ভুলে যান “Usb Disc Security” এর কথা,ডাউনলোড করুন Outsanding এবং অত্যান্ত কাজের একটি ইউএসবি এন্টিভাইরাস “Autorun Remover v2.3”

আগেই বলে রাখি এটি নিয়ে T.tunes এ আগে একটি টিউন হয়েছিল কিন্তু আমার কাছে টিউনটি তেমন জুতের লাগেনি।এই টেকটিউন্সে কিছু টিউনার আছেন যারা সবসময় কোন টিউনের রি-টিউন হলে প্রতিবাদ শুরু করে দেন।আমি বুঝিনা যে একই রকম টিউন একাধিক বার হলে সমস্যা কি?কেউ যদি কোন বিষয়ের উপর অন্যের থেকে ভাল মানের টিউন করতে পারে তবে সমস্যার কোন কারন দেখিনা।আর টেকটিউন্সে প্রতিনিয়ত নতুন ইউজার আসছে,আর আমি মনে করি একজনের পক্ষে টেকটিউন্সের সমস্ত টিউন পুংখানুপুংখ ভাবে পর্যবেক্ষন করার সময় এবং ধৈর্য কোনটাই নেই।আর একটা টিউন ফ্রন্ট পেজে ম্যাক্সিমাম ১-২ দিন থাকে এবং আস্তে আস্তে সেটি কালের গর্ভে হারিয়ে যায়।আর আমরা যারা নিয়মিত টেকটিউন্সে আসি তারা প্রথম ৩-৪টি পেজ ভালোভাবে দেখি।এখন আপনারাই বলেন যে টিউনটি ৬মাস আগে হয়েছে সেটি কিভাবে একজন নতুন ইউজার অথবা একজন নিয়মিত ইউজার যে টিউনটি মিস করেছিল,সে কিভাবে জানবে?আর এক ধরনের পাবলিক আছে যারা কমন কোন টিউন হলেই কমেন্ট করে "পুরান খবর","আগেই জানতাম" "সবাই জানে" ইত্যাদি টাইপ।আমি মনে করি একটি টিউন করা হয় যারা যানেনা তাদের জন্য।আর একটি কমন বিষয়ও সবাইকে জানতে হবে এমন কোন কথা নেই।একটি বিষয় কিছু মানুষ জানবে এবং কিছু মানুষ জানবেনা এটাই স্বাভাবিক।যারা জানবেনা মুলত তাদের জন্যেই টিউন।

