কেমন আছেন সবাই । আসা করি অনেক ভাল ।
আজ আপনাদের সাথে ipadian নামক একটি এমুলেটর শেয়ার করব। যার মাধ্যমে আপনার পিসিতে একটি virtual ipad ব্যবহার করতে পারবেন। সাথে আছে অ্যাপেল স্টোর— বোঝতেই পেরছেন,স্টোর দিয়ে কি করবেন । ipad এর যেকোনো অ্যাপ্লিকেশান ইউস করতে পারবেন। আর নিজে নিজে একটু ঘুঁটিয়ে ঘুঁটিয়ে অন্যান্য ফিচার গুলো দেখে নিবেন ।
আমি এখানে softonic এর লিঙ্কটা দিচ্ছি , তাই এটি তাদের ডাউনলোডার দিয়ে ডাউনলোড হবে ।
![]()
ডাউনলোড শেষে একটি জীপ ফাইল পাবেন, জীপ ফাইল কে extract করে ipadin file টি লাঞ্চ করবেন, মানে ইন্সটল করতে হবে না ![]()
![]()
এখন এই window টি আসবে।
![]()
এবার আপনার নুতন ipad এর অন্যান্য ফিচার গুলো ঘুঁটিয়ে ঘুঁটিয়ে দেখেন ( নেট connection অন রাখবেন)
আশা করি সবাই সহজে বোঝতে পারবেন, ব্যবহার করতে পাবেন। আমি মনে করি এখানে সবাই টেক বিষয়ে এক্সপাট আর বেশী কিছু লিখলাম না। আজ এই পর্যন্ত ।
লেখাটি প্রথম প্রকাশিত হয়েছে এইখানে।
টিউন ভাল লাগলে আমার টেক পেজে একটি লাইক দিতে পারেন
ভাল থাকবেন, প্রযুক্তির সাথেই থাকবেন![]()
![]()
………………
ধন্যবাদ![]()
আমি আইনুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 186 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
ভাল লাগে প্রযুক্তির সাথে থাকতে,নুতন কিছু জানতে এবং জানাতে। http://www.aimzworld007.Tk
ভাই .exe ফাইলের লিঙ্ক দেন ।