ইনশাহ আল্লাহ।
২য় পর্বে রয়েছে- সংক্ষিপ্ত প্রশ্নোত্তর।
৩য় পর্বে রয়েছে- কাঠামোবদ্ধ ও যোগ্যতাভিত্তক প্রশ্নোত্তর।
তাই আর দেরি না করে বইটি ডাউনলোড করে নাও।
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর :
(সংক্ষিপ্ত প্রশ্ন ১৫টি প্রশ্ন থাকবে এবং ১৫ টির উত্তর দিতে হবে) ক্স নম্বর - ১৫
১ম অধ্যায় ঃ আকাইদ - বিশ্বাস
১. সর্বপ্রথম আমাদের কী সম্পর্কে জানা ও ইমান আনা আবশ্যক? উত্তর : আল্লাহ তায়ালার অস্তিত্ব
২. কীসের জ্ঞান অর্জন করা আমাদের জন্য ফরজ?
উত্তর : আল্লাহর আইন ও বিধান
৩. কাকে মুমিন বলা হয়?
উত্তর : যে ব্যক্তি আল্লাহর একত্ব, তাঁর গুণাবলি, বিধান ও তাঁর পুরস্কার ও শাস্তি সম্পর্কে জানে এবং অন্তর দিয়ে বিশ্বাস করে তাকে মুমিন বলে
৪. আমাদের মাঠভরা কী আছে?
উত্তর : ফসল
৫. নদী কীভাবে বয়ে যায়?
উত্তর : কুল কুল শব্দে
৬. ওহি কী?
উত্তর : নবি-রসুলদের জ্ঞান দানের জন্য আল্লাহ যে মাধ্যম ব্যবহার করেছেন তার নাম ওহি
৭. আল্লাহর কিতাব কী?
উত্তর : নবি-রসুলদের জ্ঞান দানের জন্য আল্লাহ যে কিতাব ব্যবহার করেছেন তার নাম অল্লাহর কিতাব
৮. কুরআন মজিদ কার কিতাব?
উত্তর : আল্লাহর কিতাব
৯. নিজেকে আল্লাহর তায়ালার গুণে গুণান্বিত করতে পারলে কী লাভ হয়? উত্তর : চরিত্র ভালো হয়
১০. ‘তাখাল্লাকু বিআখলাকিল্লাহ’ অর্থ কী?
উত্তর : তোমরা আল্লাহর গুণে গুণান্বিত হও
১১. ইসলাম কী?
উত্তর : আল্লাহ তায়ালার আনুগত্যের নামই ইসলাম
১২. আল্লাহ তায়ালার আনুগত্যের জন্য কী প্রয়োজন?
উত্তর : আল্লাহ তায়ালার সত্তা ও গুণাবলি সম্পর্কে জানা ও ইমান আনা
১৩. গাছপালা বাতাস থেকে কী নেয়?
উত্তর : কার্বন ডাই অক্সাইড
১৪. গাছপালা কীভাবে খাদ্য তৈরি করে?
উত্তর : কার্বন ডাই অক্সাইডের সাহায্যে
১৫. শ্বাস ফেলার সময় আমরা যে বিষাক্ত বায়ু ছাড়ি তার নাম কী? উত্তর : কার্বন ডাই অক্সাইড
উপকারি পোষ্ট ধন্যবাদ