Tor Browser টর ব্রাউজার (4.5) Stable ভার্সন ডাউনলোড করুন Windows • Mac OS X • Linux এর জন্য

আস্ - সালামু ওয়া-আলাইকুম । টেকটিউস কেমন আছেন সবাই । আমি রকিবুল রনি আজ Tor Browser Share করব ।

Tor Browser সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। কারণ এখন সবাই - ই Tor Browser সম্পর্কে কমবেশী জানেন। Tor গোপন যোগাযোগ করার জন্য ফ্রি সফটওয়্যার , মূল সফটওয়্যার প্রকল্পের নাম The Onion Router । Tor Browser আপনার পিসির IP কে হাইড করে দেয়। যার ফলে গোপনীয়তা বজায় রেখে অবাধে যেকোন সাইটে বিচরণ করা যায়।

টর ছয় হাজার relays বিশিষ্ট একটি মুক্ত, বিশ্বব্যাপী, স্বেচ্ছাসেবী নেটওয়ার্কের মাধ্যমে পরিচালিত ইন্টারনেট ট্রাফিক Routing ব্যবস্থা যা কারো কাছ থেকে ব্যবহারকারীর অবস্থান এবং ব্যবহারের গোপন নেটওয়ার্ক নজরদারি বা ট্রাফিক বিশ্লেষণ থেকে মুক্ত রাখে ।

সেই সাথে তাদের স্বাধীনতা এবং গোপনীয়তা বজায় রেখে তাদের ইন্টারনেট কার্যক্রম পরিচালনা করার ক্ষমতা দেয় । এছাড়াও আপনি এই ব্রাউজারটি দিয়ে রহস্য, মায়াজালে ঘেরা ইন্টারনেটের অন্যরকম এক জগৎ ডার্ক ওয়েবেও ঢুকতে পারবেন!টর বিজ্ঞান ও প্রযুক্তি দৈনিক প্রায় 2.5 মিলিয়ন ব্যবহারকারীদের সাথে, সবচেয়ে জনপ্রিয় গোপন ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা হিসাবে পরিচিত ।

Tor Browser (4.5) Stable Windows • Mac OS X • Linux ভার্সন ডাউনলোড করুন এখানে

 

Screenshot:

 

 

 

 

সবশেষে বলতে চাই , এই টা টেকটিউস এ আমার 7th টিউন । ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ।

আমার পোস্ট পড়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ । আল্লাহ হাফেজ ।

 

Level 0

আমি রকিবুল রনি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 50 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস