প্রথমবারের মতো তৈরী করলাম একটি হিন্দি মুভির বাংলা সাবটাইটেল, টিটির বন্ধুদের সাথে শেয়ার না করে কি পারা যায়? টিটির সকল বন্ধুদের উপহার 3 Idiots মুভির বাংলা সাবটাইটেল

সকলকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন।
আজকের টিউনে বলার বেশী কিছু নেই, সহজ কথায় হিন্দি মুভি 3 Idiots (2009) এর জন্য বাংলা ভাষায় একটি সাবটাইটেল তৈরী করেছি। যেটি টেকটিউনস্‌ এর সকল বন্ধুদের উপহার হিসেবে নিয়ে এসেছি। সাবটাইটেলটি ব্লুরে রিপের উপযোগী করে তৈরী করা হয়েছে যার সাইজ মাত্র, 73.88 কিলোবাইট।
সাবটাইটেল টি আপলোড করা হয়েছে জনপ্রিয় সাবটাইটেল ডাউনলোড করার ওয়েব সাইট সাবসিনে। টিটির যে বন্ধুরা আমার তৈরী করা এই সাবটাইটেল টি ডাউনলোড করে দেখবেন তাদের কাছে অনুরোধ থাকবে যাদের উক্ত সাইটে রেজিস্ট্রেশন করা আছে তারা অন্তত আমার এই সাবটাইটেল কে দেখার পর যদি যোগ্য মনে করেন তো অবশ্যই ভালো রেটিং দেবেন।

মুভিটি সম্পর্কে শুধু এটুকোই বলতে চাই একদিকে যেমন এটি প্রচন্ড কমেডিতে ভরপুর, অপরদিকে রয়েছে হৃদয় ছূয়ে যাওয়া কিছু ইমোশোনাল দৃশ্য। যা আপনাকে প্রচন্ড হাসির খোরক যেমন যোগাবে, তেমনি হৃদয়কে নাড়াও দিয়ে যাবে এটির আবেগঘন দৃশ্যগুলো। যাদের কাছে মুভিটি ডাউনলোড করা নেই তারা কিকএ্যাস টরেন্ট সাইট থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারেন।

এবার আমার তৈরীকরা বাংলা ভাষার সাবটাইটেলটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

নীচের টিউমেন্টস্ এ দেখলাম দুজন বন্ধু ডাউনলোড নিয়ে অভিযোগ জানাচ্ছেন। তাদের বলছি ডাউনলোড লিংক পুরোপুরি ঠিক আছে হয়তো কারো কারো কম গতির ইন্টারনেট কানেশনের জন্য মাঝে মাঝে সমস্যার মধ্যে পড়ছেন তার জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত। তবে ডাউনলোড লিংক নিয়ে পুরোপুরি নিশ্চিন্ত থাকতে পারেন, কারণ মাত্র 6 ঘন্টা পূর্বে এই সাবটাইটেলটি আমি আপলোড করেছি, ইতিমধ্যে ১৫৬বার এটি ডাউনলোড করা হয়ে গিয়েছে। তারপরও আপনাদের অসুবিধা সহায়ক সমাধান হিসেবে আমার ড্রপবক্স লিংকেও আপলোড করে দিলাম। কেউ সাবসিন থেকে নামাতে না পারলে আমার এখানে থেকে  ড্রপবক্স লিংকে ডাউনলোড করুন।

তাহলে উপরের ছবিতে দেখানো  বাটনে ডাউনলোড করে নিন মাত্র 73.88 কিলোবাইট ওজনের বাংলা ভাষায় করা সাবটাইটেলটি।

যদি মনে করেন যে এই সাবটাইটেলটি আপনার ফেসবুকে থাকা অন্যান্য বন্ধুদেরও কাজে আসতে পারে তাহলে টিউনের নিচে ফেসুবক লাইক বাটনে ক্লিক করার মাধ্যমে টিউনটি আপনার ফেসবুক টাইম লাইনেও পাবলিশ করে ছড়িয়ে দিতে পারেন বাংলা ভাষা ভাষী কোটি মানুষের মাঝে।

আপডেট! !!!!!!! মাত্র ২২ ঘন্টায় অলরেডি ৫০০ জন ডাউনলোড করে ফেলেছেন। আমি সত্যিই এতোটা ভাবিনি। আমি অভিভূত। তাই আপনিও নিশ্চিন্তে ডাউনলোড করে ফেলুন। আর ভালো লাগা মন্দ লাগা টিউমেন্ট করে জানান।

২২ ঘন্টায় ডাউনলোডের সংখ্যা ৫০০ জনের রেকর্ড ছাড়িয়ে গিয়েছে। তাই নিশ্চিন্তে আপনিও ডাউনলোড করে ফেলতে পারেন।

বাংলা সাবটাইটেল নিয়ে আরো আগ্রহ থাকলে লাইক দিয়ে পারেন ফেসবুকের বাংলা সাবটাইটেল পেইজে।

উৎস্বর্গঃ যার উৎসাহ উদ্দীপনায়, এবং অত্যন্ত ..... অত্যন্ত....আন্তরিক সহযোগীতায় সাবটাইটেল তৈরী করা শিখতে পারলাম সেই সায়মন এ্যালেক্স (ছদ্ম নাম) ভাই কে

Symon Alex

Level 2

আমি মোহাম্মদ খালিদ হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 1511 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

valo laglo

Level 0

page শুধু lodging হয়, download হয়না। অন্য কোন download link দেন।

    @roni99: উপরে বিকল্প ডাউনলোড লিংক হিসেবে ড্রপবক্স লিংক আপডেট করা হয়েছে। আশা করি এবার আর অসুবিধা হবেনা।

      Level 0

      @মোহাম্মদ খালিদ হোসাইন: ধন্যবাদ আপনার এমন উদ্যোগ নেওয়ার জন্য… জনপ্রিয় movie গুলোর বাংলা সাবটাইটেল থাকলে Movie দেখতে মজাই পাওয়া যেত অসাধারন…
      টিউনের জন্য ধন্যবাদ…

        @bdsharif: বাংলা ভাষাকে প্রযুক্তির প্রতিটি ক্ষেত্রে ছড়িয়ে দেয়ার দায়িত্বতো আমাদেরই!! তাইনা ভাই? আপনি আমি আমরা সবাই মিলে এগিয়ে আসলেই সেটি সম্ভব। মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ স্যার

এটা করা খুব সহজ । টিটি তে ইংলিশ সাবটাইলকে বাংলা বানানো নিয়ে টিউন হয়েছিল । By the way ধন্যবাদ ।

    @আশফাক আদিব: ভাই মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। তবে আপনার সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলা ভাষায় সাবটাইটেল তৈরী করাটা মোটেই কোন সহজসাধ্য কাজ নয়। আমি জানিনা “খুব সহজ” বলতে আপনি গুগল ট্রান্সলেটর ব্যবহার করে সাবটাইটেল তৈরী করাকে মিন করেছেন কিনা? যদি করে থাকেন তাহলে জেনে নিন, গুগল ট্রান্সলেটরের সাহায্যে বঙ্গানুবাদ করলে বাংলা ভাষায় যে কী বেহাল দশা হয় তা বিজ্ঞজন বলতেই অবগত। আর এটি গুগল ট্রান্সলেটরের সাহায্যে বানানো কোন ফালতু জিনিষ নয়। প্রতিটি ডায়লগ শুনে শুনে (ক্ষেত্র বিশেষে একাধিকবার), ডায়লটির তার জন্য সহজবোধ্য চলিত বাংলায় প্রাঞ্জল ভাষায় একটি ডায়লগ তৈরি করে বাংলায় টাইপ করতে হয়। একবার শুধু ভাবুন এই ছবিটিতে প্রায় ২১০০ এর উপরে ডায়লগ রয়েছে, তার সবগুলো ডায়লগ টাইপিং করাটা মোটেও সহজ সাধ্য কোন ব্যাপার নয়। তাছাড়াও আমি শুধু ডায়লগই নয়…. পাশাপাশি সিচুয়েশন গুলোও টাইপ করেছি। সিচুয়েশন বলতে যেমনঃ (বিমানের ভেতর বিদেশী ভাষার অনুষ্ঠান চলছে) কিংবা (ফারহানের কল) ইত্যাদি। তাছাড়াও যে ডায়লগ গুলো পর্দায় আমতা আমতা করে ডেরিভারী দেয়া হয়েছে সেগুলোও নিখূত ভাবে টাইপিং করার চেষ্টা করেছি। যেমনঃ বক্তৃতার স্পেস কি তুমি চেঞ্জ করেছিলে – আ…ম… হুম। সকল পরিশ্রম সার্থক হবে যদি টিটির বন্ধুদের এতো টুকোও কাজে লাগে তবে।

