Wallpaper দিয়ে ইসলাম চর্চা করুন

আসসালামু আলাইকুম। আমি ইসলাম ভালোবাসি এবং ইসলাম কে মানতে চাই। কুরআন এবং নবী (সাঃ) প্রদত্ত হাদিস সমুহ হচ্ছে ইসলাম মানার প্রথম শর্ত। ব্যাক্তিগত ভাবে আমি অনেক হাদিস পড়ি। কিন্তু পড়ার কিছুদিন পরেই সব ভুলে যায়। কিন্তু ইসলাম কে পুরোপুরি মানতে হলে জানতেই হবে। আমি আমার নিজের জন্য একটি কৌশল অবলম্বন করেছি এবং বিশ্ময়কর সুফল পেয়েছি।

·         জান্নাতে কি হবে?

·         পাঁচশত হাদীছ

লিংক গুলোতে কিছু বাংলা হাদিস Wallpaper আকারে আছে যা আমি আমার কম্পিউটারের Desktop এ Wallpaper আকারে সেভ করে রেখেছি। এগুলো ১মিনিট পর পর পরিবর্তন হতে থাকে এবং জানা হাদিসগুলো বারবার বিভিন্ন সময়ে আমার চোখের সামনে ভাসতে থাকে। আমার বিজ্ঞ বন্ধুরা ইচ্ছে করলে তাদের কম্পিউটার(W7/W8)এর থিম কাস্টমাইজ করে আমার মত Wallpaper এর মাধ্যমে ইসলাম চর্চা করতে পারেন। দাওয়াতের অংশ হিসেবে এবং সওয়াব পাবার আশায় আমি আমার কৌশল টি টিউন আকারে প্রকাশ করলাম। টিউন/লিংকগুলো যে কেউ copy/paste বা নিজের নাম ব্যাবহার করে যে কোন ব্লগে প্রকাশ করতে পারে।

Level 0

আমি ফ্রীল্যান্সার তমাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

thank you

আমার উইন্ডোস 7 টি এক্টিভ করতে পারছি না। টেকটিউনসের টিউন গুলির এক্টিভেশন লিংক গুলি কাজ করছে না।

আমাকে কেউ নতুন করে একটি লিংক দিবেন কি? যাতে আমি আমার উইন্ডোস 7 টি জেনুইন করে চালাতে পারি।

ডাউনলোড করে দেখি। 🙂
ধন্যবাদ ভাই।

সুন্দর,

Level 0

সুবহানাল্লাহ। ধন্যবাদ।

সুবহানাল্লাহ। ধন্যবাদ।