নিয়ে নিন মোবাইল এবং কম্পিউটার এর জন্য দুটি বাংলা ক্যালেন্ডার সাথে একটি ফ্লাশ ফাইল

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।


আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম ছোট দুটি বাংলা ক্যালেন্ডার নিয়ে একটি পিসির জন্য অপরটি আপনার Android মোবাইল এর জন্য। আশা করি এটা আপনাদের ভাল লাগবে।

১। কম্পিউটার এর জন্য বাংলা ক্যালেন্ডার, এই ক্যালেন্ডারে মাধ্যেমে আপনি প্রতিদিনের বাংলা বর্ষের তারিখ দেখতে পাবেন।

২। Android মোবাইল এর জন্য বাংলা ক্যালেন্ডার, এটাও একই কাজ প্রতিদিনের বাংলা বর্ষের তারিখ দেখতে পাবেন।

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন, সাইজ মাত্র 6.66 মেগাবাইট

৩। বাংলা ক্যালেন্ডার এর সুন্দর একটি ফ্লাশ ফাইল ডাউনলোড করতে এখানে ক্লিক করুন, সাইজ মাত্র ৬২ কেবি

ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত,
আল্লাহ হাফেজ।

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ আমার সফটওয়্যারটি শেয়ার করার জন্য. আগেও আমি সফটওয়্যার নিয়ে পোষ্ট করেছিলাম . Link https://www.techtunes.io/bangla-computing/tune-id/205387
এটা আমারই তৈরী

    @আনিছুর রহমান: অনেক সুন্দর আপনার সফটি @ আর আনিস ভাই আমার কম্পিউটার দোকানের জন্য কোন হিসাব নিকাশের কোন সফট আপনার কাছে আছে, অথ্যা একটি হিসাব নিকাশের সফট খুব প্রয়োজন আপনার কাছে থাকলে জানাবেন। ধন্যবাদ

      @হোছাইন আহম্মদ: আমার কাছে আছে অন্য দোকানের জন্য কস্টমাইজ করা। আপনার দোকানের জন্য লাগলে আমার সাথে যোগাযোগ করে আপনার রিকোয়ারমেন্টস জানান।

valo hoice…. apnar sob post amar valo lage.