অপেরা ফিরে আসলো এবার অন্য রুপে

আসসালামু আলাইকুম, আমার মনে হয় দীর্ঘ দিন আমার মতো আপনারা অপেরা থেকে দূরে সরে গিয়েছেন। তাই অপেরা এবার অন্যভাবে আমাদের ধরা দিয়েছে। অপেরা এবার নিয়ে এল নতুন কিছু ফিচার, যা আগে ছিল না। এমন কি এর setting tap  ও পরিবর্তন করা হয়েছে।\

* Speed Dial: এর মাধ্যমে আপনার ভাল লাগা যে কোন পেজ save করে রাখতে পারবেন, যা আপনাকে tumblle আকারে দেখাবে.

* Stash: এটা হল নতুন একটা ফিচার,  কোন পেজ এখন পড়তে ইচ্ছে করছে না, পরে পরবেন, নো টেনশান,  সেটাকে আপনি save করে রাখতে পারবেন খুব সহজে। যা পরে off line mode এ পড়তে পারবেন। এর জন্য আপনাকে যা করতে হবে, যে পেজ save করতে চান, প্রথমে সেটা খুলে Address bar এর ডান পাশে একটি love চিহ্ন রয়েছে, সেখানে চাপতে হবে। পেজটা দেখতে চাইলে উপরের ছবির মতো ২ নং চাপতে হবে।

আমার মতো যাদের  Slow Internet Speed, তদের জন্য রয়েছে একটি নতুন অপশন ,  Opera menu>Off-Road mode টিক দিতে হবে, দেখুন ইন্টারনেট কতো ফাস্ট।

এছাড়াও Opera Start page এ রয়েছে দ্রুত সার্চ করার সুবিধা।  আশা করি আপনাদের ভাল লাগবে।

আর অপেক্ষা কেন, আসুন তারাতারি ডাউন লোড করি ৩০ মেগাবাইট এর অপেরা ১৫.

http://get.geo.opera.com/pub/opera/desktop/15.0.1147.153/win/Opera_15.0.1147.153_Setup.exe

 

Level 0

আমি তাজুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 119 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রযুক্তিকে ভা্লবাসি


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অপেরার এই নতুন ভার্সনে বাংলা লেখা ভাংগা ভাংগা আসে প্লিজ হেল্প ।

কই, আমার তো ঠিক ভাবেই আসে, আপনি কি এক্সপি ব্যাবহার করেন? তাহলে অভ্র setup বা Icomplex http://paimages.prothom-alo.com/fontfiles/iComplex_3.0.0.exe setup করতে পারেন।
এবং Vrinda font http://paimages.prothom-alo.com/fontfiles/vrinda.ttf সেট করে দেখতে পারেন।

opera link kaj kore na ….