উইন রার গেমিং এডিশান (WinRAR_GamingEdition 4 by LuckyFM) ব্যবহার করেছেন ??? আমি নিশ্চিত করেননি আর সেই জন্যই টিউনটি আপনার জন্য + প্রতিবাদ by LuckyFM

আসসালামুয়ালাইকুম,

আশা করি সকলে ভাল আছেন।

এবার আপনাদের জন্য সেই Win RAR Gaming Edition v 4 by LuckyFM নিয়ে হাজির হলাম। এর কার্যকরিতা নতুন করে বলার কিছুই নেই। তবুও নতুন্দের জন্য বলছি, আপনি যখন কোন ফাইল বা ফোল্ডারকে একসাথে সিঙ্গল ফাইল বানাতে চাইবেন বা সিঙ্গেল ফাইলকে তার পুর্বের রূপে ফিরিয়ে দিতে চাইবেন তখন এর প্রয়োজন পড়বে।

চলুন এর দ্বারা কি কি কাজ সম্পন্ন করতে পারবেন তা তুলে ধরি।

প্রয়োগঃ

১. ফাইল/ফোল্ডারকে জিপ/রার ফরমেটে করা (যেভাবে অনেকগুলো আমকে বহনের সুবিধার্থে বস্তা বন্দি করা হয় ) ,

২. জিপ/রার ফরমেটের ফাইলে/ফোল্ডারকে এক্সট্রাক্ট করা মানে বস্তা খোলা,

৩. কোন ফাইলে পাশওয়ার্ড প্রদান করা,

৪. ফাইল সাইজ ছোট করা যার জন্য কম্প্রেশান লেভেল আছে ৬ টি

৫. এছাড়া ও আরো অনেক সুযোগ সুবিধা।

সবচেয়ে মজার ব্যপার হল এতে কোন লাইচেন্সারের প্রয়োজন পড়বেনা। তো এখনি ডাউনলোড করুন, আর উপভোগ করুন মাজা।

সৌজন্যে : Computronics

WinRAR_Gaming Edition 4 by LuckyFM.exe

DoWnLoAd-2

আজকে টিউনের প্রথমে আমি কিছু লিখা লিখতেই হচ্ছে সেটা হল টিউনিং স্বাধীনতা না আসলে কখন প্রকৃত উন্নতি স্বাধিত হবেনা, ঠিক তেমনি টিউন পেন্ডিং বা ডিলিট করার ক্ষমতা থাকলেই কাজে এবং অকাজে সেই ক্ষমতার অপঃব্যবহার করাও ন্যায় বলে মনে হচ্ছে না। টিটিতে টিউন করার জন্য কেউ কি পয়সা পায় ???? নাকি কেউ পয়সার লোভে টিউন করে ???? তাহলে কেন টেক্টিউন কর্তৃপক্ষ নামে বেনামে, কারনে -অকারনে টিউন পেন্ডিং করে ??? আশা করি এই টিউনে এডমিন প্যানেল সেই জবাব দিবেন, না হয় এর স্বচ্ছতা নিয়ে আর কেউ না হোক আমার মত যারা এই বঞ্চনার স্বীকার হয়েছেন তারা টেক্টিউনের এডমিন প্যানেলের স্বচ্ছতা নিয়ে সন্দিহান থাকব।

আমি টেক্টিউনের সাথে আছি গত বছর থেকে। তখন কত সুপার ডুপার হিট টিউন হত....তাহলে সেই টিউনাররা আগের মত উপস্থিত হন না কেন ???? ১. ব্যস্ততা থাকতে পারে  কিন্তু এর বাইরে কি আর কোন কারন হতে পারেনা ???? আমারতো মনে হয় কর্তৃপক্ষের স্বেচ্ছাচারিতার কারনে না হয় তাদের অবহেলার কারনে অনেক ডায়ামন্ড টিউনারদের আমরা হারিয়েছি। অনেকের চোখের সাম্নেই এসব এসব হচ্ছে, কিন্তু একবারও কি আমরা প্রতিবাদ করেছি ??? কিন্তু তাই বলে কি আমিও সবার মত চুপ করে থাকব ?? নাকি দূরে সরে যাব ??? আপনাদের হাতেই ছেড়ে দিলাম।

তবে আপনারা সাথে থাকলে কমেন্টের মাধ্যমে জানান কারা আছেন আমার সাথে ??