অনেক প্যচাল পারলাম,এখন কাজে কথায় আসি,আমরা ইউএসবি এন্টিভাইরাস হিসাবে একনামে সবাই Usb Disc Security এর কথা জানি এবং জেনে না জেনে প্রায় সবাই এটি ইউজ করি।আমি নিজেও এক সময় এটি ব্যবহার করতাম।খুব ভাল ইউএসবি এন্টিভাইরাস।কিন্তু লাইসেন্স নিয়ে মাঝে মাঝে অনেক ঝামেলা হয়।কিন্তু আমি এখন আপনাদের সাথে এমন একটি ইউএসবি এন্টিভাইরাস শেয়ার করবো যা Usb Disc Security এর চাইতে অনেক অনেক ভালো এবং অনেক বেশি ফিচার সমৃদ্ধ।
চলুন প্রথমে জানি বিভিন্য ভাইরাস এবং ট্রোজান কিভাবে পিসি ইনফেক্ট করে।
প্রায় সব রকমের ভাইরাস এবং ট্রোজান ফালতু জিনিস যতক্ষন না পর্যন্ত এটি রান না হয়।আমাদের পিসিতে ৯৫% ভাইরাস এবং ট্রোজান ছড়ায় ইউএসবি ড্রাইভের মাধ্যমে।সকল ভাইরাস এবং ট্রোজানের সাথে একটি অটোরান ফাইল থাকে যেটি সাধারনত অটোরান ভাইরাস হিসাবে পরিচিত।এটি পিসিতে কোন ইউএসবি ড্রাইভ কানেক্ট করলে ওই ভাইরাস এবং ট্রোজান প্রোগ্রামকে চালু করে পিসিতে প্রবেশ করায় এবং পিসির ১২টা বাজায়।ওই অটোরান ফাইলটি ছাড়া সকল ভাইরাস এবং ট্রোজান প্রোগ্রাম অচল।শুধুমাত্র ডাবল ক্লিক ছাড়া এরা কোন সময়ই এক্টিভ হবেনা,এবং আপনি ম্যানুয়ালি এদের ডিলিট করতে পারবেন।সুতরাং যদি কোন উপায়ে ওই অটোরান ফাইলটি রিমুভ করা যায় তবে ভাইরাসের বাপের সাধ্য দুরের কথা দাদার সাধ্য নাই আপনার পিসিতে প্রবেশ করে।একটু এডভান্স ইউজার হলে ইউএসবি ড্রাইভের কোন গুলো নরমাল ফাইল আর কোন গুলো ভাইরাস তা বুঝতে পারবেন।এবং চাইলে হাতে ডিলিট করতে পারবেন অথবা পিসিতে চাষ করতে পারবেন অথবা কারো দরকার হলে চরা দামে বিক্রি করতে পারবেন।আজ যে ইউএসবি এন্টিভাইরাসটি আপনাদের সাথে শেয়ার করবো তার নাম Autorun Remover।এটি পিসির সবরকম অটোরান অফ করে এবং দুনিয়ার তাবত Autorun ফাইল এবং শক্তিশালি বাঘা বাঘা সব Autorun ভাইরাস (যেগুলি সব বাঘা বাঘা এন্টিভাইরাসও ডিটেক্ট করতে পারেনা) পার্মানেন্টলি হজম করে ফেলে যার ফলে যেকোন ভাইরাস বা ট্রোজান হয়ে যায় হাতের পুতুল যাকে আপনি যেমন খুশি নাচাতে পারবেন।বরাবরের মত চলে যাই সচিত্র বর্ননায়।

sshot-1

১. এটির সাহায্যে পিসি এবং ইউএসবি ড্রাইভের সব অটোরান ভাইরাস ক্লিন করতে পারবেন।

sshot-2

২. আপনার পিসির প্রসেস গুলো নিয়ন্ত্রন করতে পারবেন

sshot-3

৩. এটির সাহায্যে আপনার পিসিতে ইউএসবি পোর্ট ডিসেবল,ইউএসবি ড্রাইভ আনলক এবং রাইট প্রোটেক্টেড করে রাখতে পারবেন।

sshot-4

৪. এর সাহায্যে পিসির সব রকম অটোরান ডিসেবল করে রাখতে পারবেন।

sshot-5

৫. এর সাহায্যে পিসির সিস্টেমের সকল প্রকার এরর দূর করতে পারবেন।

sshot-6

৬. Autorun Remover কে নিজের মত সেটিং করে নিন।

sshot-7

৭. আপডেট অপশন এর সাহায্যে অটোরান রিমুভার কে আপডেট করতে পারবেন।তবে একবার আপডেট করলে আশা করি ৬মাসের মধ্যে আর আপডেট করতে হবেনা।

sshot-10

sshot-11

sshot-12

sshot-13

sshot-8

৮. Autorun Remover টিকে ফুল ভার্সন করতে সাথে দেওয়া Patch file টি কপি করে,যে ফোল্ডারে এটি ইন্সটল দিয়েছেন সেখানে পেস্ট করুন। প্রোগ্রামটি সম্পুর্ন ক্লোজ করুন। এবং "Patch" বাটন প্রেস করুন। ব্যস ফুলভার্সন হয়ে গেল 25.95$এর এন্টিভাইরাসটি ।

***Patch ফাইলটিকে আপনার পিসির আঁতেল এন্টিভাইরাস, ট্রোজান বা ভাইরাস হিসাবে ডিটেক্ট করতে পারে।ভয়ের কিছু নেই, এটি ট্রোজান বা কোন ভাইরাস নয়।

sshot-9

এটি প্রায় সব ধরনের ইউএসবি মিডিয়া  সাপোর্ট করে, নিচে দেখুন।

  • Pen drives
  • USB sticks
  • USB Flash cards
  • USB MP3 players
  • USB Audio players
  • External hard drives
  • Pocket PCs
  • Mobile phones
  • iPod's and iPhone's
  • Other USB mass storage enabled devices