Page not found

    @Saifullah Reza: ভাই লিংক অবশ্যই ঠিক আছে কোন সন্দেহ নেই। নয়তো এই কমেন্টস্ লেখা পর্যন্ত ১৫৮ জন ডাউনলোড করতে পারতোনা।আপনি অনুগ্রহ পূর্বক আবার চেষ্টা করুন। এবারতো ড্রপবক্স লিংক ও দেয়া হয়েছে। এবার পারবেন আশা করি।

bhaia VLC media Player e Bangla font Show kore na.. Boxbox hoye ashe…. Parle Etar kono solution Den Plz…

    @nazmulsagor: আমি শুধু কপি পেষ্ট মারলামঃ
    প্রশ্নঃ কোন মিডিয়া প্লেয়ার দিয়ে বাংলা দেখব?

    উত্তরঃ ভাল হয় যদি আপনি Alshow, KMP, SPlayer কিংবা Media Player Classic ব্যবহার করেন.
    প্রশ্নঃ আমার তো VLC ছাড়া পেটের ভাত হজম হয় না, VLC জন্য সাবটাইটেল বানালে কি হত?

    উত্তরঃ ব্যাপারটা তা না। VLC এর ইউনিকোড সাপোর্টে প্রব আছে। বাংলা সাবটাইটেলের জায়গায় স্কয়ার বাক্স আসে, নতুন আপডেট আসলে VLC তে চেক করতে পারেন কিন্ত ততদিন অন্য প্লেয়ার ইউজ করুন.
    প্রশ্নঃ ভাই আমি KMP, Media Player Classic সব ট্রাই করেছি বাট বাংলা সাপোর্ট করলনা, এমন কেন হচ্ছে এর সমাধান কি?

    উত্তরঃ তাহলে মনে হচ্ছে আপনার পিসিতে “Siyam Rupali – সিয়াম রূপালি” বাংলা ফন্ট ইন্সটল করা নেই, তাহলে আপনি ফন্টটা ডাউনলোড করুন তারপর সেটা কপি করে কন্ট্রোল প্যানেলে যান তারপর “ফন্ট” এ গিয়ে সেটা পেস্ট করুন তারপর KMP তে প্লে করে দেখুন বাংলা আসে কিনা, “সিয়াম রূপালি” বাংলা ফন্ট ডাউনলোড লিঙ্ক – http://www.facebook.com/groups/banglasubtitle1/479438185484800/

nice aro subtitle koren

Level 0

অনেক ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর হইছে। সামনে এগিয়ে যান, সমালোচনা থাকবেই

থ্যাংকস

Thanks a lot….

ভাইয়া “চেন্নাই এক্সপ্রেস” এর বাংলা সাবটাইটেল করলে খুব খুশি হব, যাই হোক সুন্দর উদ্যেগ 😀

    @নাফিস রেজা: সাবটাইটেলের কাজ করাটা যথেষ্ট ধৈর্য্য ও সময় সাপেক্ষ ব্যাপার, ধৈর্য্য তো আমার আছে, কিন্তু সময়েরই বড় অভাবে আছিরে ভাই। সময় সুযোগ মিললে বিষয়টি মাথায় রইলো, মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

Level 0

ভাই হিন্দি ভাষা বুজতে তেমন কোন অসুবিদা হই না। dark night rises মুভি টার suntitle দিলে অনেক উপকার হত। anyway ভাল উদ্যোগ ভাইয়া চালিয়ে যাও।

    @emonffc: আপনি হিন্দি ভাষা বোঝেন সেটি ভালো কথা। কিন্তু সাবটাইটেলটি যে অনেকেরই কাজে লেগেছে তার এটির ডাউনলোডের সংখ্যায় বলে দিচ্ছে। এখন পর্যন্ত 610 জন ডাউনলোড করে ফেলেছে। টিউনে লক্ষ্য করুন বাংলা সাবটাইটেল নামক একটি পেজের লিংক দেয়া হয়েছে। ওখানে খোজ করুন, আপনার কাঙ্খিত মুভিটির বাংলা সাব টাইটেল যদি কেউ করে থাকে তো পেয়ে যাবেন।

Level 0

Nichar chobi tai hatar finger gulo oe vabe kora achan kano?

    @felu da: যেহেতু আপনি একজন ডিটেকটিভ তাই রহস্যটা খুজে বের করে ফেলুন কেন আঙ্গুলগুলো ওমন ভঙ্গিমায় আছে। 😉

Level 0

এখানে হইত অনেক ভাইয়েরা জানেন না যে এখন প্রতিনিয়ত ইংলিশ মুভির বাংলা সাব অনুবাদ করা হচ্ছে… তাই বিদেশি মুভি দেশি ভাষাই দেখতে এখনি এই গ্রুপ এ জয়েন করুন আর পেয়ে যান ধারুন সব মুভির বাংলা সাব টাইটেল—https://m.facebook.com/groups/470473863047899

Level 0

vai chobir drisser sathe subtitle milche na.ki korbo?

    @Milon: সুন্দর প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। প্রতিটি সাব টাইটেলই একটি নির্দিষ্ট প্রিন্টের উপযোগী করে তৈরী করা হয়। আর উক্ত প্রিন্ট ব্যতীত অন্য প্রিন্টের সাথে ঐ সাবটাইটেলটি ম্যাচ করেনা। এই সাবটাইটেলটি তৈরী করা হয়েছে ব্লুরে 720পি এবং ব্লুরে 1080পি প্রিন্টের উপযোগী করে। আপনার কাছে থাকা মুভিটি নিশ্চয় ব্লুরে রিপ প্রিন্ট নয় তাই ব্লুরে রিপ প্রিন্ট টি ডাউনলোড করে নিন। আর যদি ঢাকা থেকে থাকেন তো আমার কাছে চলে আসুন পেনড্রাইভ নিয়ে।

Level 0

খালিদ ভাই অনেক ব্যস্ততার মাঝে এত সুন্দর একটা টিউন উপহার দোওয়া জন্য অনেক ধন্যবাদ।

    @azizur1984: একজন অন্তত্য বিশ্বাস করেছে জগতে যে এই একটি মাত্র সাবটাইটেল তৈরী করতে আমাকে কতোটা আত্মত্যাগ করতে হয়েছে। সকল কষ্টই সার্থক হবে আপনাদের কাজে লাগলে।

কিভাবে সাবটাইটেল বানাবো তা বললে বেশ উপকার হতো ।

    @শাহাদাত হুসাইন: সাবটাইটেল তৈরি করা খুবই সহজ কাজ আমি আগামীতে এটি নিয়ে একটি টিউন করবো। আর আপনি টিউনের নিচে দেয়া ফেসবুক গ্রুপে যোগ দিন ওখানে সব বিস্তারিত বলা আছে।

এটা কিভাবে ব্যবহার করব ?