ডাউনলোড জোন [১ম পর্ব] :: ডিলিট হওয়া ফাইল ফিরিয়ে আনুন সহজেই

আসসালামুওয়ালাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আমি আমার "ডাউনলোড জোন" চেইন টিউন এর প্রথম পর্ব শুরু করছি।

রিকভারি সফটওয়্যার এর সাথে আমরা সবাই কমবেশী পরিচিত। কোন ফাইল ডিলিট হয়ে গেলে তা আবার পুনরায় ফিরিয়ে আনার জন্য রিকভারি সফটওয়্যার এর প্রয়োজন হয়। ফাইল রিকভার করার জন্য অনেক সফটওয়্যার পাওয়া যায়, তবে সব সফটওয়্যার সমানভাবে ফাইল রিকভার করতে পারে না।

একদিন আমার ছোট ভাই আমার কম্পিউটারের একটা গুরুত্তপূর্ন ফাইল ডিলিট করে ফেলে। আমি রীতিমত রেগে যাই। পরে আমার মাথায় ফাইলটা রিকভার করার চিন্তা আসে। কিন্তু আমার কাছে যে ডাটা রিকভারি সফট ছিলো তা দিয়ে আমি কোনো মতেই ফাইলটা ফেরত পাইনা। তার পরে অনেক নেট ঘেটে এই রিকভারি সফট টা পাইলাম। আমার মনে হয় ফ্রী সফটওয়্যার গুলোর মধ্যে এইটাই শ্রেষ্ঠ।

প্রথমে সফটওয়্যারটা নিচ থেকে ডাউনলোড করুন!

>>>>> ডাউনলোড <<<<<

তারপর ইন্সটল করে স্কান করুন। সবথেকে ভালো ফলাফল পাবেন যদি ডীপ স্কান করেন।

সবুজ কালারের ফাইলগুলো কোনো রকমের ক্ষতিগ্রস্ত হয়নি, আর লাল রঙের ফাইলগুলো ওভাররিটেন তাই সামান্য খতিগ্রস্থ।

Level 0

আমি এস কে মিরাজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 482 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি এস কে মিরাজ। আমি একজন ছাত্র এবং পাশাপাশি একজন ফ্রীল্যান্সার । আমি ভিডিও এডিটিং , ভি এফ এক্স , গ্রাফিক্স ডিজাইন ইত্যাদি কাজ করে থাকি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ!!!