ফরমেট হয়েছে হার্ডডিস্ক? ফিরিয়ে আনুন সবটা!


সেভেন থেকে এক্সপিতে  ফিরে যেতে চাইল শ্রাবন্তি। আর তাতেই বিপত্তি। সেট আপ হওয়ার পর উইন্ডোজ বলছে আস্ত ৫০০ জিবি হার্ডডিস্ক ফরমেট না দিলে সে নাকি কোন ড্রাইভে  ঢুকতেই দেবে না! ফরমেট তো এক কিকে দেয়া গেল কিন্তু  সাড়ে সাত বছর ধরে জমানো সাধের মুভিগুলো যে হাওয়া। মনে হচ্ছে হারিয়ে যাওয়া বিয়ের গ্রুপছবিগুলো ফিরিয়ে দিলে বিনিময়ে ল্যাপটিই উৎসর্গ করে দিবে; ভাবে শ্রাবন্তি।

হ্যাঁ! আপনার, ভাইরাস্ড ফরমেট, ডিলেট হওয়া হার্ডডিস্ক, পেনড্রাইভ, মেমোরির  সব ফাইল ফিরিয়ে আনুন নিচের লিঙ্কে দেয়া মাত্র ৬.৫ এমবির সফটওয়ারটি দিয়ে। আমি আমার ফরমেট হওয়া  হার্ডডিস্ক ফিরিয়ে আনতে পেরেছি বলেই বলছি।
তবে এই ভার্সনটি ছাড়া অন্য অনেক পেইড ভার্সনও কাজ করে না; নিজে দেখেছি। সো নো চিন্তা জাস্ট প্লে!
link here       https://www.mediafire.com/?z2rga93c6dvzal3
কীভাবে চালাবেন?

1.সফটওয়্যারটি রান করার পর  ডিলেট/কম্পিট/পার্টিসন নামে তিনটি অপশন আসবে। যেটি দরকার সেটি  কিক করুন। কিছু সময় নেবে।

2.তারপর আপনাকে ড্রাইভগুলো বা পার্টিসন শো করবে। যেটি রিকভারি করতে চান সেটিতে কিক করুন।রিকোভারি দেয়ার পর দেখবেন নিচের ডায়ালগ বক্সটি  এসেছে। অবশ্যই আপনাকে বাম দিকের + চিহ্ন সম্বলিত লিংকগুলোতে কিক করে ফোল্ডার বা ফাইল সিলেক্ট করতে হবে। এভাবে   ইচ্ছেমত সিলেক্ট করে কোন একটি বড় সাইজের ফোল্ডারের সব ফাইলও রিকভার করতে পারেন আবার সময় বাঁচানোর জন্য কিছু ফাইল আনসিলেক্ট করতে পারেন।

3.এর পর নেক্সেটে কিক করলে আপনার ফাইলগুলো কোথায় গিয়ে সেভ হবে তার পাথ জানতে চাওয়া হবে। এবং যে ড্রাইভে (সি/ডি/ই ড্রাইভ) পর্যাপ্ত জায়যগা আছে সে ড্রাইভই সিলেক্ট করুন।

4.এরপর নেক্সট বাটনে কিক করলে আপনার হারিয়ে যাওয়া ফাইলগুলো ফিরে পাবেন বলে বিশ্বাস।
/মাসুম তোফা/

Level 0

আমি রানা সালেহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

@Tahmid Hasan এই **** ব্যান করার জন্য টেকটিউনসের দৃষ্টি আকর্ষন করছি. . .

Level 0

hae re takar Binimoye lekha kormoshuchi? ‘Tabikha’@ Tahmid

Level 2

এটা আমিও ব্যবহার করছি, প্রবলেম হচ্ছে শুধু ছবি ছাড়া আর বাকি ফাইল গুলির নাম দেখায় কিন্তু অপেন করলে অপেন হয়না। আর একটি প্রবলেম হচ্ছে- সকল 3জিপি একসাথে করে ফেলে, সকল এম পি 4 একসাথে ও সকল ডাট ফাইল একসাথে করে ফেলে।

    Level 0

    @Moyazzem:
    ota alada version/// apni ata tri korun . File asbena – ta hobe na inshallah,

আনেক ধন্যবাদ ভাই সফ্টওয়ারটা দেয়ার জন্য। আমি এটা ব্যাবহার করে আমার কিছু ভিডিও ফাইল ফিরে পেলাম।

Level 0

oo…kk thanks@ Almamun vi

Level 0

সুন্দর পোষ্ঠটির জন্য ধন্যবাদ

good post 😀