এটি Others এন্টিভাইরাস Compatible

তো আর দেরি না করে দ্রুত ডাউনলোড করুন মাত্র 1.2mb এর অত্যান্ত কাজের এই সফটওয়্যারটি। Patch সাথে দেওয়া আছে।

CLICK HERE TO DOWNLOAD

অনেক সময় নিয়ে টিউনটি, গুছিয়ে করার চেষ্টা করেছি।কতটুকু পেরেছি তা আপনারা ভাল বলতে পারবেন। কোন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন এবং একটা অনুরোধ, ভাল মন্দ যে কোন ধরনের কমেন্ট এবং সমালোচনা বেশি বেশি করবেন,যার ফলে এই টিউনের ভুল গুলো আমার চোখে পরবে এবং নেক্সট টিউনে সেগুলো শুধরে নেওয়ার চেস্টা করবো ফলে ভবিষ্যতে আরও ভাল টিউন আপনাদের উপহার দিতে পারব।

ভাল থাকবেন। ধন্যবাদ সবাই কে।

আকাশ

আমার আগের টিউন গুলি দেখতে এখানে ক্লিক করুন

Level 0

আমি শুভ্র আকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 1922 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আগে ডাউনলোড করে ব্যবহার করি, তারপর ভাল-মন্দ মন্তব্য করা যাবে- কি বলেন? তবে টিউনটি খুব ভাল হয়েছে। ধন্যবাদ।

    আপনাকেও ধন্যবাদ

    ব্যবহার করে দেখলাম, ভালই মন হচ্ছে!

আপনার টিউন ভালো হইছে এইজন্য আপনাকে ধন্যবাদ,তবে কেনজানি পুরা পাতা জুড়ে আপনার টিউনটি দেখতে পারছিনা আমার পিসিতে এমনটা হচ্ছে অন্য কারো হচ্ছে কিনা জানিনা
”এই টেকটিউন্সে কিছু পাবলিক আছে যারা সবসময় কোন টিউনের রি-টিউন হলে লাফালাফি শুরু করে”এই কথাটার প্রতিবাদ জানাচ্ছি এই রকম ভাষা ইউজ করা ঠিক নয় আরো শালীন ভাষায় বলার চেস্টা করুন,এইখানে এমন অনেকে রি-টিউনের প্রতিবাদ করে যারা আমার আপনার চেয়ে অনেক সিনিয়ার এবং ভালো টিউনারও.আপনি ভালো টিউন করে প্রমান করুন আপনি ভালো করছেন এবং এইটাই হওয়া উচিত আপনার উত্তম জবাবের ভাষা.

    Level 0

    আতাউর ভাই আপনি কেমন আছেন , মনে হয় আপনার পিসিতে সমস্যা আছে ।

    Level 0

    ধন্যবাদ আকাশ ভাই অনেক ভাল হয়েছে , জানার ছিল লাইসেন্স করা অ্যান্টি-ভাইরাস থাকলে এ সফট দরকার আছে কি না ?

    আতাইর ভাই আমাদের মধ্যে সবচে সুন্দর কমেন্ট গুলো করেন। জয়তু আপনার মন কে।

    সরি আতাউর ভাই,ভাষাটা ব্যবহার করা উচিত হয়নি।নেক্সট টাইম বিষয় গুলো এড়িয়ে যাব।এই জন্যই টেক টিউন্সে আপনার কমেন্ট আমার সবচে বেশি ভাল লাগে

    @কমল ভাই,আমি আগেই বলেছি এটি অন্য এন্টিভাইরাসের সাথে মিলে কাজ করতে পারে অর্থাৎ এটি Others এন্টিভাইরাস Compatible। নির্ভয়ে ইউজ করুন,ইউজ করলে আপনি আরো বেশি সিকিউর থাকবেন ১০০% নিশ্চিত থাকতে পারেন

    এই টিউনে যখন কোন কমেন্ট হয় নাই তখন আমি মোবাইল দিয়ে টেকটিউনে আসি। মোবাইল থেকে কমেন্ট করতে পারি নাই। আর আমার এই খানে কারেন্ট ও নাই ১৫ ঘন্টা যাবৎ। আতাউর ভাইকে ধন্যবাদ যে আমি যে কথা লিখতাম উনি সেটা লিখে দিয়েছেন। ধন্যবাদ আতাউর ভাই।

ডাউনলোড করে ব্যবহার করি আগে।

    ভাল ভাবে দেখবেন কিন্তু।ধন্যবাদ

ভাল টিউন………………………ধন্যবাদ!!!

