সফটওয়্যার জোন (২য় পর্ব) :: মাথা কই গেল!!!

ও মা রে! মা!! গেমস জোন নিয়ে এ কদিন মাথাটা গিজ গিজ করছিল। বিশ্ববিদ্যালয়ে সেশন জট যেমন হয় তেমনি টিউনে জট লেগেছে! টিউনে একটু পরিবর্তন আনা দরকার! তাই নিয়ে এলাম সফটওয়্যার জোন! সফটওয়্যার জোনের ২য় পর্বে রয়েছে মাথা গবেষণা নিয়ে একটি মজার সফটওয়্যার।

আজকের পর্বের শিরোনাম দেখেই বুঝতে পারছেন আজ মাথা নিয়ে গবেষণা করবো! হা হা হা হা!
আজকের সফটওয়্যারটির নাম হচ্ছে Face off Max. যার কাজ হচ্ছে একজনের মাথা আরেকজনের ছবিতে বসানো। এই কাজটি ফটোশপের মাধ্যমে ও করা যায়। তবে ফটোশপে এই মাথা কাজটি নিখুঁদ ভাবে সম্পন্ন করতে সময় এর প্রয়োজন।

যা হোক আপনাদেরকে দেখাচ্ছি এই সফটওয়্যারটির কাজ কি। আসুন :

১। সফটওয়্যারটি ওপেন করুন।

 

২। নিউ প্রজেক্ট এ টিক দিয়ে Next এ ক্লিক করুন। এখানে বডির ছবি চাইবে। (যেখানে মাথা বসাবেন)

 

৩। আপনাদের সুবিধার জন্য ডিফল্ট ভাবে যে বডি ছবি দেওয়া আছে যেগুলো দিয়েই দেখাচ্ছি। Body Library এ টিক দিয়ে Next এ ক্লিক করুন।

১০-১২টা বডি থেকে যেকোন একটি বডি নির্বাচন করুন। Next এ ক্লিক করুন।

৪। এখন সফটওয়্যারটি আপনার মাথা (!) চাইবে। এখন ডিফল্ট ৩টি মাথার ছবি দেওয়া আছে। সিলেক্ট ফ্রম ফাইল থেকে নিজের কাষ্টম মাথার ছবি দিতে পারেন অথবা ওয়েবক্যাম অপশনের মাধ্যমে সরাসরি মাথার ছবি তুলে ইনপুট দিতে পারেন।

 

আপনাদের জন্য ডিফল্ট মাথার ছবি সিলেক্ট করছি ।

এখন যেই ছবিটা ওপেন করলেন সেখানের শুধু মাথার অংশটি সিলেক্ট করুন। অবশ্যই সিলেক্টশন বক্স মাথার চেয়ে একটু বেশি মাপে সিলেক্ট করতে হবে। Next এ ক্লিক করুন।

 

এখানে ব্রাশ টুলের সাহায্যে আপনাকে শুধু মুখমন্ডলটি নির্বাচন করতে হবে। ধীরে ধীরে এ কাজ টি সম্পন্ন করুন। Next এ ক্লিক করুন।

এখানে কির্বোড ও মাউসের সাহায্যে মাথাটিকে ছোট-বড় করে ছবির সাথে মিলিয়ে নিন। Next এ ক্লিক করুন।

এখানে আরো সুন্দর করে মাথাটিকে ছবির সাথে মিলিয়ে নিন ধীরে ধীরে, Next এ ক্লিক করুন।

এখানে ছবির উজ্জ্বলতার সাথে মাথার উজ্জ্বলতা মিলিয়ে নিন। Next এ ক্লিক করুন।

এবার রং মিলিয়ে নিন। Next এ ক্লিক করুন।

এখানে ছবির সাথে মাথাটির Skin Tone মিলিয়ে নিন। Next এ ক্লিক করুন।

এখন হচ্ছে ফাইনাল স্টেপ। ছবির সাথে মাথাটির ফাইনাল ফিনিশিং দিন। Next এ ক্লিক করুন।

 

এখন চাইলে ছবিতে আপনি টেক্স বা বেলুন টাইপের লেখা যোগ করতে পারেন। যোগ না করতে চাইলে Finish এ ক্লিক করুন ।

এখন ছবি সংরক্ষণ করুন।

এই কাজটি ফটোশপেও কাটা-কাটির মাধ্যমে করা যায়। ফটোশপের মাধ্যমে কিভাবে করে সেটা অন্য আরেক দিন দেখাবো। আজ থাক।

ডাউনলোড লিংক:

http://www.rafaysoft.com/2013/01/free-download-face-off-max-3498-with.html

or

http://www.mediafirekiks.net/2013/01/face-off-max-3498-pro-with-crack-key.html

or

http://www.cari-apa-ya.com/2013/01/coolwaremax-face-off-max-v3496-incl.html

or

http://kashisoftwares.blogspot.com/2013/05/face-off-max-3506-full-and-final.html

ডাউনলোড করে কীজেন / Cr@@@@ck এর সাহায্যে ফুল ভার্সন একটিভ করিয়ে নিন। একটিভ করার সময় ইন্টারনেট কানেকশন বন্ধ রাখুন।

ধন্যবাদ পোষ্টটি পড়ার জন্য।

সামনের পর্বে থাকছে আরো নতুন কিছু সফটওয়্যারস নিয়ে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভালইত।খারাপ কি?