ওয়েব ব্রাউজ করুন থ্রিডি তে – স্পেস টাইম দিয়ে

এর আগে প্রযুক্তিবিদ ভাইয়া থ্রিডিতে ছবি সার্চিং এর ব্যাপারে মজিলা ফায়ারফক্সের এ্যাডঅন পিকলেন্স নিয়ে লিখেছেন। আবার আমি পিকটমিও নিয়ে লিখেছিলাম যেখানে থ্রিডির পরিবেশে ছবিগুলো কে ম্যানেজ করা সম্ভব। কিন্তু আজ আপনাদের কাছে আরেকটি হ্যান্ডি এ্যাডঅনকে তুলে ধরব যার সাহায্যে এখন ব্রাউজ করা যাবে থ্রিডি তে!!

image-thumb10.png

স্পেস টাইম খুবই ছোট একটি হ্যান্ডি ব্রাউজার যা আপনাকে দিবে থ্রীডি স্বাদে ওয়েব ব্রাউজিং এর মজা এবং আপনার ওয়েব ব্রাউজিংকে জীবন্ত করে তুলবে! বর্তমানে এটি ফ্রি ডাউনলোড এবং ইন্সটল করা যাচ্ছে। ডাউনলোড করার পর কয়েক মিনিটের ইন্সটল্লেশান প্রসেস এর পরেই আপনি ছোট ধাঁধাঁনো ব্রাউজিং এর মজা নিতে পারবেন এবং ব্রাউজিং এর সময় আপনার কম্পোনেন্ট গুলো আপনার ডেস্কটপে মুভ করার মত জীবন্ত হয়ে উঠবে।

11.png

এর আরেকটি মজার ফিচার হল এটি আপনার থ্রিডি সার্চ রেজাল্টগুলো আলাদা পেজে প্রোভাইড করবে। একটি নির্দিষ্ট সময়ে সর্বোচ্চ দশটি পেজ এ ব্রাউজিং করা সম্ভব হচ্ছে আপাতত। এর আসল মজা মূলত আপনার নেট স্পীডের ওপর ডিপেন্ড করবে।  মূলত মোটামুটি একটু ভালো স্পীড থাকলেই স্বতস্ফুর্তভাবে আপনি এই সমস্ত জিনিস ব্রাউজিং এর মজা নিতে পারবেন।

22.png

আপনি চাইলে এর মাধ্যমে ইউটিউব থেকে আপনার পছন্দের ভিডিওটি ও থ্রিডিতে উপভোগ করতে পারবেন। যে কোন পেজে চাইলে ইন্সট্যান্ট জুমিং ও করতে পারবেন। ই বে থেকে ওয়েব শপিং থেকে শুরু করে আরো নেট সার্ফিং এর অভিজ্ঞতা নিতে পারবেন আরো দ্রুত এবং স্বাচ্ছন্দ্যে।

32.png

আরেকটি চমৎকার ফিচার হল থ্রিডি ট্যাবড ব্রাউজিং যার মাধ্যমে ওয়েব পেজ এর ভিজ্যুয়্যাল টাস্কগুলো থ্রিডিতে শাফল করা যাবে। আপনি চাইলে নিজের মন মত শাফল করানোর জন্যে পেজের একটি সিকোয়েন্সিং ও করে রাখতে পারবেন। আর চাইলে এবকটি টাইমলাইনের মাধ্যমে আপনার ওয়েব ব্রাউজিং এ্যাকটিভিটির একটি ক্যাটালগ করে রাখতে পারবেন।

42.png

আবার থ্রিডিতে কোন ক্ষেত্রে সমস্যা হলে আবার টু ডি তে ফিরে যাওয়ার অপশন ও থাকছে এখানে। তাই আপনি চাইলে নির্ভয়ে সুইচ করতে পারেন এই থ্রিডি ব্রাউজিং এর এনভাইরোমেন্টে।

আসলে এটি নিজে ব্যবহার না করলে বুঝতে পাবেন না এর আসল মজা। স্পেস টাইমের থ্রীডি ব্রাউজিং চমৎকার এক অভিজ্ঞতা।

তো বন্ধুরা, নতুন বছরে দারুন এই 3D অভিজ্ঞতা দিয়ে বছর শুরু করুন আর মজায় থাকুন।

ডাউনলোড করতে ও বিস্তারিত তথ্যের জন্যে এইখানে টোকা মারেন ......

Level 0

আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস