ডাউনলোড করুন ইমেইল চেকিং এর জন্য চরম একটি সফটওয়্যার!

Level 7
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

————————–— بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ————————–—

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, সবাইকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার প্রথম টিউন শুরু করছি।

অনেক দিন আগে থেকেই আমি টেকটিউনসের নিয়মিত ভিজিটর। ব্রাউজার ওপেন করে প্রথমেই আমি টেকটিউনসে আসতাম। টেকটিউনস ছাড়া সব কিছু কেমন অচল মনে হতো। একদিন যদি টেকটিউনসে না আসতাম তাহলে মনে হতো কী যেন মিস করছি। সেই শুরু থেকে আজ পর্যন্ত টেকটিউনস থেকে আমি অনেক কিছুই জানতে পারছি কিন্ত কিছুই জানাতে পারিনি। তাই একটা কৃতজ্ঞতাবোধ থেকে আজকের এই টিউন করা। তবে জীবনে প্রথম টিউন তাই ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। তথ্য প্রযুক্তির এই যুগে ইমেইল এক আশির্বাদ। আমরা তাই বিভিন্ন প্রয়োজনে প্রতিনিয়ত ইমেইল ব্যবহার করে থাকি। কোনদিন ইমেইল চেক না করতে পারলে মনে হয় আমাদের দিনটাই ‍বৃথা। কিন্তু আমরা যখন জিমেইল বা অন্য কোন সাইট এ লগিন করি তখন লগিন হতে অনেক সময় লাগে। আর যাদের ইন্টারনেট স্পিড কম তারা হয়তো অনেক সময় লগিন করতেই পারেন না। এই সমস্যা সমাধানের জন্য আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করবো ইমেইল চেকিং এর জন্য চরম একটি সফ্টওয়ার। এর নাম মজিলা থান্ডার বার্ড। ইন্টারনেট স্পিড কম থাকলেও এটি দিয়ে অনায়াসে আপনি মেইল চেক করতে এবং পাঠাতে পারবেন।

ডাউনলোড

যদি সফটওয়্যারটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিচের ডাউনলোড লিংক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।

মজিলা থান্ডার বার্ড ডাউনলোড করতে এখানে ক্লিক করুন | সাইজ ২২ মেগাবাইট মাত্র

আপনি যদি সফলভাবে সফটওয়্যারটি ডাউনলোড করে থাকেন তাহলে তারপর স্বাভাবিক নিয়মে ইনস্টল করে আপনার ইমেইল এড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগিন করুন। আপনার কাজ শেষ। এরপর মজিলা থান্ডার বার্ড ওপেন করলেই আপনি আপনার মেইল গুলো দেখতে পারবেন।

টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। আর আপনাদের যাদের টেকটিউনসে একাউন্ট নেই তারা আমার ব্যক্তিগত ফেসবুক পেজ লিংক থেকে আমার টিউনে টিউমেন্ট করতে পারবেন। পেজে লাইক দিয়ে আমার সকল টিউন বিষয়ে আপডেট থাকুন। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।

আপনাদের সাহায্যার্থে আমি আছি-

ফেসবুক | টুইটার | গুগল-প্লাস

Level 7

আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 158 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আচ্ছা…দেখি কাজে দেয় কি না ?

Level 0

niice post

ভাই আপনার প্রথম টিউন তা দেখলাম ।