সবচেয়ে সহজ ভাবে আপনার Skype-এর কল রেকর্ড করুন !!

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি। আবারও হাজির হলাম আপনাদের সামনে নতুন কিছু নিয়ে । এবার আসুন শুরু করি…

আমরা সবাই Skype দিয়ে সাধারণত কথা বলে থাকি । অনেক সময় আমরা আমাদের প্রিয় জনের কথা রেকর্ড করতে চাই । দেখুন কি ভাবে তা করা য়ায।Skype-এর কল রেকর্ড করুন iFree Skype Recorder দিয়ে
নেট ব্যবহার করে এমন বেশীর ভাগ মানুষই Skype ব্যবহার করে ফ্রিতে কল করতে । Skype কল রেকডিংয়ের অনেক সফটওয়্যার আছে । তাদের মধ্যে অন্যতম হল iFree Skype Recorder । এটি আসলেই একটি কাজের সফটওয়্যার । এর দ্বারা যতক্ষন ইচ্ছা Skype কল ফ্রিতে রেকর্ড করতে পারবেন । এটি খুবই হালকা একটি টুল । এর ব্যবহারের ইন্টারফেসও অনেক সহজ , তাই যে কেউ অনায়েসে এটি ব্যবহার করতে পারবে । এটি চালাতে পিসিতে Skype ইন্সটল থাকতে হবে । সফটওয়্যারটি প্রথমবার চালালে এটি Skype থেকে অথরাইজেশন চাইবে তা করে দিলেই শুরু করতে পারবেন কল রেকডিং । এটি Windows Vista এবং Seven এ কাজ করে ।

 বিশেষ কিছু ফিচার:

  •  যেকোন এক প্রান্ত বা উভয় প্রান্তের সাউন্ড রেকডিং ।
  • ম্যানুয়াল বা অটোমেটিক কল রেকডিং ।
  • কল রেকডিং mp3 ফরম্যাটে করা যায় ।
  • এতে রেকডিং প্লে করতে বিল্টইন প্লেয়ার আছে ।
  • এটি Skype-টু-Skype কল, SkypeOut অথবা SkypeIn calls, Conference কল ইত্যাদি রেকর্ড করতে পারে ।

সফটওয়ার টি এখান থেকে ডাউনলোড  করেন.

ধন্যবাদ সবাইকে কষ্ট করে পোস্টটি পড়ার জন্য! দেখা হবে আগামি পোস্টএ। আল্লাহ হাফেজ..

আল্লাহ হাফেজ..

পোস্ট টি সর্বপ্রথম এখানে হয়েছে…

ফেসবুকে আমি এখানে

Level 0

আমি Habibur Rahman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 65 টি টিউন ও 213 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

জানতে চাই, জানাতে চাই এ আমার পত্যাশা । সবাই দোয়া করবেন ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

iFree Skype Recorder সফট টা কি Windows XP তে কাজ করে না ?

ভাই আমি সঠিক বলতে পারি না ।কারণ আমি 7 ব্যবহার করি

iFree Recoder থেকে MP3 অনেক ভাল। iFree পিসিতে সমস্যা করে স্কাইপে ভয়েজ কোয়ালিটি কমিয়ে দেয়।