Filestream.me ব্যবহারকারীদের জন্য সুখবর,সিঙ্গেল টরেন্ট সাইজ এখন ৫ জিবি!…সাথে রয়েছে আরো বেশ কিছু টরেন্ট টু ডিরেক্ট সাইট

  • http://www.filestream.me [ফ্রী ইউজারদের জন্য সিঙ্গেল টরেন্ট সাইট এতদিন ছিল ১গিগাবাইট তবে সাইটটিতে বর্তমানে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।আপনি পুরনো ইউজার হয়ে থাকলে রেফার করে আপনার স্পেস ৫০০মেগাবাইট বাড়িয়ে নিতে পারবেন আর যাকে রেফার করবেন সে পাবে ৫ গিগাবাইট সিঙ্গেল টরেন্ট স্পেস !!] ★★★ হাইলি রেকমেন্ডেড সাইট ★★★
  • https://fuge.it/ [ম্যাক্সিমাম টরেন্ট ফাইলসাইজ ২গিগাবাইট,recommended site,unlimited speed,অন্যদেরকে রেফার করে ১জিবি করে সীডবক্স ক্রেডিট বোনাস পাবেন,ট্রাফিক বাঁচাতে সীডিং বন্ধ রাখুন→ click on torrent>throttle option>upload off ]☆★
  • http://www.zbigz.com [শুধু টরেন্ট ডাউনলোড,ম্যাক্সিমাম টরেন্ট সাইজ বর্তমানে ১গিগাবাইট,Dl speed restricted for free users] ☆
  • http://www.furk.net [অনুগ্রহপূর্বকইনভাইটেশন কোড না চাইয়া ফেসবুক দিয়া লগিন করেন+প্রধান সমস্যা হল এটা প্রায়ই 'yourip limit reached' দেখায় :S ]
  • http://www.zzlbox.com [Furk এর খালাতে ভাই]
  • http://www.boxopus.com [শুধু টরেন্টডাউনলোড+লীচিং স্পীড মোটামুটি,অনেক সময় একটু বেশি সময় নিতে পারে কারন boxopus একই সময়ে তাদেরসার্ভারে ২০০টির বেশি টরেন্ট লীচ করতে পারেনা তাই একটুধৈয্য ধরে অপেক্ষা করুন আমার ৩ দিন পরেও লীচিং কমপ্লিটহয়েছে!+ডাউনলোডস্পীড আনলিমিটেড+Torrent size is limited to 512 MB for free user.]
  • http://www.bytebx.com [ম্যাক্সিমাম ফাইলসাইজ১০০ মেগাবাইটে আনা হয়েছে বর্তমানে]
  • http://www.put.io [ফ্রীরেজিষ্ট্রেশন এখন বন্ধ+আগের ফ্রী একাউন্টও ক্লোজ করে দেয়া হয়েছে!]
  • https://streamza.com [পুটিয়োর সাজেষ্ট করা সাইট,ফ্রী ইউজারদের জন্য ডাউনলোড অপশন রাখা হয়নি!]
  • https://btcloud.io [ম্যাক্সিমাম টরেন্ট সাইজ ১গিগাবাইট,সার্বোচ্চ৫টা টরেন্ট একসাথে রাখা যাবে]★★
  • http://yur.me/ [ম্যাক্সিমাম টরেন্ট সাইজ ১গিগা।সাইটটাকে বিগত মাসকয়েক যাবত খুঁজে পাওয়া যাচ্ছেনা]
  • http://putdrive.com [বিশাল বড়একটা সাইট,আছে বহু ধরনের সুবিধা।শুধু টরেন্ট না,এরপাশাপাশি অনেক ফাইল শেয়ারিং সাইট থেকেও ট্রান্সলোড করতে পারবেন,নিতে পারবেন।রাখেন.......আস্তে..ফাল দিয়েন না,এত ভাল সাইটটার নাম সবার পরে কেন ? কারন,আগেযাও ওদের সফটওয়্যারটা ইন্সটল করলে ১০গিগা ট্রাফিক বোনাস দিত বর্তমানেএই খয়রাতও বন্ধ সম্ভবত 🙁 ]

টিউনটি পূর্বে ফেসবুকে দুটি গ্রুপে প্রকাশ করেছি।।

আপনাদের ভাল কোন টরেন্ট টু ডিরেক্ট সার্ভিসের নাম থেকে থাকলে তাও জানাবেন।

Level 0

আমি m0bst3r। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 514 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

5 GB একবারই আপলোড করা যাবে ভাই …।।

    Level 0

    @এস. এম. জুবায়ের: না,যতবার খুশি ততবার ব্যবহার করতে পারবেন।তবে মাল্টিপল একাউন্ট ব্যবহার করলে আপনার সাইজ কমিয়ে ১জিবি এনে দিবে।

Thanks vi aro valo site Pele janaben.