
আমরা কেই না বা চাইনা যে, সবার থেকে আমার যে কোন জিনিসটা একটু আলাদা, আনকমন বা অন্যরকম হোক! 🙂 আজ আপনাদের সাথে এমন একটা নোটপ্যাডের পরিচয় করিয়ে দেবো যার স্টাইল, আউটলুক ও প্রতিটি অপশনই আসলেই অসাধারন।
তো যাই হোক, এটির কাজ নোটপ্যাড++ এর মত কিন্তু এটি নোটপ্যাড++ এর স্টাইলের থেকে অনেক. . . অনেক তুলনাই নজর কাঁড়ানো 😀 । যারা নোটপ্যাড++ ব্যবহার করতে করতে বোরিং হয়ে গেছেন বা ভিন্ন ধরনের কিছু দরকার তাদের জন্যই এই টিউন। এটি দেখতে উইন্ডোজ ৮ এর মত, আছে ফ্ল্যাট স্টাইল থিম, রেবন এ্যান্ড মর্ডান ইউআই স্টাইল সহ আছে আরো অনেক কিছু। নিচে এর একটি স্ক্রীনশর্ট দিলাম।
যাই হোক নোটপ্যাডটি আমি খুব কম মানুষকেই ব্যবহার করতে দেখেছি বা অনেকেই এর সমন্ধে জানাই না এখনো আর তাই আমার এই পোস্টটি শেয়ার করা। তারপরও যদি এটি আপনার কাছে এইটি থাকেই বা পুরাতন মনে হয় তাহলে এ ক্ষেত্রে আমার কিছু করার নাই 😛
এটি সম্পূর্ন একটি ফ্রিওয়্যার সফটওয়্যার। তাই আপনি পাবেন এটি বিনামূল্যে।
এক্সপি, ভিসতা, উইন্ডোজ ৭, উইন্ডোজ ৮, উইন্ডোজ ৮.১। তাহলে আর দেরি না করে ঝটপট ডাউনলোড করে আপনার সংগ্রহে রাখুন নিচের দেওয়া লিংক থেকে।
কোন প্রকার সমস্যা বা লিংক ব্রোকেন হলে আমাকে ফেসবুকে জানিয়ে দিবেনঃ আমি ফেসবুকে।
টিউনটি সর্বপ্রথম প্রকাশ: উইটেক-বিডিতে।
আমি হাসিবুর (HR)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এটা তো ফ্রিওয়ার না…