অসাধারন একটি সফটওয়ার natura sound therapy যা আপনার ব্রেইনকে করবে কন্টোল !

সফটওয়্যার কি মানুষের মাইন্ড কন্ট্রোল করবে? হাস্যকর শুনালেও এটা সম্ভব। যারা সাউন্ড থেরাপীর সাথে পরিচিত তাদেরকে নতুন করে ব্যাখ্যা করার কিছু নেই। এধরনের সফটওয়্যারগুলো সাধারণত বিভিন্ন মাপের শব্দ-তরঙ্গ ও কৃত্তিম পরিবেশ তৈরি করতে পারে যা মানুষের মনের উপরে গভীর প্রভাব ফেলতে পারে। Natura Sound Therapy নামের একটি সফটওয়্যারটি আমি দীর্ঘদিন ধরে ব্যবহার করছি

এই সফটওয়ার  ব্যাবহার করে আপনি চলে যেতে পারেন সমুদ্রের পাড়ে, ইচছা করলে যেতে পারেন ঝরনার কাছে, বৃষ্টি পড়ার শব্দ, আবার পাখির ডাক শুনতে পারেন যেন মনে হবে বনের মধ্যে আছেন।

সফটওয়ার টির কাজ

এইটা এমন ধরনের সফটওয়ার  যা বিভিন্ন ধরনের শব্দ-তরঙ্গ  তৈরি করে যা আপনার শরীর ও ব্রেইনকে দিবে প্রশান্তি । আমরা সবাই ই মিউজিক শুনতে ভালবাসি। এর মিউজিক শুনলে মনে হবে যে আপনি বাস্তবে শুনতেছেন।

আসুন জেনে নেই এই সফটওয়ার  এ কি কি আছে

বিভিন্ন ধরনের ভিসিয়াল কনটেন্ট। যা প্রধানত কালার কে কন্ট্রোল করে। আমরা সফটওয়ারের  ব্যাক গ্রাউন্ড এর কালার ও ইমেজ ইচ্ছামত দিতে পারি।

এ ছাড়াও আপনি ইচছামত সাউন্ড ইফেক্ট সেট করতে পারবেন এর মেনু থেকে,

প্রে সেট মেনু থেকে আপনি ২০ টির ও বেশি সাউন্ড ইফেক্ট এর সেট পাবেন।

ডাউনলোড করুন এই লিনক থেকে http://hotfile.com/dl/54202403/1e0abd8/natura_muhibbur.com.exe.html

সফটওয়ারটি ৭ দিনের ট্রিয়াল ফুল ভারসন করতে কোড দিতে হয়।

Activation code: URKL-G1O3-T5C6-Q7E3

Level 0

আমি muhibbur। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 79 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জীবন এক বহতা নদী ................. কোন বাধা মানে না বয়ে যাওয়াই তার কাজ.....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল একটা পোস্ট দিয়াছেন………………। আমি আগের থেকে ব্যবহার করতাম…………………… অনেক ভালই…

ধন্যবাদ মুহিব্বুর ভাই

nyc tunes but code r link ta dan………..

Level 0

জি ভাই শুনলাম ভালো লাগলো পারলে কী টা দিয়েন প্লীজ। [email protected]

ধন্যবাদ আপনাকে

    Level 0

    আপনাকে ও ধন্যবাদ। কী টা পোস্ট এ অপডেট করে দিয়েছি। পোস্ট এর শেষে দেখেন।

ভাই, সুন্দর জিনিস। কিন্তু কোড টা দেন না ভাই। এভাবে সবাই কে মেইল না করে লিংক দিলে মনে হয় ভাল হত। আমাকে কোড টা দেন পিলিজ।
[email protected]

    Level 0

    কী টা পোস্ট এ অপডেট করে দিয়েছি। পোস্ট এর শেষে দেখেন।

এত সুন্দর জিনিস কই পাইলেন? অনেক মজা লাগতেছে……………। মাথা গরম হইলেই সুনব……ধন্যবাদ মুহিব্বুর ভাই

    Level 0

    ভাইরে বিরাট মজার জিনিস……….. চালু করে দিয়ে চোখ বন্ধ করে রাখেন মনে হবে সব কিছুই সত্যিই হচ্ছে।

ভাই মনকে ঠান্ডা করার জন্য একটা সফটওয়ার দিলেন তাও আবার গরম ফাইলে। লিংকটা কি ঠান্ডা কোন সাইটে দেওয়া যায়না?

    Level 0

    যায় কিন্তু ঝামেলা বেশী।

দারুন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ

ভাল থাকবেন….

    Level 0

    আপনাকে ও ধন্যবাদ। ভালো থাকার চেস্টা করব।

ভাই অন্য একটা ডাউলোড লিংক দিতে পারবেন?
দিলে কৃতজ্ঞ থাকিব আপনার কাছে

muhibbur ভাই আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব বলে বুঝাতে পারছি না। শুধু এটুকু বলবো গদ বাধা সফটওয়্যার নিয়ে টিউনের মাঝে আপনার আনকমন সফটওয়্যারটির জন্য স্পেশাল ধন্যবাদ।

আরেকটি কথা এ সফটওয়্যারের কার্যকারিতা বুঝতে রাতের বেলা হেডফোন দিয়ে শুনে দেখবেন।

    Level 0

    আপনাকে ও অনেক ধন্যবাদ। আমি শুনি মাঝে মাঝে।

ধন্যবাদ ভাই খুব সুন্দর টিউন এর জন্য।

http://www.mediafire.com/?x2vctrw3ldn

ঠান্ডার লিংক। ধুমাইয়া ডাউনলোড করেন। হা হা হা হা

খুবেই অসাধারন।

মামা পুরো ফাটায় দিলিরে তুই। খুব ভাল টিউন হইছে মুহিব্বুর।
এভাবে আরও ভাল ভাল টিউন কর।

    Level 0

    জি সার চেস্টা করব।

জতিল টিউন খব ই বাল লাগল ধন্যবাদ ………।।ভাল থাকবেন

Level 0

ধন্যবাদ মুহিব্বুর ভাই , ভাল জিনিস দিলেন ।

    Level 0

    আপনাকে ধন্যবাদ

ডাউনলোড করছি দেখা যাক কেমন লাগে, এডভান্সড ধইন্যা….

    Level 0

    আপনাকে ও ধন্যবাদ … ডাউনলোড করার পরে আরো বেশী ধন্যবাদ পাব আশা করি। 🙂

ভাল লাগার মতই সফট এটি ।ধন্যবাদ আপনাকে ।

    Level 0

    ধন্যবাদ আপনাকও

ডাউনলোড করতেসি, যদি যা বরছেন তাই হয় তবে তো কথাই নাই। আগাম ধন্যবাদ।

খুবই সুন্দর একটি সফট+খুবই উন্নত মানের টিউন।

দারুন একটি টিউন করেছেন ভাই। শুভ কামনা রইল।

আপনার টিউনটি প্রকাশের পরই ডাউনলোড করলাম। এর পর থেকে আর কম্পিউটারে গান শুনি না।

Very good tune!!! thanks dear brother…..

ভাই আমি গরীব মানুষ। জিপি ১ জিবি ইউজ করি। এত বড় ফাইল ডাউনলোড করলে আব্বায় মারবো। প্রিয়তে রাখলাম। পরে সুযোগ মত আনলিমিটেড কারো নেট থেকে ডাউনলোড করমু।

Level 0

dhonnobaad na dea parlam na…thanQ …

Level 0

ডাউন লোড দিলাম, ধন্যবাদ আপনাকে।

Level 0

সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ।