যে কোনো ভিডিও ডাউনলোড করুন খুব সহজে।

IDM দিয়ে ইউটিউব সহ যে কোনো ভিডিও ডাউনলোড করুন সহজেই।

আস্সালামু-আলাইকুম…। টেকটিউনসকে আসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে রেজিস্ট্রেশনের সুযোগ দেয়ার জন্য। এটা আমার প্রথম টিউন। ভুল ভ্রান্তি হলে ক্ষমা করে দেবেন।

এবার কাজের কথায় আসি।

প্রথমে বলে রাখি যারা জানেন তারা দূরে থাকুন   😆  🙄  ।আমরা অনেকেই IDM ব্যবহার করি ইন্টারনেট থেকে কোন কিছু ডাউনলোড করার জন্য। কিন্তু অনেক সময় দেখি IDM থাকা স্বত্বেও আমরা ইউটিউব সহ অন্যান্য যে কোন ভিডিও শেয়ারিং সাইট থেকে ভিডিও ডাউনলোড করতে পারি না। এই সমস্যা সমাধানের জন্যই আমার এই টিউন। যারা ফায়ারফক্স ব্যবহার করেন তারা যদি তাদের ব্রাউজারে একটি Add-ons /এক্সটেনশন যোগ করেন তবে যে কোন ভিডিও ডাউনলোড করতে পারবেন।এর সাহায্যে ফেসবুক,ইউটিউব এবং অন্যান্য যে কোন সাইট থেকে ভিডিও এবং অডিও  ডাউনলোড করতে পারবেন।

এই এক্সটেনশনটি পেতে হলে এখানে ক্লিক করুন। ঐখানে ফায়ারফক্স এর ভার্সন দেখে আপনার ব্রাউজারটি আপডেট করে নিন।

এখন install ক্লিক করুন।

তারপর allow তে ক্লিক করুন।

তারপর নতুন উইন্ডোতে আবার install এ ক্লিক করুন।

তারপর একটু অপেক্ষা করুন।

আর এই এক্সটেনশনটি ইন্সটল হয়ে গেলে আপনার ব্রাউজারটি একবার রিস্টার্ট দিন। আর অন লাইনে যে কোন ভিডিও প্লে করলেই আপনি ডাউনলোড অপশন পাবেন। সেখান থেকে আপনার পছন্দ মত Formate অনুযায়ী Download করুন মুভি গান ড্রামা। আজ এ পর্যন্তই।

ধন্যবাদ আমার টিউনটি দেখার জন্য।

 

Level 2

আমি রুহুল আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এইটা কোন টউন হল ভাই?????