মাউস চাপতে চাপতে হাত ব্যাথা? থামেন, এবার মাউসই আপনার সকল ক্লিক করে দিবে নির্দ্দিষ্ট জায়গায়।

আমরা যারা ইন্টারনেট/গেমস/ক্লিক পাগল মানুষ তাদের সারা দিনই কেটে যায় পিসি বা ল্যাপটপ এর সামনে। আর এই সারা দিনই নানা কারনে আমাদের অগনিত মাউস দিয়ে ক্লিক করে যেতে হয়। অনেক সময় এত ক্লিক করতে আর ভাল লাগে না। তখন এর কোন বিকল্প না থাকায় আমরা এর বেশি কিছুই করতে পারি না।

কিন্তু আজ থেকে আর আপনার কষ্ট করে ক্লিক করতে হবে না। এমন এক সফটওয়্যার এর সন্ধান দিব যা নিজে নিজেই আপনার ক্লিক করে দিবে। তো দেখে নিন সফটওয়্যার টার রিভিউঃ

সফটওয়্যার টির নামঃ Cok Free Auto Clicker

ছবিঃ

সতর্কতাঃ আপনি যদি Windows 7 or Vista User হন তবে সফটওয়্যার টি ডাবল ক্লিক করে ওপেন করবেন না, "Run as Administrator" ভাবে ওপেন করবেন। আর XP ব্যবহার কারী রা সাধারণ ভাবে ওপেন করলেই চলবে।

নিয়মাবলীঃ

1. Set simulate click:left click or right click;
2. Set time interval of click;
3. Set start&stop hotkey, default hotkey is Ctrl + D, you can modify it to any key that you like;
4. Set auto run on windows startup. If you tick this option on, software will start automatically when computer start up.
5. Set auto minimize to tray. When this software start up, it will minimize to tray automatically.

ডাউনলোড লিঙ্কঃ এখানে ক্লিক Or www.coksoft.com/down/autoclicker_setup.exe করেন।

সকলের সুবিধার্থে বলছি এই সফটওয়্যার টি সেট করতে প্রথমেই কত সেকেন্ড পরে পরে ক্লিক দিতে চান তা উপর থেকে সেট করে Modify বাটনে ক্লিক করে Minimize করে দিন, এবার যে যে জায়গায় আপনি ক্লিক করাতে চান সে জায়গায় মাউস রেখে Ctrl+D চেপে দিন আর এবার দেখুন মাউস অটো ক্লিক শুরু করে দিছে। আপনি চাইলে ক্লিক টাইম কমাতে বা বাড়াতেও পারবেন।

তো আজ থেকে যারা ক্লিক করে আমার মত হাত ব্যাথা করে ফেলছেন তারা একটু হলেও রেহাই পাবেন। আমি Twiends এ ফলোয়ার বাড়াতে অনেক মজা পাচ্ছি সফটওয়্যার টা ইউস করে।

ভুল হলে ক্ষমা করবেন আর পূর্বে এ ধরনের টিউন হলে তা আমার জানা নেই তাই মাফ চেয়ে নিলাম।

সময় পেলে অব্যশই আমার ব্লগ ঘুরে আসবেন, অনেক নতুন নতুন মুভি, সফটওয়্যার ও গেমস অ্যাড করা হয়েছে। আমার ব্লগ Free Download ZOne

Level 0

আমি প্রতিবাদী ছেলে। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 188 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কি বলব, আমার সম্পর্কে তেমন কিছুই বলার নাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার পছন্দের জায়গাতে না ক্লিক করে অন্য জায়গাতে ক্লিক করে।

    @খাঁন রোজেন: আপনি যেখানে ক্লিক করাতে চান সেখানে মাউস রেখে জাস্ট Ctrl+D চেপে দিন, ভুলেও মাউস নাড়াবেন না ক্লিক করার সময়।

মাউসে ক্লিক করতে ১ টা বাটনে চাপ দিতে হয় । আর এটা করলে ২ টা দিতে হয় । কি দরকার এটা

    @টিপসটিউন ডট কম: কি সব আজগুবি কথা বলছেন? কোন কোন গেমস (House of Dead/1/2/3) খেললে মাউসের ১২ টা বাজে আর সেই জায়গায় শুধু একবার Ctrl+D চেপে দিলে মাউস অটো ক্লিক করা শুরু করে ফলে আপনার আর ক্লিক করা লাগবে না।

vai arokom akta kajer software share korar jonno apnake onek onek dhonnobad! amar to click korte korte shudhu mouse kharap hoye jai aibar hoi to 2-3 bochor jete pare!