ডাউনলোড করে নিন উইন্ডোজ এর জন্য কিছু কাজের সফটওয়্যার (কাজে লাগবেই)

বাই আশা করি ভালো আছেন। Software লাভারদের জন্য আজকে একটি টিউন করতে বসলাম। টিউন টি পড়ে দেখুন, হয় তো বা আপনার কাজে লাগবে।আমি যেগুলো দিয়েছি সেগুলো-

  • কোম্পানি গুলোর রিলিজ করা সর্বশেষ ভার্সন (বেটা ভার্সন সহ, তবে দু একটা পুরাতন হতে পারে)
  • একটিভেটর সহ অর্থাৎ  ফ্রী তে প্রো ফিচার ভোগ করার সুবিধা (Activator গুলো Onhax এর আপলোড করা)
  • সবগুলো অফলাইন ইন্সটলার অর্থাৎ ইন্সটলেশন এর জন্য নেট কাঙ্কেশন দরকার নেই।
  • ডিরেক্ট ডাউনলোড লিঙ্ক (Softpedia, Major Geeks,  FIle hippo এবং অফিসিয়াল mirror)

ক্যাটাগরি-১ঃ Antimalware

Malware শব্দটি মূলত "Malicious Software" এর সংক্ষিপ্ত রূপ। সকল প্রকার ম্যালিসিয়াস সফটওয়্যার যেমনঃ ভাইরাস, কী লগার, ডায়ালার, ওয়ার্ম, অ্যাডওয়্যার, ট্রোজান হর্সেস ইত্যাদি সব ম্যালওয়্যারের অন্তর্ভুক্ত, আর অ্যান্টিম্যালওয়্যার হল সেই প্রোগ্রাম যা ম্যালিসিয়াস সফটওয়্যার এর আক্রমণকে প্রতিরোধ করতে পারে। এখানে একটি কথা, যে আমরা ক্ষতিকারক সফটওয়্যার বলতে শুধু ভাইরাস কেই বুঝি, আর এই কারণে বাজারে প্রচলিত বিভিন্ন অ্যানটিভাইরাস সফটওয়্যার অন্যান্য ম্যালওয়্যারের বিরুদ্ধে কার্যকর হলেও আমাদের কাছে অ্যানটিভাইরাস নামেই পরিচিত। মূলত এগুলো Anti malware সফটওয়্যার।অর্থাৎ

সকল ভাইরাস-ই ম্যালওয়্যার কিন্তু সকল ম্যালওয়্যার ভাইরাস নয়

i#  Avast ২০১৫

ii# Avira

iii#ESET NOD32®

(এখান থেকে ৩২ বা ৬৪ বিট সিলেক্ট করে ডাউনলোড করুন)

( Tnod activator )

iv# Spybot

[N.B: এখানকার নাম্বারিং র‍্যাঙ্কিং অনুযায়ী নয়]

ক্যাটাগরি ২ঃ ব্রাউজার 

i# Google Chrome

ii# Mozilla Firefox

iii# Opera

iv#Safari

[NB: এইগুলা ছাড়া অন্য কোন ব্রাউযার আমাদের দেশে কেউ ব্যবহার করে বলে জানা নাই,  তাই আর ব্রাউযার এর ডাউনলোড লিঙ্ক দিলাম না, হুদায় পেজের লোডিং টাইম বাড়িয়ে ব্যান্ডউইডথ খাওয়ার মানে হয় না]

ক্যাটাগরি-৩: Media Player

i# VLC player

(32)

                             (64)

ii#KM player

iii#Wondershare Player

iv#Media Player Classic Home Cinema

ক্যাটাগরি-৪ঃEditing Software

i#Picasa

ii# Phoxo

iii#Paint.net

ক্যাটাগরি ৫ঃDownload manager

i#FDM

ii#IDM

IDM universal Crack Download

iii#DAP: চরম একখান ডাউনলোড ম্যানেজার, IDM এর চেয়ে কম নয়

DAP activator

ক্যাটাগরি-৬ঃ টুইকিং সফটওয়্যার 

i# Advanced System Care 8 PRo

Activator free

ii# Smart Defrag

ii#IObit Uninstaller 4

আরও অনেক কিছু হয় তো দেয়া যেত, কিন্তু সময় হল না, দুঃখিত। এত বড় একটা টিউন করতে কোথাও লিঙ্ক মিসিং হওয়া স্বাভাবিক। এমনটা হলে(বা না হলেও 😆  ) একটা টিউমেন্ট করবেন, আমি ঠিক করে দিতে চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।

Level 2

আমি Unkn0wn। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 511 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তথ্য প্রযুক্তি পছন্দ করি। আইসিটি ডিভাইস এর সাথে সর্বক্ষণ থাকতে চেষ্টা করি। এইতো আর কি!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

dap ta download kre dekhbo naki but dap ki idm er mto youtube video detect krte pare,

    @লিমন: জি ভাই, ড্যাপ দিয়ে অনলাইন ভিডিও ডাউনলোড করা যায়। এমনকি ডাউনলোড করা অবস্থায় প্রিভিউ(প্লে) করা যায়। তবে সম্ভবত আইডিএম এর মত ডাউনলোড বাটন টা আসে না, Context menu বা DAP এর উইন্ডো থেকে ভিডিও তে ক্লিক করে লিঙ্ক পেস্ট করে ডাউনলোড করতে হয়। এর কিছু ইউনিক ফিচার-
    Download Speed
    Easily download files in the fastest speed possible
    Just click to download & DAP will get you the file fast!

    Video Preview New feature in DAP
    Watch your videos while downloading
    Check your content as soon as download starts

    DAP Link Checker New feature in DAP
    Make sure the files you download are valid
    View info about your file before you download it

    Video Downloader & Converter
    Download videos & convert them for free
    Download videos from YouTube and other video sites, convert videos to any format

    Video to MP3
    Add your music downloads to your iTunes library
    Download videos from YouTube and convert to MP3 music files

    Download Security
    See what leading anti-viruses say about your file
    Make sure your download files are safe before opening them

Level 0

কমেন্টের মতো প্রত্যেক টি সফটওয়্যার সম্বন্ধে প্রাথমিক পরিচয় করে দিলে খুব ভালো লাগতো। তারপরেও ভালো লাগলো

    @mahamidul: জি ভাই, দিতে পারলে আমারও ভালো লাগত, কিন্তু প্রতিটা সফটওয়্যার এর পরিচয় দেয়া অনেক সময় সাপেক্ষ ব্যাপার, আর টিউন-ও অনেক বেশি দীর্ঘ হয়ে যেত। টিউমেন্টের জন্য ধন্যবাদ।

ভালো লাগলো

ফ্রীওয়্যার সিজান ভাই ধন্যবাদ, নতুন নতুন আরও ভালো ভালো সফটওয়্যার লিস্ট নিয়ে হাজির হয়েন, উপকৃত হব,

ওহ ব্রাদার!!! আই গিভ ইউ এ লট অফ থ্যাঙ্কস ফর দিস ইউসফুল সফটওয়ারস………… ভেরি নাইস … ক্যারি অন ম্যান…………

ভাই অনেক ধন্যবাদ

অ্যাভাস্ট বা আভিরা অ্যাক্টিভ করব কিভাবে ???

antivirus dia raksen magar license nai,,,,,