আপনি যদি হন একজন বিকাশ অথবা মোবাইল ব্যাংকিং ব্যবসায়ী তবে খাতা কলম বাদ দিয়ে সফটওয়্যার দিয়ে চালান আপনার ব্যবসা (ফুল ভার্সন ফুল ফ্রী)

টিউন বিভাগ ডাউনলোড
প্রকাশিত
জোসস করেছেন

আসসালামু ওয়ালাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বিকাশ ব্যবসা সাধারণত খাতায় হিসেব রাখা হয়। এতে অনেক সময় সমসস্যার সৃষ্টি হয়। তাদের জন্য আজ আমার এই টিউন। আপনাদের পরিচয় করিয়ে দিব একটি সফটওয়্যার এর সাথে জার মাধ্যমে এ সব কিছু থেকে মুক্তি পাবেন। আর হ্যাঁ সফটওয়্যার টি সম্পূর্ণ ফ্রী।

Software Name: Easy Wallet

এর মাধ্যমে আপনি আপনার এর মাধ্যমে আপনার বিকাশ অথবা মোবাইল ব্যাংকিং ব্যবসার সকল হিসেব রাখতে পারবেন এবং প্রয়োজনে Trx Id দিয়ে Search করতে পারবেন। সেই সাথে দৈনিক, মাসিক, বার্ষিক Report তো থাকছেই।

সফটওয়্যার টি ফ্রী ডাউনলোড করতে নিচের লিঙ্ক এ প্রবেশ করুন।

Download-NOW

Installation Key, Screen Shot এবং User Mannual এর জন্য নিচের লিঙ্ক এ প্রবেশ করুন।

Click Here For Installation Key

 

Note: সফটওয়্যার টি চালানোর জন্য আপনার কম্পিউটার এ অবশ্যই .Net FrameWork 3.5 Install করা থাকতে হবে। Windows XP তে By Default .Net FrameWork 3.5 নেই। তাই Windows XP User রা নিচের লিঙ্ক থেকে .Net FrameWork 3.5 Install করে নিতে পারেন।

 

Click Here To Download .Net FrameWork 3.5

Level New

আমি কোড হান্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ ভাই সগ্রহে রাখলাম

এইরকম কোন সফটওয়্যার আছে যেটা দিয়ে ্আমি আমার কয়েকটা ব্যাংকের হিসাব রাখতে পারব?

@অরণ্য চৌধুরী@ ভাই কে অনেক ধন্যবাদ এত কষ্ট করে এই সফটওয়্যার টা বানানোর জন্য।
অরন্য ভাইয়ের পরিশ্রম টা আরো স্বার্থক হবে যদি ভাইয়া নিচের বিষয় গুলো লক্ষ্য করে সফটওয়ার টার আপডেট করে আমাদের কে দেন।
বিকাশে যখন টাকা ক্যাশ ইন হয় তখন তার সাথে শতকরা .420% কমিশন যোগ হয়,আবার যখন ক্যাশ আউট হয় তখন
শতকরা .420% কমিশন যোগ হয়। শুধু মাত্র এজেন্ট এর সিমে।আর ব্যাক্তিগত সিমে ক্যাশ ইন হলে কোন চার্জ কাটেনা। কিন্তু যখন ক্যাশ আউট হয় তখন ক্যাশ আউট কৃত টাকার সাথে চার্জ বাবদ 1.85% টাকা ও বিয়োগ হয় তাই ভাইয়ের দেয়া সফট টা যদি এই বিষয় গুলো লক্ষ রেখে আপডেট করা হয় তাহলে খুবই ভাল হত।
আমি একটা উদারন দেই
প্রথমে বিকাশ এজেন্ট সিমের
পূর্বের:10000 টাকা
কাস্টমার ওয়ালেটে 1000 ক্যাশ ইন করলে ব্যালেন্সড দেখাবে 10000-(1000-4.20)+9004.20 পয়সা।
কাস্টমার ওয়ালেটে 1000 ক্যাশ আউট করলে ব্যালেন্স দেখাবে 9004.20+(1000+4.20)10008.40 পয়সা
এভাবে যতই ক্যাশ ইন আর ক্যাশ আউট হবে ততই শতকরা .420%কমিশন যোগ হবে।
আবার যখন ডিস্ট্রিবিউটর এর থেকে এজেন্ট ক্যাশ ইন ও ক্যাশ আউট করবে তার নিজের নং এ তখন কোন কমিশন যোগ /বিয়োগ হবেনা নিট টাকাটা যোগ বিয়োগ হবে।
যেমন
পূর্বের 10000 বিটুবি ইন + 5000=15000/-
পূর্বের 15000 বিটুবি আউট -10000=5000/-

আবার ব্যাক্তিগত ওয়ালেটের লেনদেন এর হিসাব টা হবে আবার অন্যরকম
উদারনঃ
পূর্বের 10000 ক্যাশইন +1000=11000/-
পূবের 11000 ক্যাশ আউট -2000+1.85%=8963
যা হোক ভাইয়া যদি কোন প্রয়োজন মনে করেন এই সফটওয়্যার টার উন্নয়নে সকল প্রকার তথ্য দিয়ে সহযোগীতা করার জন্য আমি সর্বাত্তক চেষ্টা করব।

    @মোঃইমরান হোসেন খোকন: ধন্যবাদ ইমরান হোসেন ভাইকে। আমি খুব শীঘ্রই আপডেট করে আপনাদের হাতে পৌঁছে দিবো। আমার আরও কিছু তথ্য লাগবে। আপনার ফোন নাম্বার টা দিলে ভালো হতো।

thanks vai kajer jinis dilen

EasyWallet has encountered a problem and need to close. We are sorry for the inconvenience.
if you were in the middle of some thing. tyhe information you were working on might be lost এই মেসেজ দেখায় চালু হয় না এখন কি করব। dot net frame work installকরা আছে WIN XP SP2

vhai, I’ve a Bkash Wallet.
ami amar hishab rakhi EXcel 2003 ar ekti file deye, ja ami nejeyi creat koreche. Ata deye motamuti sob calculation automatic hoy. just amount & Transection Type (Cash in/cash Out/Send Money) Lekhte hoy. aponara jode kew file te petechan. just mail korun: [email protected]
Or SMS Me with your E-mail Address at 01712402899

ডাটাবেজ কি দিয়ে করা?

ইনষ্টলেশন পাসওয়ার্ডের লিংকটা ঠিক নেই।

ভাই আমার ই-মেইল এ দিলে ভালো হয়:- E-mail: [email protected]