এখন থেকে accounting এবং excel এর সব কাজ করুন এক সফটওয়্যার এর মাদ্ধম্যে, আজিবনের জন্য ফ্রী

কথা না বারিয়ে কাজের কথা বলে। আজ আমি আপনাদের একটি সফটওয়্যার এর সাথে পরিচয় করিয়ে দিব। যার মাদ্ধম্যে আপনি যখন তখন যেখানে সেখানে ব্যবহার করে আপনার দৈনন্দিন হিসেব নিকেশ গুচিয়ে রাখতে পারবেন। সেই সাথে এক্সেল এ Export করতে পারবেন। আর সফটওয়্যার টি সম্পূর্ণ ফ্রী আজীবনের জন্য। এই সফটওয়্যার এর মাধ্যমে আপনি আনলিমিটেড অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। সেই সাথে সব অ্যাকাউন্ট এই আনলিমিটেড ডেবিট এবং ক্রেডিট করতে পারবেন। এছাড়া সফটওয়্যার টি আপনি Customize ও করে নিতে পারেন আপনার ইচ্ছে মত।

 

সফটওয়্যার টি ব্যবহার করতে পারবেন শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, দোকান, এন জি ও, স্টোর, গোদাওন, ট্রাভেল এজেন্সি সহ আর ও অনেক জায়গায়।

 

Install করার পদ্ধতিঃ

  • প্রথমে mysql-connector-net-6.9.5 file টি install করুন।
  • এরপর Setup ফাইল টি Install করুন। প্রয়োজনীয় password সমূহ SerialKey.txt file এ দেওয়া আছে।

 

বি দ্রঃ সফটওয়্যার টি চালানোর জন্য অবশ্যই আপনার কম্পিউটার এ ইন্টারনেট সংযোগ থাকতে হবে।

 

সফটওয়্যার টির মাদ্ধম্যে আপনি পৃথিবীর যেকোনো জায়গা থেকে কাজ করতে পারবেন। যে কোন কম্পিউটার এ ইন্সটল করেই কাজ করতে পারবেন। ধরুন আপনি আপনার বাসায় কাজ করবেন। কিন্তু আপনার অফিস অন্য জায়গায়। সেক্ষেত্রে সফটওয়্যার টি পেন ড্রাইভ এ রাখলে আপনি যে কোন জায়গা থেকে ইন্সটল করেই কাজ করতে পারবেন। যেহেতু এটি online.

 

তাহলে আর দেরি না করে ডাউনলোড করি নিচের লিঙ্ক থেকে

Download Now

 

 

Level New

আমি কোড হান্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Downloaf link not working

সফটওয়্যার টি Offline নাকি Online ক্লিয়ার করে বলেন কারন
আমি যদি পেন ড্রাইবে রাখি তা হলে নেট কানেকসনের কি দরকা

    @প্রবাশি টেল: Software টি সম্পূর্ণ Desktop Based অনলাইন সফটওয়্যার। Pendrive এ শুধু আপনার সফটওয়্যার Setup file গুলা রাখবেন। জাতে যখন যেখানে খুশি ইন্সটল করতে পারেন। আর আপনার ডাটাবেস থাকবে অনলাইন এ। তাই সব সময় আপনার activity real time up to date থাকবে। যখন যেখানে ব্যবহার করুন না কেন altime up to dated.

Level 3

Online হলে কি আমার সব ডাটা অনলাইনে থাকবে? Data online এ থাকলে data এর নিরাপত্তা কি?

    @harun24hr: আপনার ডাটা অবশ্যই অনলাইন এ থাকবে। এটা অনেক সুরক্ষিত ডাটাবেস। আপনি যদি private version ব্যবহার করেন তবে আপনার জন্য সম্পূর্ণ আলাদা একটা ডাটাবেস দেওয়া হবে। যেখানে অন্য কেউ প্রবেশ করতে পারবে না। তাই আপনার সব ডাটা থাকবে ১০০% নিরাপদ। আর সফটওয়্যার এর জন্য আমরা কোন মূল্য নেই না। আপনি যদি private version ব্যবহার করতে চান সে ক্ষেত্রে আপনাকে শুধু database এর ভারা টা দিতে হবে। কারন আমাদের ডাটাবেস কিনতে হয়।

      Level 3

      @কোড ওয়ারিওর: ধন্যবাদ reply এর জন্য। ডাটাবেস এ তো আপনাদের access থাকবে? আপনারা যে ডাটার missuse করবেননা বা ডাটা অন্য কেউ অ্যাকসেস করছে কিনা সেটা কিভাবে ensure করবেন। আপনাদের উদ্যোগকে স্বাগত জানাই।

ummm.. not bad 🙂

wow super soft ! vai 1 year 1000 Taka hole deben? Amar lagbe.

Level 0

@কোড হান্টার ভাইজান কি লিঙ্ক দিলেন কনো কাজ হয় না, লিঙ্ক পুরাই ফাকা হয়ে আছে, লিঙ্ক আপডেট করলে ভালো হয় 🙂
ধন্যবাদ

Download link ti ki abar dea jabe?