ডাউনলোড করে নিন উবূন্টু/Linux OS-এর Update Verson*

দিন দিন Windows-এর পাশাপাশি Ubuntu -ব্যবহার এর পরিমাণ বাড়ছে। এর প্রধান কারন হচ্ছে এটি FreeWare এবং ওপেনসোস একটি OS।

ubuntu downlad

এটি ইন্সটল করার পর কোন রকম Full Verson করার ঝামেলা নাই। এছাড়া এতে বিল্ট করা অনেক Software থাকে। তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম Ubuntu-এর আপডেট Verson Ubuntu 14.04.1 LTS

এর কিছু বৈশিষ্ট দেখে নেওয়া যাকঃ

  • সহজে ইন্সটল করা যায়
  • সহজেই যে কোন ইউসার ব্যাবহার করার মত ইন্টারফেস দেওয়া হয়েছে
  • বিল্ট করা অনেক Software থাকে যেমন- Mozila, Libreoffice
  • বিল্ট করা অনেক গেমস থাকে যেমন- Suduko,Chess
  • এই OS-এর অনেক Software Windows-এর মত ডিজাইন করা
  •  এতে অনেক Security দেওয়া হয়েছে, যা আগের Verson-এর চেয়ে অনেক Strong

এবার Ubunto 14LTS-এর System Requirements দেখে নিনঃ

  • Operating System: Windows XP, Vista, 7 and 8
  • Processor: 1 GHz Pentium IV Processor
  • RAM: 512MB
  • Hard Disk Space: 1GB space required

এবার Ubuntu 14LTS-এর Technical Setup Details দেখে নিনঃ

  • Software Name: Ubuntu 14.04.1 LTS
  • File name: Ubuntu 14.04.1 LTS.iso, Ubuntu 14.04.1 LTS.iso
  • Setup Full Size: 863 MB (32 bit), 895MB (64 bit)
  • Latest Release Version Added On: 11th jun 2014
  • Developers: Ubuntu Desktop
  • License: Freeware

শেষ পর্যায়ে Ubuntu LTS-এর কিছু Interface দেখে নিনঃ

এবার তাহলে ডাউনলোড করে নিনঃ

ডাউনলোড করে ইন্সটল করে নিন। কিভাবে পিসিতে USB দিয়ে ইন্সটল করবেন তা জানতে হলে এই পোস্ট টি দেখতে পারেন।

সৈজন্যঃ টেকিস্পট

Level New

আমি রিয়াদ ফারভি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 95 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি রিয়াদ ফারভি। আমার প্রোফাইলে আপনাদের স্বাগতম। আমার টিউনের মাধ্যমে আপনারা আপনাদের অনেক টেকি সমস্যার কিছুটা হলেও সমাধান পাবেন।এখানে আমি আমার জানা কিছু টিপস আর অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর আমার একটা প্রযুক্তি বিষয়ক ব্লগ আছে। নিয়মিত এই ব্লগে ভিসিট করে বিভিন্ন টেকি সমস্যার সমাধান নিতে পারেন। http://www.amartrick2all.blogspot.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ

INTEL এ কি সাপোর্ট করবে?