    আরে ঘুমন্ত ভাই যে!!!! কেমন আছেন আপনি? ধন্যবাদ আপনার মহা মুল্যবান মন্তব্যের জন্য

এত এ্যান্টিভাইরাস ভাল্লাগে না

আপনার কথাটা এমন ছিল—————-
আমরা ইউএসবি এন্টিভাইরাস হিসাবে একনামে সবাই Usb Disc Security এর কথা জানি এবং জেনে না জেনে প্রায় সবাই এটি ইউজ করি।আমি নিজেও এক সময় এটি ব্যবহার করতাম।খুব ভাল ইউএসবি এন্টিভাইরাস।কিন্তু লাইসেন্স নিয়ে মাঝে মাঝে অনেক ঝামেলা হয়।কিন্তু আমি এখন আপনাদের সাথে এমন একটি ইউএসবি এন্টিভাইরাস শেয়ার করবো যা Usb Disc Security এর চাইতে অনেক অনেক ভালো এবং অনেক বেশি ফিচার সমৃদ্ধ।
Usb Disc Securityএর লাইসেন্স এর ঝামেলা আর কি? অতি সহজ…………
69601-89178-65501-E4942-D31A2-9FA10-986C0-EB919

    ভাই,আপনার কথাটা বুঝলাম না।আপনি হয়তো বুঝতে ভুল করেছেন,আমার টিউনের বিষয় Usb Disc Security ছিলোনা।তাছাড়া আপনি যে কোড দিয়েছেন তা আপডেট দিলে ধরে ফেলে।অটোরান রিমুভার Usb Disc Security এর চেয়ে অনেক ভালো।বিশ্বাস না হয় কিছুদিন ইউজ করে দেখুন

    রুহুল ভাই টেকটিউনের টপটিউনারদের নাম তালিকায় আপনার নামটা ও মনে হয় আছে। তাই নীতিমালা লংঘন আপনার দ্বারা শোভা পায় না।

    আপনি হয়তো নিশ্চই জানেন যে কমেন্টে কোন সিরিয়াল দেয়া নীতিমালা বিরোধী।

    Level 0

    সোহেল ভাই কিছু মনে করবেননা
    নিচে আপনি নিজেই তার লঙ্ঘন করেছেন

থ্যাঙ্কস। কিন্তু আমি আমার এভাস্ট এন্টিভাইরাস ইন্টারনেট সিকিউরিটি নিয়া খুব ই হ্যাপি।
কারো যদি এভাস্ট ইন্টারনেট সিকিউরিটি লাগে, তাহলে আওয়াজ দিয়েন।

    দিলাম আওয়াজ। (আমি এখন ফ্রি এডিশন চালাই ৫.০ ভাসর্ন। তাই আমার যে জিনিসটা লাগবে তা নিশ্চই আপনি বুঝতে পারছেন) নিচে আমার মেইল এড্রেস।
    [email protected]

    এটা এভাস্ট এন্টিভাইরাস ইন্টারনেট সিকিউরিটির পাশাপাশি ইউজ করবেন। সিকিউরিটি স্ট্রং হবে

    আমিও আওযাজ দিলাম। Avast আমার চাই-ই-চাই।

    ভাই এভাস্ট এন্টিভাইরাস ইন্টারনেট সিকিউরিটি আমার লাগবে যদি কষ্ট করে দিতেন তাহলে উপকৃত হতাম \ এইটা আমার e-mail [email protected]

