আপনার Smart Phone নেই কিন্তু কম্পিউটার আছে ।কম্পিউটারে “Tango” Download করে কথা বলুন, Smart Phone ওয়ালা বন্ধু/পরিচিত জনদের সাথে ।

কেমন আছেন সবাই ? আজ আপনাদের জন্য আমি পূর্বের মতো আবারো Tango নিয়ে হাজির হলাম । আমার পূর্বের Tango নিয়ে যে টিউনটি ছিলো, সেটি ছিলো শুধুমাএ বিশেষ করে কিভাবে আইফোনে Tango Download এবং Setting করা যায় । আর আজ যে টিউনটি, সেটি আমার iphone/ipad,Android,Windows phone,PC or Laptop ব্যবহারকারী বন্ধুদের জন্য ।কারন আমার অনেক নকিয়া ব্যবহারকারী ভাইরা ভাবছেন আমরা মনে হয় Tango use করতে পারবো না । ভাবনাটা সত্যিই বটে তাদের জন্য যাদের এখনো Nokia lemo অর্থাৎ Windows ফোন নেই । আর যাদের Windows phone অথবা Smart phone নেই কিন্তু pc/Laptop আছে তারা এখান থেকে Download করে নিন । আর তদের জন্যই আমার আজকের এ টিউন । আর যাদের iphone/ipad,Android phone,Windows phone আছে এবং আপনার Pc/laptop আছে , তারাও এখান থেকে Download করে নিন । এবং আপনার মোবইলে যে মোবাইল নাম্বার এবং ইমেইল দিয়ে রেজিস্টার করেছিলেন এখানেও ওই মোবাইল নাম্বার,ইমেইল দিয়ে Submit করুন । তবে Pc/Laptop এ রেজিস্টারের সময় ভেরিপাই করতে হয় । আর তার জন্য আপনার মোবাইলে ভেরিফাই কোড দিবে এবং সে কোড দিয়ে ভেরিফাই করে নিন ।অনেক সময় দেখাযায় কোড সাথে সাথে না ও আসতে পারে কিন্তু ধৈয্য ধরতে হবে কোডটির জন্য তবে নিরাশ হবার কোন প্রয়োজন নেই দু-একদিন অথবা তার বেশী সময়ও প্রয়োজন হতে পারে । কিন্তু ভেরিফিকেশন কোড আসবেই ।

নিচের ছবিতে Click করে আপনার যে ডিভাইসের জন্য Download করা প্রয়োজন , করে নিন :-


➡ Tango তে সবছেয়ে মজার ব্যাপার হলো এটিতে Facebook-এর মতো আপনী অপরিছিতদের বন্ধু বানাতে পারবেন এবং সে কতো কিলোমিটার দূরে আছে তাও এখানে চলে আসবে ।তার জন্য Make Friends Nearby -তে পেয়ে যাবেন ।
এবং ঐ বন্ধুকে Friend Request অর্থাৎ Invite Message না দিয়েও ফোন অথবা message পাঠাতে পারবেন ।
➡ তবে এটির যতো ধরনের সুবিধা আছে আমি আমার পূর্বের টিউনে বলেছি ।প্রয়োজনে ওখান থেকে যেনে নিতে পারেন ।

Level 0

আমি Md.Younus Miah। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 51 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি প্রবাসে (Saudi arabia) থাকি । একটি কোম্পানীতে Manager এর দায়ীত্বে আছি, তাই আমি অন্য টিউনারদের মতো টেকটিউনস এ সময় দিতে পারিনা । তবে আমি টেকটিউনসকে অনেক ভালোবাসি তাই টিউন না করার মতো সময় না থাকলেও প্রতিদিন একবার হলেও ভিজিট করি । সবাইর উৎসাহ পেলে আমি ভবিশ্যতে আশাকরি আপনাদের ভালো...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর টিউন, ধন্যবাদ। ।