নিয়ে নিন সুন্দর একটি রিমাইন্ডার, আপনাকে আর কিছুই মনে রাখতে হবেনা সব আপনার কম্পিউটারই মনে করিয়ে দিবে।

সুপ্রিয় পাঠকবৃন্দ আশা করি ভাল আছেন। আবারও আপনাদের মাঝে চলে এলাম। কি করবো? না এসে যে থাকতে পারি না। আসলে আমার কেন মনে হয় টিউন্স করাটাই একটা নেশা!! আপনাদের কি মনে বলতে পারিনা। তবে আমার কাছে নেশার মতই মনে হয়। কারণ কোন বিষয় মাথায় আসলে আর স্বস্থিতে থাকতে পারিনা যতক্ষণ না ওটা লিখে আপনাদের মাঝে শেয়ার করি। যাক অনেক কথা বলে ফেললাম। এবার আসি মূল কথায়। আসলে রিমাইন্ডারটা কিন্তু আমাদের খুবই দরকার। যেমন ধরুন অমুকদিন আপনার গার্ল-ফ্রেন্ডের বার্থ-ডে অথচ আপনি ভুলে গেলেন, ফলাফল কিছু কর্কট কথা শুনে ফেললেন। এরকম অনেক কাজই আপনি মনে রাখতে পারেন না। তাই এ সমস্যাটির জন্যই আমার আজকের পোষ্ট। প্রথমে এখানে ক্লিক করে সফ্টওয়্যারটি নামিয়ে নিন। তারপর ইন্সটল করে অপেন করুন। নিচের মত দেখবেন.........................

আপনি new task এ ক্লিক করুন নিচের মত দেখবেন..................................

এবার আপনি description এর ঘরে আপনার ডেসক্রিফশন লিখুন। যেমন লিখলেন শুভ জন্মদিন। category তে আপনার ডেসক্রিফশনটি যে বিষয়ে সে কেটাগরি সিলেক্ট করে দিন। তারপর date এর ঘরে ডেট টাইম ঠিক করে দিন মানে যে দিন আপনাকে মনে করিয়ে দেওয়া দরকার সে তারিখটি দিন এবং সর্বশেষ save & close এ ক্লিক করে বেরিয়ে আসুন। ব্যাস এবার আপনার সিলেক্ট করে দেওয়া সময, তারিখে অটোমেটিক ওটা আপনাকে মনে করিয়ে দিবে।

তাহলে আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

ভাল লাগলে অবশ্যই জানাবেন.............................

আমার ব্লগে এরকম আপনার জন্য আরো অনেক কিছু রয়েছে............................

Level 0

আমি kamrulbhuiyan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 407 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি খুবই সাধারন একজন মানুষ, কিছুই করিনা, মাঝে মাঝে ব্লগে লিখালিখি করি, আর অন্য সময় খেলাধুলায় ব্যাস্ত থাকি.....।।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

সম্প্রতি আমার এক বন্ধুর জন্মদিনে উইশ করতে ভুলে গিয়েছিলাম তাই বকা শুনতে হয়েছে। কিন্তু এবার থেকে আর শুনতে হবে না। আপনাকে অনেক ধন্যবাদ। 😀

কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ……….

Level 0

Download hoina