    Level 0

    এভাস্টের চেয়ে এট লিস্ট এভিরা ভাল
    ব্যবহার করেই দেখেন
    http://www.mediafire.com/file/djmtmdzondc/Avira.Premium.Security.Suite09 by LuckyFM.rar

আকাশ@
রি-টিউন সম্পর্কে আপনার যে যুক্তি তা হল নতুন টিউনারা এ থেকে জানতে পারবে। কিন্তু এক টিউন বারবার হওয়া ঠিক না। টিউন কখনও অতল গর্ভে হারিয়ে যায় না। যার দরকার সে প্রথম পেজের উপরে যে সার্চ বক্স তাতে সার্চ করে খুজে নিতে পারবে আশা করি এবার বুঝতে আপনার কোন অসুবিধা হবে না।

    @সোহেল ভাই, আমাকে বুঝান যে নতুন টিউনাররা কি লিখে সার্চ দিবে?একজন যদি কি টিউন হলো তা নাই জানতে পারে তাহলে সার্চের প্রসংগ আসছে কি করে? তবে হ্যাঁ একজন ইউজার তার প্রয়োজনের জানা সফটওয়্যার লিখে সার্চ দিতে পারে।কিন্তু যে সফটওয়্যার সম্পর্কে একজন সম্পুর্ন অজানা সে কিভাবে কি লিখে সার্চ দেবে তা আপনি বুঝতে পারলেও আমি পারিনি।ধন্যবাদ

    তাহলে আপনি একটা কাজ করতে পারেন। সেটা হলো টেকটিউনে প্রায় ৩০০-৩৫০ পেজ আছে আপনি শেষের দিকের প্রতিটি টিউনের রি-টিউন করা আজ থেকে শুরু করে দিন। তাহলে নতুনরা জানতে পারবে।

    ভাল আইডিয়া দিলেন।শুরু করব

    Level 0

    আকাশ ভাই শুরু করুন
    আমিতো আছিই…………

    ধন্যবাদ লাকি ভাই

আমরা অনেকেই জানি আর অজানাদেরকে বলছি… নিচের কয়েকটি ধাপে Autoplay বন্ধ করা যায় ।
Ran——gpedit.msc———Local Computer Policy——–UserConfigusation——–Administrative Templates——– System… (Double Click)……. Turn of Autoplay …….(Double Click) ———— Enable ——- (All drive)…. Ok.
………..ধন্যবাদ ।

    ভাই এই সিস্টেম, অটোরান ভাইরাস গুলো ভাঙ্গে ফেলে।লাভ নাই

আপনার টিউনটি খুব ভালো হয়েছে।আপনাকে ধন্যবাদ এত সুন্দর টিউন করার জন্য। তবে আমার একটা প্রশ্ন আছে।যে প্যাচটা আছে এই প্যাচটার
মধ্যে কোন ভাইরাস বা ট্রোজান নেই তো।একটু সাহস দেন যাতে সহজেই ব্যাবহার করতে পারি।ধন্যবাদ ভাল থাকবেন।

    নির্ভয়ে ইউজ করুন

Level 0

ভাই আমি এই এটি মিডিয়াফায়ার দিয়ে ডাউনলোড করেছি কিন্তু Patch ফাইলটা আসে নাই ।যদি আপনি আমার ইমেইলে ফাইলটা পাঠান তবে ভাল হয় ।
আমার ইমেইলে :[email protected]

    সম্ভবত আপনার এন্টিভাইরাস ঝামেলা করছে,এটি অফ রেখে পুনরায় ডাউনলোড দিন

    Level 0

    ভাই এন্টিভাইরাসে ঝামেলা থাকলে পুরাটাই আটকে দিত
    তবে হা এমন হতে পারে যে উনি এক্সট্রাক্ট করার পর প্যাচ ফাইলটি ক্লিন করা হয়ে গেছে তাহলে আপনার কথা ঠিক ছিল

    ধন্যবাদ

ধন্যবাদ, বাকীটা পরে বলমু।

Level 0

vai..ami patch korte partesina..bole “cant access file..may b it is in use,plz close the file b4 patching….”
ami closae kore nei..tao ai kothai bole ..ki korte pari ?

থ্যাঙ্কস।টিউনটি ভাল হয়েছে।