সাথে পেলে আমি শেষ পর্যন্ত থাকব আপনাদের সাথে, হয়ত ভিন্ন নামে , বিন্ন বেশে, কিন্তু প্রতিবাদ করেই যাব.........সমাধান না আসা পর্যন্ত

কমেন্ট করুন আর না করুন আপনার প্রতিক্রিয়া জানতে আধীর আগ্রহে বসে থাকব, কারন অস্বাধীন ভাবে টিউনিং করা যায় না।মনে কোন প্রশ্ন থাকলে জানান।

-আল্লাহ হাফেজ (আর ফিরে আসব কিনা জানিনা)

Level 0

আমি Lucky FM। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 2305 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

LuckyFM ভাই জান। আমি আপনার সাথে একমত । টেকটিউন কর্তৃপক্ষকে এই বিষয়ে একটু বিবেচনা করা উচিত। আপনার কথা গুলো এবং টিউনটি খুব ভাল লাগল। ধন্যবাদ।

এটা আমি অনেক ফোরামেও দেখেছি। একসময়ের তুমুল জনপ্রিয় ফোরাম গুলো, কিসের অভাবে যেন আর আগের মত ভিজিটর ধরে রাখতে পারে না। জানি না এর কারণ কি। আমিও আশা করি এর প্রতিত্তর পাব।

টেকটিউন ব্যাপারটা দেখবেন আসাকরি……. কিন্তু আমার কাছে সবচেয়ে খারাপ লাগে যখন সেই আগের টিউনারদের কথা মনে পড়ে, আগে কতই না সুন্দর সুন্দর টিউন পড়তাম। তারা এখন কোথায়? আমার সবচেয়ে প্রিয় টিউনার হাসিব ভাই এখন কোথায়? তারা কি আর টিউন করবেনা? (আসাকরি প্রশ্নগুলোর উত্তর পাব)

আমি টেকটিউনস থেকে অনেক পেয়েছি, দিতে পারি নাই কিছুই।
টেকটিউনসকে ভালবাসি টেকি বিষায়ক লেখে হয় বলে, আর তাই এই বিষেশত্ব ধরে রাখা প্রয়োজন, তার জন্য ফিল্টারেশরেরও প্রয়োজন আছে। যেটা কর্তিপক্ষ সুন্দর ভাবে পালন করছে।
আর তাই টেকটিউনসের চাহিদ জনপ্রিয়তা দিন দিন বেরে চলছে।

ভাল একটা লেখা পোস্ট হলে তার ভিজিটর এবং কমেন্ট দেখলেই তা বোঝা যায়।

    পুরনো টিউন।
    টিউনটিতে শুধু প্রতিবাদই আছে তাই শিরোনাম প্রতিবাদ দেওয়া উচিত ছিল।
    দেখুন যারা কমেন্ট করেছে কেউই আপনার দেয়ে সফট নিয়ে কথা বলেনি ।
    একমাত্র আমিই দেখলাম।

    Level 0

    টিউন আপডেট করে দিয়েছি

লাকি ভাই আপনি আজকে আমার মনের কথাটাই তুলে ধরলেন। আগের সেই টেকটিউনস আর নেই। এখন প্রতিদিন দিন যে সব টিউন হয় তার অধিকাংশই …………………………..

    Level 0

    তাহলে কি টেক্টিউন তার সোনালি দিন হারাতে বসেছে ???

    কিন্তু আমরা থাকতে তা হতে দিবনা, কিন্তু পরক্ষনেই মনে পড়ে কর্তৃপক্ষতো আমাদের ও চায় না

আমার কাছে পুরো বল্গ টাই বেইচা ফাইতে বলেন তাহলে টেক্টিউন তার সোনালি দিন হারাবে না(মজা করলাম কর্তৃপক্ষ মাইন করেন না) ২৫০০০ টাহা দিমু

    Level 0

    হাহ হাহ হাহ
    তাহলে আমি ৫০,০০০/- দিমু (আমিও কিন্তু মজাই করছি)
    কিন্তু ব্যাপার হল টেক্টিউনের দাম টাকা দিয়ে নয় ভালবাসা দিয়ে পরিমাপ করা যাবে

    আমি ৫০,০০১/- টাকা দিমু। (আমিও-আমিও কিন্তু মজাই করছি)

Level 0

যদিও আমি কখনো টিউন করিনি বা করার জন্য ট্রাইও করিনি, তবুও আমি আপনার সাথে একমত…।

টেকটিউনস মডারেশন নীতিমালা ১.১১ এবং ১.১২ অনুসারে কোন প্রকার এফিলিয়েট ফাইল হোস্ট টিউনে ব্যবহার করা যাবে না। এই নীতিমালাটি টেকটিউনসের টিউনার মিটআপ এ মডারেটরদের মতামতের ভিত্তিতে প্রস্তুত করা হয়। টেকটিউনসের মান ও ধারা বজায় রাখার জন্য টেকটিউনসের নীতিমালা মেনে চলুন। ধন্যবাদ।

