সর্বকালের র্শ্রেষ্ট এসডি কার্ডের ডাটা Recovery সফটওয়্যার : ফিরে পাবেন ৩ বছর আগের ফাইলও

আজ সকালে ঘুম থেকে উঠে দেখি এলাকার এক ছোট ভাই আমার কাছে এসে হাজির, বলে কিনা ওর
মেমোরি থেকে ফোল্ডার সহ কিছু ছবি আর ভিডিও ডিলেট হয়ে গিয়েছে এবং তার জন্য ফ্যামিলিতে
নাকি ওরে বেশ বকা দিছে সবচাইতে ইম্পর্টেন্ট কথা ওর চেহেরার অবস্থা বেশ করুন দেখলাম ।
জিনিসটা নিয়ে কখনো ভাবা হয়নি আগে পিসি থেকে ডাটা রিকভার করলেও মেমোরি বা পেনড্রাইভ
থেকে করা হয়নি , তখন মনে পডল আমি আগে যে সফটওয়্যারটা ইউজ করতাম তার কথা । ভাবলাম
ওদের সফটওয়্যার টির নিশ্চয় আপডেট ভার্সন আসছে, একটু গুগলে সার্চ দিতেই পেয়ে গেলাম তো তাদের সাইটে
গিয়ে দেখলাম বেশ কয়েকটা নতুন ফিচার নিয়ে আসছে ব্যাটারা । যাক ডাউনলোড দিয়ে দেখলাম আগের চাইতে
বেশ কিছু পরিবর্তন নিয়ে আসছে আর অনেক বেশি ফাস্ট এবং অবশেষে আমি ছোট ভাইটার এসডি কার্ড থেকে
সব মিলিয়ে 3.2 গিগা ডাটা উদ্ধার করতে সক্ষম হয় ।

যাক এতক্ষণ সব ফাউল প্যাচাল মারতে গিয়ে সফটওয়্যার টার নামও বলা হয়নি, EaseUS Data Recovery Wizard 8.6
এটি অবশ্য ফ্রিওয়্যার , তবে এর প্রোফেশনাল ভার্সনও আছে তা অবশ্যই আপনাকে টাকা দিয়ে কিনে নিতে হবে আর যদি
ফ্রি ইউজ করতে চান তবে গুগলে সার্চ দেন পেয়েও যেতে পারেন তবে আমার মনে হয়না আপনার প্রোফেশনাল ভার্সন
প্রয়োজন হবে কারণ এর ফ্রি ভার্সনে মোটামুটি কাজ সেরে ফেলা যায় ।

যাক আর কথা বাডাব না প্রথমে এখান থেকে
সফটওয়্যারটি ডাউনলোড করে নিন , এটি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে
দেখতে পারেন । যদিও এটি দ্বারা ডাটা রিকভার করা একদম সহজ তাও যদি চান তবে নিচের ছবি গুলো ফলো করেন হয়ে যাবে

আশা করি আপনি সফলভাবে আপনার ফাইল সমূহ রিকভার করতে পেরেছেন, তবুও যদি কোন প্রকার সমস্যা হয় তবে আমাকে জানাতে পারেন কমেন্ট বক্সে । ধন্যবাদ

Powered By : মাইটেকবাংলা ব্লগ

Level 0

আমি হাবিব উল্লাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 103 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ফাজিল অব দা ইয়ার ট্রপি পাইছিলাম কয়েকবার....আর এখনো সেই ফাজলামো যাচ্ছে না । ১০ম শ্রেনীতে সায়েন্স নিয়ে পডছি স্যরি পডছি বল্লে ভূল হবে পডার ট্রাই করতাছি এন্ড দ্যাটস ইট


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দেখি কেমন কাজ করে 😀

অবশ্যই

Format sd card er data o ki recover kora jabe?

Level 0

1. free version e only 1GB recover kora jay. apni 3.2GB kivabe recover korlen?
2. Recovered file open hocche na, corrupted dekhacche. please help.

    @ccloudyy: সরি বলতে ভূলে গেছিলাম…আমারটা ক্রাকড ।
    হ্যা এই টাইপের কয়েকটা ফাইল পাওয়া যায় আপনি ভাল করে একটা জিনিস দেখুন আপনি যখনকার ফাইলটা রিকভার করছেন তখন যে সাইজ এর এসডি কার্ড ছিল বর্তমানে তা আছে নাকি । যদি আপনার এসডি কার্ডের সাইজ কমে যায় তবে ফাইটগুলো corrupted দেখাতে পারে । অবশ্য আমার এই ধরনের সমস্য হয়নি

free version e only 1GB recover kora jay. apni 3.2GB kivabe recover korlen? 😮 :v

Level 0

এ ধরনের সফটওয়্যার খুবই বিরক্তকর। Folder ধরে Search করকে পারে এ ধরনের Software দরকার। PLS help me.

Level 0

এ ধরনের সফটওয়্যার খুবই বিরক্তকর। Folder ধরে Search করতে পারে এ ধরনের Software দরকার। PLS help me.

ভাই Android মোবাইলের জন্য ১টা ভাল মানের data recovery software দেন। আমার ১টা ফোল্ডার delete হয়ে গেছে। pls

    @সিদ্ধার্থ রায়: আপনি পিসিতে আপনার মোবাইল টি ডাটা ক্যাবল দিয়ে কানেক্ট করুন অতঃপর ট্রাই করে দেখুন…আমার এন্ড্রয়েড এর জন্য পুরোপুরিভাবে কাজ করে এমন কোন এপ্লিকেশন এর ক্রতা জানা নেয়

Level 0

@সিদ্ধার্থ রায়: অ্যান্ড্রয়েডের জন্য আপনি “Wondershare Dr.Fone For Android” ডাটা রিকভারী সফটওয়্যারটা ইউস করতে পারেন।