PSD to HTML এর আরেকটি চরম বই!!…বইটির দাম ১৯ ডলার মাত্র!!….কিন্তু আপনারা পাচ্ছেন ফ্রি!!!

PSD to HTML এর আরেকটি চরম বই !!!!

লেখক জেফারি ওয়ে, প্রকাশক রকেবল প্রেস

PSD to HTML এর আরেকটি চরম বই !!!!......লেখক জেফারি ওয়ে, প্রকাশক রকেবল প্রেস

বইটির দাম ১৯ ডলার মাত্র !!.... কিন্তু আপনারা পাচ্ছেন ফ্রি !!!

বইটির পৃষ্ঠা সংখ্যা- 144, ভাষা- ইংরেজী এবং বইটির সাইজ ৮এমবি প্রায়।

যারা ইংরেজীতে দুর্বল তাদের জন্যও সুবিধা হবে দুইটি, এক আপনি ইংরেজীটা চর্চা করতে পারবেন আর দ্বিতীয় PSD to HTML কনভার্শনের উপর একটি বই যার

মাধ্যমে ফটোশপ থেকে পরিপূর্ণ HTML/CSS কনভার্শনের পুরু প্রক্রিয়াটাই ধাপে ধাপে শিখতে পারবেন।

HTML/CSS সম্পর্কে যাদের নূন্যতম ধারণা আছে এবং যারা প্রফেশনালদের মত পিএসডি টু এইচটিএমএল কনভার্শন শিখতে চান তাদের জন্যে এই বইটি খুব কাজে আসবে আশা করি।

প্রফেশনাল ওয়েব ডিজাইনে বইটি কাজে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত যদি বুঝে পড়তে পারেন এবং সে অনুযায়ী চর্চা করতে পারেন তবে পিএসডি টু এইচটিএমএল এবং ওয়েব ডিজাইন নিয়ে আর কারো কাছে দৌড়াতে হবে না, আপনিই বুঝবেন কিভাবে কি করা যায়।

এই বইয়ে যা যা পাবেনঃ

  1. কাষ্টম ফন্টের ব্যবহার
  2. ব্যকগ্রাউন্ড রিপ্লেসমেন্ট এবং স্প্রাইট জেনারেশন এর মত টেকনিকগুলো কিভাবে ব্যবহার করবেন
  3. পিএসডি স্লাইস করার অনেকগুলো মেথড.
  4. অ্যাবসোলিউট এবং রিলেটিভ পজিশনিং এর পার্থক্য
  5. সিমেন্টিক মার্ক আপ তৈরী করা
  6. সিএসএস ৩ এর ব্যবহার
  7. ইন্টারেক্টিভিটি যোগ করতে জেকোয়েরী লাইব্রেরীর ব্যবহার
  8. পাবেন আরো অনেক কিছু।


বইটির ডাউনলোড লিঙ্কঃ     https://copy.com/wG3pw74gBBP4

এরকম আরো মজার মজার জিনিস পেতে আমাদের ফেসবুক পেজ >> M.H. Soft Ltd. <<এর সাথেই থাকুন।

Level 0

আমি saiful.dreamland। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

ধন্যবাদ , দারুন জিনিশ দিলেন ভাই। ( তবে বাংলা হইলে ভালো হত ! )

    rabiul islam ভাই…..আপনাকেও ধন্যবাদ…

Thanks for share.

আপনাকেও ধন্যবাদ…..

Level 2

Download dilam. Ah! Asholei khub valo lagse. Thanks dear.

    @farhadjoy:আপনাকেও ধন্যবাদ জানাই….