আপনার কম্পিউটারে লাগান ক্লোজ সার্কিট ক্যামেরা

আসসালামু আলাইকুম,

অনেক দিন পরে টেক টিউনে টিউন করছি, সময় মেলানো দায়। আশা করি ভাল আছেন ।

আমরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠান, বাড়িতে অফিসে সকল স্থানে ক্লোজ সার্কিট ক্যামেরা ব্যবহার করি যা আমাদের প্রতিনিয়ত কাজে লাগে এর প্রয়োজনীতার অনুভুতি থেকে চিন্তা করলাম তাহলে আমরা আমাদের কম্পিটারে কেন এই কাজটি করিনা। আমাদের কম্পিউটারে পরিবারের অনেকে বসে আমরা তাদেরও পর্যবেক্ষন করতে পারি। তাই প্রথমে সহযোগিতা নিলাম টেকটিউনের কিন্তু এখানে পেলাম অ্যান্ড্রয়েড স্পাই স্কিন রেকডার, কিন্তু কম্পিউটারের কোন তথ্য পেলাম না তাই বাদ্য হয়ে গুগলে ট্রাই করে পেলাম এবার তার বিষয়ে লিখব...

সফটওয়্যারটির নাম Spy Screen Video Recorder

ডাউনলোড ডাইরেক্ট করুন এখান থেকে   ডাউনলোড করার পর জিপ ফাইলটি ওপেন করে ডাবল ক্লিক করুন

 

এবাবে নেক্ট করে যান

 

এটি শেষ হওয়ার মাঝখানে নিচের নতুন একটি ইনষ্টল চাইবে

নিচের মত ফিনিস করে দিন।

এবার প্রথম উইন্ডোটি আবার আসবে এবার Launch Spy Screen Video Recorder মার্ক করে রাখুন ফিনিস চাপুন। (লক্ষ করুন Launch Spy Screen Video Recorder  লেখাটির উপরে Ctrl+Alt+D দেওয়া আছে এটি হল আপনার সট কি) এই সটকার্ট কি না জানলে এটি অন করতে পারবেন না। এটি প্রোগাম ফাইলে থাকবেনা কোন আই কন ও থাকবে না।

এবার আপনার ডেক্টপে থেকে সট কিটি চাপুন Ctrl+Alt+D নিচের মত আসবে

এবার রেকর্ড এ চাপ দিয়ে উইন্ডোটি কেটে দিন চালু হয়েগেল ক্লোজ সার্কিট ক্যামেরা কম্পিউটার যতক্ষন চালু থাকবে রেকর্ড হতে থাকবে এটি ষ্টেন্ড বাই মোডে পচ করা থাকে কম্পিউটার চালু হওয়ার সাথে সাথে রের্কড শুরু করে।

এটি ট্রায়াল তাই উপরের স্কিনটি একবারই আসবে ট্রাই দিলে চলে যাবে। ট্রায়াল তার পরও আমি ৮ ঘন্টার উপরে রের্কড হতে দেখেছি এবং সফটওয়্যার নিজে নিজে বন্ধ করে না আমিই বন্ধ করেছি। যদি কারো সংগ্রহে এর রেজিষ্টেশন কি থাকে তবে কমেন্ট এ জানাবেন আশা করি। রেজিষ্টাট করা থাকলে বেশ কিছু অপশন আছে যেগুলো কাজে লাগানো যেত। ধন্যবাদ সবাইকে।

এটি পূর্বে পোষ্ট হয়েছিল - ???????????? আমি জানি না ।

আমাকে পাবেন-          এখানে         এখানে   

Level 2

আমি নোমান শাহরিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

kaje lagar moto ekta tune….
full version ta holey sob che valo hoto….