সবাইকে সালাম ,আশা করি সবাই ভাল আছেন
ইতিপূর্বে আমি কয়েকবার বাংলা সাবটাইটেল নিয়ে টিউন করেছিলাম, আর আমি আনন্দিত যে আপনারা আমার কাজ পছন্দ করেছেন, আপনাদের ভালবাসা আর সহযোগিতায় আজ আমি ৩০টি মুভির বাংলা সাব করতে পেরেছি, আশা করছি আগেরগুলোর মত আমার নতুন কাজগুলো আপনারা অনেক পছন্দ করবেন।
উপরে শুধু নতুন বাংলা সাব করা মুভিগুলোর নাম লিখেছি, আর আমার করা সমস্ত মুভির বাংলা সাবটাইটেলের লিস্ট দেখতে এবং ডাউনলোড করতে এই লিঙ্কটা ফলো করুন http://subscene.com/u/772726 , আর যদি বিস্তারিত ভাবে লিস্ট আকারে দেখতে চান তাহলে এই লিঙ্কটা ফলো করুন http://on.fb.me/19PusBh
যারা VLC ব্যবহার করেন তাদেরকে জানাচ্ছি যে দয়া করে বাংলা সাব VLC তে ওপেন করবেন না কারণ VLC তে বাংলা লেখা আসবেনা শুধু কোয়েশ্চন মার্ক/বক্স আসবে তাই অনুরোধ রইল অন্য যেকোন প্লেয়ার ব্যবহার করুন তবে KMP সাজেস্ট করব, KMP না থাকলে এই লিঙ্কটা থেকে ডাউনলোড করে নিন http://bit.ly/pe3jr এবং যদি KMP তেও বাংলা ফন্ট না আসে তাহলে নিশ্চয়ই আপনার পিসিতে "সিয়াম রূপালি" বাংলা ফন্ট নেই, "সিয়াম রূপালি" বাংলা ফন্ট ডাউনলোড করুন http://on.fb.me/1949k9l
আর প্লিজ কেউ আমার সাবগুলো নিজের বলে অন্য কোথাও শেয়ার করবেন না, যদি করতে চান তাহলে অনুমতি নিতে হবে আর যদি তারপরেও আইন ভঙ্গ করতে চান তাহলে আমিও আইনের সাহয্য নিতে বাধ্য হব, ধন্যবাদ।
আমার কাজের নিয়মিত আপডেট পাওয়ার জন্য জয়েন করুন আমার ফেসবুক গ্রুপে http://on.fb.me/1663pUn
আমি alex007। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
😛 😀