    প্রথমে টেকটিউন্স কর্তৃপক্ষের সম্মন্ধে কিছুটা বলে নেই তারপর লাকী ভাইকে বলব,এমনিতে কঠোর সমালোচনা করে আমারও সমালোচনার সম্মুক্ষীন হইতে হইছে তারপরও বদ অভ্যাসটা যায় নাই কারন আমি সোজা কথাটা সোজা ভাবেই বলতে বেশী পছন্দ করি,
    আমাদের টেকটিউন্স কর্তৃপক্ষের কাছে আমার প্রশ্নঃ-
    টেকটিউন্সের যেই নীতিমালা গুলু আছে সেই গুলুর কোনটার ভায়োলেট হইনাই একটু জানিয়ে বাধিত করবেন,
    আর যদি আমাকে বলেন প্রমান করতে তাহলে আমি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারব কোন কোন টিউন গুলু নীতিমালা বহির্ভুত,শুধু কি তাই আমি আশ্চর্য হয়ে যাই যখন দেখি সেই সব টিউনে আমাদের প্রিয় মডারেটেরও কেই কেই কমেন্ট করে থাকেন,তাই আমার মনেও প্রশ্ন জাগে টেকটিউন্স কর্তৃপক্ষের নিরক্ষতা নিয়ে,যেই নীতিমালার দোহাই দিয়ে কিছু কিছু টিউনকে পেন্ডিং করা হয় ঠিক সেই নীতিমালা ভায়োলেট করেই আবার অনেক টিউন মাথা উঁচু করে টিকে আছে ঠিকই!

    আবার দেখেন অনেক কমেন্টর কমেন্টের সাথে নিজের বিজ্ঞাপনটাও সুযোগে চালিয়ে দেন,যার ফলে অনেকের আইডি বেন্ড করা হয়েছে এখন দেখেন এর বিপরিত চিত্র অনেকে ঠিক একই কাজ করে বহাল তবিয়তে আছেন,প্রমান চান তাহলে টেকটিউন্স কর্তৃপক্ষের করা টিউন’’এবার প্রিয় করে রাখেন আপনার পছন্দের টিউন’নামক টিউন খানা দেখুন,উনাদের নিজেদের টিউনে যদি এই অবস্থা তাহলে অন্য টিউনের কথা আর বলে লাভ নাই।তাই আবারো প্রশ্ন জাগে মনে টেকটিউন্স কর্তৃপক্ষের নিরপেক্ষতা নিয়ে,
    টেকটিউন্সের মান কমছে এই কথাটার সাথে আমি একমত,এর আগেও আমি অনেক টিউনে এই নিয়ে মন্তব্য করেছি,কারন হিসাবে আমি বলেছি যখন কেউ নীতিমালা বহির্ভুত টিউন অথবা কমেন্ট করে পার পেয়ে যান তখন উনারা আরো উতসাহ হয়ে ঠিক সেই কাজটাই নির্দিধায় চালিয়ে যান,এই ব্যপারেও কর্তৃপক্ষের দৃষ্টি দেয়া উচিত বলে মনে করি।
    তারপরও আমি বলব আমাদের প্রিয় টেকটিউন্স কর্তৃপক্ষ যেই সিদ্ধান্ত গুলু নেন সঠিক নেন কিন্তু আমার আশা থাকবে উনাদের সিদ্ধান্ত গুলু যেন সবার জন্য সমান ভাবে প্রয়োগ করা হয়।
    এখন লাকী ভাইকে বলছি,
    (আর ফিরে আসব কিনা জানিনা)-আপনি এইটা কি বল্লেন!আপনার কাছ থেকে এই ধরনের কথা আশা করিনা,আপনারা চলে গেলে আমরা টেকটিউন্সে এসে কি করব,একটা কথা মনে রাখবেন অন্যায়ের প্রতিবাদ অন্যায় দিয়ে করা যায়না,ন্যায় দিয়ে অন্যায়কে রুখতে হয়।আশা করি আমার কথা বুঝতে আপনার কষ্ট হচ্ছেনা।আরো ভাল ভাল টিউন করে বুঝিয়ে দেন টেকটিউন্সের সিদ্ধান্ত ভুল ছিল,টিউনের জন্য ধন্যবাদ।

    Level 0

    ধন্যবাদ আতাউর ভাই
    আপনার মতাতমতের সাথে আমি পুরাপুরি একমত

    আতাউর ভাই আমি যে টিউন করি তার মান নিয়ে প্রশ্ন উঠলে খুশি হতাম,
    কিন্তু টিউন পেন্ডিং করে আমি এফিলিয়েট সাইটে আপলোড করি এই জন্য।
    আরে ভাই তাও মান্তাম, কিন্তু প্রথমে আমি মিডিয়াফায়ারে আপলোড করি তার লিংক দেই, তারপর পাশাপাশি অন্য একটা লিঙ্গক দেই, কারন অনেক সময় ফাইল মিসিং হয়, তাই অই ব্যাক-আপ ব্যবস্থা

    ৃসগ

    ধন্যবাদ। আতাউর ভাইয়া। কারণ আপনি একদম উচিত কথাটাই বলেছেন।

Level 0

টেকটিউনস কর্তৃপক্ষ এই্সব বিষয়ে গুলো একটু বিবেচনা আনা উচিত।