আর নয় উইন্ডোজের ডিফল্ট এক্সপ্লোরার, এবার ব্যাবহার করুন অল ইন ওয়ান এক্সপ্লোরার

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা সবাই উইন্ডোজ এক্সপ্লোরারের সাথে পরিচিত। উইন্ডোজ এক্সপ্লোরারের অনেক লিমিটেশন আছে। এইসব লিমিটেশনকে মাথায় রেখে এসবকে জয় করে আরও ভালমানের সুবিধা দেওয়ার  জন্য বাজারে অনেক সফটওয়্যার বের হয়েছে যেসব উইন্ডোজের ডিফল্ট এক্সপ্লোরারের চেয়ে অনেক গুন ভালো। তেমন একটি এক্সপ্লোরার নিয়ে আজকের এই টিউন। আশা করি ভালো লাগবে।

প্রথমে নিম্মের লিঙ্ক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করুন

Directory.Opus.v10.5.2.1.4934.Pro

এবার যার যেটা লাগে ৩২/৬৪ বিট ইন্সটল করুন নিম্মেরমত করে

নিম্মের অপশনগুলো থেকে কিছুটা আইডিয়া পাবেন যে কি কি করতে পারে এই সফটওয়্যারটি। যেহেতু আমরা ডিফল্ট হ্যান্ডলার যা আছে তাই রাখবো তাই নিম্মেরমত করে চেক করুন

এবার আমরা সেটিংসে কিছু পরিবর্তন আনবো নিম্মেরমত করে

এরপর নিম্মেরমত স্ক্রীন দেখতে পাবেন

এবার দেখাবো কিভাবে সফটওয়্যারটি ফুল ভার্সন করবেন। প্রথমে ডাউনলোড করা ফোল্ডারে যান। সেখান থেকে Fix এ যান। এরপর ডাবল ক্লিক করে certificate ওপেন করুন। সেখান থেকে ctrl+a এবং ctrl+c দিয়ে সম্পূর্ণ লিখা কপি করুন।

এবার নিম্মেরমত করে কাজ করুন

License manager > Install new certificate > Paste > Install

নিম্মের পিকচারে দেখুন পাশাপাশি দুইটা ড্রাইভ দেখা যাচ্ছে D এবং E ।  আপনার কষ্ট করে একাধিক ড্রাইভ আলাদা খুলতে হবেনা। এটা দিয়া আপনি পাশাপাশি কাজ করতে পারবেন। ডাটা অ্যাক্সেস করতে পারবেন সহজে।  আপনি চাইলে একাধিক ড্রাইভ খুলতে পারেন আবার শুধু একটা ড্রাইভ এক্সপ্লোর করতে পারেন।

আরও অনেক ফিচার আছে একটু ঘাঁটাঘাঁটি করলে বুঝতে পারবেন এটার আসল মজা

এছাড়া আপনি টাস্কবারে সফটওয়্যারটির আইকনে মাউসের রাইট বাটন ক্লিক করলে আরোকিছু অপশন পাবেন।

এবার আপনি আপনার মনেরমত করে এক্সপ্লোরারটি সাজান এর বিভিন্ন সেটিংস পরিবর্তন করে । অনেক অপশন আছে সবকিছুই করতে পারবেন আশা করি।

আরেকটি কথা সফটওয়্যারটি রান করতে শুধু ডেস্কটপে মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করুন। এছাড়া টাস্কবার, ডেস্কটপ এবং স্টার্টমেনুতেও আইকন পাবেন।

ধন্যবাদ

Level 0

আমি আজিম মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 181 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am a software developer. I like chatting, hacking, reading various books, gardening, playing games and I like my real friends.........................


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ওয়াও………… ফাটাফাটি জিনিস । থ্যাঙ্কস ।

@newmission17@ যাক অন্তত একজনের কাজে লাগছে 😀

    @আজিম: আরে ভাই সার্টিফিকেট তো ইনভ্যালিড দেখায় 🙁 । আমি ৬৪-বিট ইন্সটল করেছি । কিছু করেন ।

এই সার্টিফিকেটটা ম্যাক্সিমাম ২০০০ পিসিতে কাজ করবে । কিন্তু ২০০০ পিসিতে অনেক আগেই এই সার্টিফিকেট দিয়ে অ্যাক্টিভ করা হয়েছে । পারলে নতুন সার্টিফিকেট দেন ।

@newmission17@ amarto 32 bit, kaj o korse.

https://drive.google.com/file/d/0Bxg2moGMpHKma1o0OEdNTW5mYjQ/edit?usp=sharing
ata 9.0 version and only for 32 bit. ata unlimited PC te use korte parben. ami onek yeras use koresi. upore jeta download link disi seta new version and asha kori experied hobena jodi update off rakhen. screenshot e daoa ase update off korte hoi kivabe. jader 64 bit tader prob hole ami new link dibo. plz kaj korle janaben amk.

Level 0

এতো ঝামেলার দরকার কি? আমার দেখা সবথেকে ভালো হচ্ছে clover. ইন্টারনেট ব্রাউজার এর মতো ট্যাব সিস্টেম থাকাই ব্যাবহারের সুবিধা অনেক।

ধন্যবাদ ভাই এতো সুন্দর করে স্ক্রীন শর্টের সাহয্যে বুঝিয়ে দেয়ার জন্য।

@মোহাম্মদ খালিদ হোসাইন@ আপনাকেও অসংখ্য ধন্যবাদ

@মঈন@ আপনার কাছে যেটা ঝামেলা মনে হয় সেটা অন্যের কাছে নাও মনে হতে পারে। আর আপনি যে সফটওয়্যারের কথা বলেছেন আমি ওটার নাম এই প্রথম শুনলাম।পারলে ওটা নিয়ে একটা টিউন করুন অনেকে জানতে পারবে। ধন্যবাদ

just licence ta arekbar upload dia limk den ..plz 🙂