এবার ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করুন কোন রকম থার্ট পার্টি সফটওয়্যার ছাড়া

 

আসসালামু আলাইকুম। আমি আসলে প্রফেশনাল টিউনার না। সবাই অনেক ভাল ভাল মানসম্মত টিউন করে থাকেন। হঠাত ইচ্ছে হলো টিউন করতে তাই ভাবলাম একটা টিউন করেই ফেলি, ভুল হলে ভুল। IDM এর বিরুদ্ধে লিখছি IDM কম্পানী জানলে হয়তো আমার বারটা বাজাবে।  এই টিউন টি করার কারণ হল অনেক সময় IDM দিয়ে ডাউনলোড অনেক বিপাকে পড়তে হয়।  এই টিউনটি আগে এখানে প্রকাশ হতে ও পারে কিন্তু আমি ঠিক জানি না। তারপর ও পোস্ট করছি। ভুল হলে ক্ষমার চোখে দেখবেন। একদিন ইউটিউব সাইট ভিসিট করতে গিয়ে  হঠাত লিখে ফেললাম  how to download youtube vedio file with out IDM.  চলে আসলো অনেক গুলো ভিডিও  সেখান থেকে পেলাম IDM ছাড়া ভিডিও ডাউনলোড করার সুন্দর এক টিউটোরিয়াল। এবার আসুন কাজে যায়। ইউটিউব থেকে IDM  ছাড়া ভিডিও ডাউনলোড করতে যা করতে হবে তা হচ্ছে প্রথমে আপনি  www.youtube.com এ যাবেন। তার পর আপনার পছন্দের ভিডিও টি সার্চ করুন। যেমন আমি এই ভিডিও টি ওপেন করেছি। https://www.youtube.com/watch?v=aYkzNrZvjO8   তার পর এই লিংক টি  কপি করে নতুন একটি টেপে পেস্ট করে দিন এবং কপি করা লিঙ্কটি থেকে  https://www. কেটে দিয়ে তার আগে ss যুক্ত করে দিন। যেমন আমি এভাবে করেছি  ssyoutube.com/watch?v=aYkzNrZvjO8

তারপর দেখুন এই ভিডিওটির বিভিন্ন ফরমেট গুলো show করছে। পাশে ডাউনলোড অপশন দেয়া আছে। আপনি চাইলে ভিডিওটির আপনার পছন্দমত ফরমেট গুলো ডাউনলোড করতে পারবেন ডাউনলোড বাটনে ক্লিক করে।

ধন্যবাদ সকলকে

Level New

আমি alamcpi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এটা নিয়ে অনেকবার টিউন হয়েছে। আর এরকম বড় করে না লিখে আরেকটু ছোট ফন্ট সাইজ দিয়ে লেখাই বেটার।

এইটা নিয়ে হাজারো টিউন হয়েছে। এটা নতুন কিছু না,অনেক পুরাতন ট্রিক্স। IDM এটা ভাল করেই জানে। আপনি জানেন না সেটা বলেন।তাই আপনার ভয় এর কিছু নেই বারটা বাজবে না।

আর কত?

TT তে এটা নিয়ে এত Tune হয়েছে যা গুনে শেষ হবে না ।
নতুন কিছু চাই ।

Tune korar age plz check kore nen.
eta niye kom kore holeo 100 + tune hoise