ফ্রি তে নিয়ে নিন আইডিএম এর বিকল্প ডাউনলোড ম্যানেজার ”ফ্লাশগেট”

আসসালামুআলাইকুম,

আশা করি সবাই ভাল আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করবো একটি ডাউনলোড ম্যানেজার। প্রচলিত ডাউনলোড ম্যানেজার এর চেয়ে এটা একটু আলাদা। এর কথা যারা জানেন তাঁদের কথা আলাদা। যারা জানেন না এ টিউনটি শুধু তাঁদের জন্য। আমি একেবারে নতুন, তাই ভুল ত্রুটির জন্য শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি।

যাক সেসব কথা, এবার কাজের কথায় আসি।

আইডিএম দিয়ে ডাউনলোড করার কথাতো অনেক শুনেছেন। অনেকে ব্যবহারও করছেন। এতে রেজিস্ট্রেশনের ঝামেলাও পোহাতে হয়েছে অনেক। এবার নিন রেজিস্ট্রেশনের ঝামেলা থেকে মুক্তি। আইডিএম এর বিকল্প এ ডাউনলোডারটির নাম ফ্লাশগেট। ইন্টারনেট থেকে ফাইল ডাউনলোড করার সময় সংযোগ চলে গেলে বা কোন কারণে ডাউনলোড শেষ না করে কম্পিউটার বন্ধ করতে হলেও কোন সমস্যা নেই। আপনার ইন্টারনেটের সংযোগ বিছিন্ন হলেও পুনরায় সংযোগ পেলে সয়ংক্রিয়ভাবে ডাউনলোড চলবে এমনকি কম্পিউটার বন্ধ করে পরবর্তীতে চালু করলে সয়ংক্রিয়ভাবে ডাউনলোড শুরু হবে পূর্বের জায়গা থেকে। বিনামূল্যে পাওয়া সকল ডাউনলোড ম্যানেজারের মধ্যে ফ্লাশগেটের সাহায্যে সবচেয়ে দ্রুত এবং সহজে ডাউনলোড করা যায়। মাল্টি-সার্ভার হাইপার-থ্রেটিং ট্রান্সপোর্টেশন প্রযুক্তি ব্যবহারের ফলে সর্বোচ্চ গতিতে ডাউনলোড করা যায়। এছাড়াও ফ্লাশগেট লুকিয়ে রাখলে অন্যের দ্বারা অনিচ্ছাকৃতভাবে ডাউনলোড বন্ধ হবে না। ফ্রিওয়্যার এই সফটওয়্যারটির ১.৯.৬ সংস্করণ ফ্লাশগেটের নিজস্ব ওয়েবসাইট http://www.flashget.com থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন, অথবা ডাউনলোড করুন এখান থেকে।

আশা করি সফটওয়্যারটি সবার ভালো লাগবে এবং কাজে আসবে।  আমার জন্য সকলে দোয়া করবেন। ধন্যবাদ।

Level 0

আমি মাসুদ আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Free Eagleget much better..Thanks For share

Level 0

Impirical test discovers IDM (Internet Download Manager) is not the fastest download accelerator around.
http://t.co/f9qNBCCI7b

ডাউনলোড ম্যানেজার আইডিএম বেষ্ট, এর বিকল্প হয়তো কোনদিন হবেনা। হ্যা এটা ফ্রি ব্যবহার করা যায় না ঠিকই তবে এর জন্য আমার কাছে একটা স্থায়ী সমাধান আছে। দেখি একটা টিউন করা যায় কিন না।

Eagleget is the best ……………..

আমিও এখন ইগল গেট ইউজ করছি । আই ডি এম এ যে এতো ঝামেলা । ৯৯% হয়ে ফেইল্ড । মেজাজাডা খারাপ হয়ে যায় ।