খুব সহজেই পরিবর্তন করে নিন আপনার হার্ড ডিস্ক ড্রাইভ এর আইকন(মাত্র 877.93 কেবি এর সফট দ্বারা)

আসসালামুয়ালাইকুম, আশা করি সবাই খুব ভাল আছেন, আমিও ভাল আছি। আজকে আমি আপনাদের সাথে ছোট্ট কিন্তু কাজের সফটওয়্যার শেয়ার করছি নামঃ "Hard drive Icon Changer"।যেহেতু সফটটি ছোট,তাই লিমিটেড নেট ব্যবহারকারীরাও কোনরকম চিন্তা না করেই ডাউনলোড করে দেখুন, খুব কাজের সফট কি না!

আমরা যারা হার্ড ড্রাইভ এর আইকন পরিবর্তন করতে চাই তারা সাধারণত অটোরান এর মাধ্যমে পরিবর্তন করি। এর মাধ্যমে করতে অনেক কষ্ট করতে হয়। কারণ প্রথমে একটা টেক্সট ডকুমেন্ট খুলতে হয়,কোড লিখতে হয়,আইকন এর নির্দিষ্ট নাম দিতে হয় দিতে হয়,ডকুমেন্ট এর নাম পরিবর্তন করতে হয়,পিসি রিস্টার্ট করতে হয়... আরও নানা ঝামেলা আছে। কিনতু এই সফট এর সাহায্যে সুধু ড্রাইভ টি(যার আইকন বদলাবেন) সিলেক্ট করে আইকন সিলেক্ট করে অ্যাপ্লাই করলেই শেষ। কোন রিস্টার্ট এর দরকার-ও নেই। আর এর সাইজ মাত্র 877.93 কেবি। তো দেরি না করে ডাউনলোড করে নিন। ব্যবহার খুব সহজ। আশা করি সবাই খুব ভালোভাবেই পারবেন।

কিছু আইকন ডাউনলোড এর সাইটঃ http://www.iconarchive.com/

http://www.iconspedia.com/

http://www.iconfinder.com/

এছাড়া এই লিঙ্ক দেখুন :https://www.google.com.bd/search?q=icon+site&oq=icon+site&aqs=chrome.0.69i57.6219j0&sourceid=chrome&ie=UTF-8

আপ্নারা যদি ডিফ্লট আইকন এ ফিরে জেতে চান তাহলে সারচ করে অই আইকন ডাউনলোড করে সেট করতে হবে । আর ডিফল্ট আইকন এই সাইট গুলতেই পাওয়া যাবে।

পুরবে আমার ব্লগে প্রকাশিতঃ

Level 2

আমি Unkn0wn। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 511 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তথ্য প্রযুক্তি পছন্দ করি। আইসিটি ডিভাইস এর সাথে সর্বক্ষণ থাকতে চেষ্টা করি। এইতো আর কি!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ager bosthay fire jabo kivabe?