ফ্রি ডাউনলোড করে সংগ্রহে রাখুন সিইরাম স্টাইলের আনকমন একটি নোটপ্যাড++

আমরা কেই না বা চাইনা যে, সবার থেকে আমার যে কোন জিনিসটা একটু আলাদা, আনকমন বা অন্যরকম হোক! 🙂 আজ আপনাদের সাথে এমন একটা নোটপ্যাডের পরিচয় করিয়ে দেবো যার স্টাইল, আউটলুক ও প্রতিটি অপশনই আসলেই অসাধারন।

তো যাই হোক, এটির কাজ নোটপ্যাড++ এর মত কিন্তু এটি নোটপ্যাড++ এর স্টাইলের থেকে অনেক. . . অনেক তুলনাই নজর কাঁড়ানো 😀 । যারা নোটপ্যাড++ ব্যবহার করতে করতে বোরিং হয়ে গেছেন বা ভিন্ন ধরনের কিছু দরকার তাদের জন্যই এই টিউন। এটি দেখতে উইন্ডোজ ৮ এর মত, আছে ফ্ল্যাট স্টাইল থিম, রেবন এ্যান্ড মর্ডান ইউআই স্টাইল সহ আছে আরো অনেক কিছু। নিচে এর একটি স্ক্রীনশর্ট দিলাম।

tech tutorial

যাই হোক নোটপ্যাডটি আমি খুব কম মানুষকেই ব্যবহার করতে দেখেছি বা অনেকেই এর সমন্ধে জানাই না এখনো আর তাই আমার এই পোস্টটি শেয়ার করা। তারপরও যদি এটি আপনার কাছে এইটি থাকেই বা পুরাতন মনে হয় তাহলে এ ক্ষেত্রে আমার কিছু করার নাই 😛

এটি সম্পূর্ন একটি ফ্রিওয়্যার সফটওয়্যার। তাই আপনি পাবেন এটি বিনামূল্যে।

সাপোর্ট করবে যে সব অপারেটিং সিস্টেমেঃ

এক্সপি, ভিসতা, উইন্ডোজ ৭, উইন্ডোজ ৮, উইন্ডোজ ৮.১। তাহলে আর দেরি না করে ঝটপট ডাউনলোড করে আপনার সংগ্রহে রাখুন নিচের দেওয়া লিংক থেকে।

নোটপ্যাডটির নাম: Syncplify.me Notepad!

 Download Link:

কোন প্রকার সমস্যা বা লিংক ব্রোকেন হলে আমাকে ফেসবুকে জানিয়ে দিবেনঃ আমি ফেসবুকে

টিউনটি সর্বপ্রথম প্রকাশ: উইটেক-বিডিতে

Level 0

আমি হাসিবুর (HR)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

এটা তো ফ্রিওয়ার না…

    @emusab: ভাই আপনি তো ফ্রিতেই ডাউনলোড দিতে পারতেছেন নাকি!

এটা কি নোটপ্যাড++ এর মত html code indicate করে ?????

ভাই ডাউনলোড লিঙ্ক টা খুজে পেতে ঝামেলা হইছে। তাই ডিরেক্ট ডাউনলোড লিঙ্ক টা দিলামঃ http://www.indishare.com/xobznmmowd58

Level 2

ধন্যবাদ @রাহাতুল ইসলাম
আর @হাসিবুর (HR) ভাই
কষ্ট করে টিউন করেন বাজে মন্তব্য করলে খারাপ লাগার ই কথা ।
এই প্রফেশনাল যুগে আপনি আপনার মুল্যবান সময় খরচ করে আমাদের জন্য টিউন করেছেন এই জন্য ধন্যবাদ।
আমি কমেন্ট করেছি শুধুমাত্র আমার মতামত জানানোর জন্য। দুনিয়াতে এমন অনেক শেয়ারওয়্যার সফট আছে যা ফ্রিওয়্যার থেকে ভাল কাজে দেয়। আপনার Syncplify.me টা ও হয়ত ভাল গুলোর মধ্যেই পড়ে।
যা ই হোক মনে কষ্ট নিবেন না আপনার টিউন গুলো আমি পড়ি আমার কাছে ভাল লাগে আপনার নতুন টিউন আশা করছি।