কম্পিউটারের জন্য চমৎকার একটি ইংলিশ-টু-বেঙ্গলি ডিকশনারী (সম্পূর্ণ ফ্রি)

কম্পিউটারে কাজ করার সময় প্রায়ই আমাদের অজানা অনেক ইংরেজী শব্দের মুখোমুখি হতে হয়। সেসব ক্ষেত্রে ডিকশনারী খুলে অর্থ বের করা যেমন কষ্টকর তেমনি সময় সাপেক্ষ ব্যাপার। এবং এতে কাজের গতিও কমে যায় অনেকাংশে। তাই আজ আপনাদের এমন একটি ইংলিশ-টু-বেঙ্গলি ডিকশনারীর সাথে পরিচয় করিয়ে দিব, যেটি আপনার সময় এবং পরিশ্রম দুই-ই বাচিয়ে দিবে।

সেটি হল “Silicon Dictionary”। উন্নতমানের ইউজার ফ্রেন্ডলী ইন্টারফেস এবং শক্তিশালী সার্চ ইঞ্জিন সমৃদ্ধ ইংলিশ-টু-বেঙ্গলি ডিকশনারী এটি। বাজারে অনেক ধরনের ডিকশনারী পাওয়া যায়। তবে তাদের সাথে সিলিকন ডিকশনারী -র পার্থক্য হল, এটি সম্পূর্ণ ফ্রি, ডাইনামিক সার্চ ইঞ্জিন এবং বাজারের যেকোন ডিকশনারী অপেক্ষা এর সার্চ ইঞ্জিনটি অধিক দ্রুতগতি সম্পন্ন। তাছাড়া, এর বাংলা অর্থগুলি image আকারে দেয়ায় আপনি পাবেন সত্তিকারের ডিকশনারীর স্বাদ। আর প্রতিটি ইংরেজী শব্দের উচ্চারনতো আছেই।

Title

2

Image আকারে অর্থগুলি দেয়ায় এর আকার সামান্য একটু বেশি, অর্থাৎ ১৩৬ মেগাবাইট। কিন্তু, ডাউনলোড করার সুবিধার্তে সম্পূর্ণ সফটওয়্যারটিকে ১৪টি ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ, প্রতিটি অংশ মাত্র ১০ মেগাবাইট এর মতো। এই ১০ মেগাবাইট করে ১৪টি ফাইল ডাউনলোড করার পর এর সাথেই দেয়া আর একটি সফটওয়্যার (Software Splitter) এর সাহায্যে আপনি ১৪টি ফাইলকে জোড়া লাগালেই পেয়ে যাবেন ১৩৬ মেগাবাইটের একটি .exe ফাইল। তখন স্বাভাবিক নিয়মেই ইনষ্টল করুন আপনার কম্পিউটারে আর উপভোগ করুন একটি অন্যরকম স্বাদের ডিকশনারী।

এখানে একটি কথা বলে রাখা ভাল যে, শুধু মাত্র আপলোড এবং ডাউনলোড করার সুবিধার্তেই সফটওয়্যারটিকে ১৪টি ভাগে ভাগ করা হয়েছে। অনেকের কাছে ব্যাপারটি ঝামেলার মনে হতে পারে। তবে, ডাউনলোড করার আগে/পরে এর সাথে দেয়া নির্দেশনাবলী (Read Me First.txt) পড়লেই আপনি কারো সাহায্য ছাড়া একাই এই কাজ করতে পারবেন (ইনশাল্লাহ্)। আর ডিকশনারীটি একবার ব্যবহার করলেই আপনি যে এর ভক্ত হয়ে যাবেন, সে ব্যাপারে আমি নিশ্চয়তা দিতে পারি। কাজেই এখুনি ডাউনলোড করুন নিচের লিংক থেকে।

স্কাই ড্রাইভ ডাউনলোড লিংক:

http://cid-7699628eb0a09b90.skydrive.live.com/browse.aspx/Silicon%20Dictionary

3

4

মিডিয়াফায়ার ডাউনলোড লিংক:

http://www.mediafire.com/?sharekey=e5437708a65eb47c8ef1259ff1b60e81b055e4f7b60dec0f4ad239450a8c1cf1

Free File Hosting Made Simple - MediaFire

ফেসবুকে Silicon Dictionary এর একটি গ্রুপ আছে। যা এরই মাঝে ৪,৫০০ এর বেশি সদস্য সংখ্যা পার করেছে। Dictionary টির আপডেট সংবাদ জানতে চাইলে আপনিও এই গ্রুপের সদস্য হতে পারেন। গ্রুপের লিংক এড্রেস হলো:

http://www.facebook.com/home.php?#!/group.php?gid=42045711206&ref=ts

আপনাদের কারো কোন মন্তব্য, পরামর্শ অথবা কোন কিছু জানার থাকলে আমাকে ই-মেইল করতে পারেন। আমার ই-মেইল ঠিকানা: [email protected].

সকলে ভাল থাকুন এই কামনা করি।

ধন্যবাদ।

Level 0

আমি মোঃ সামীউল ইসলাম হিরন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Bai mone hosse apni………………..

কাজটা ভাল করেন নাই । ১৪ টা ফাইল browse করে করে ডাউনলোড দেয়া বিশাল গাঞ্জাম ।

    জিক্কু মামা/ভাই,
    বাংলাদেশে বসে মাত্র ১০ মে.বা. সাইজের ফাইল আপলোড করতে গিয়েই আমার খবর হয়ে গিয়েছে। আর ১৩৬ মে.বা. হলে তো কথাই ছিলনা। ১৪টি ফাইল করেছি যাতে প্রতিটি ফাইল সাইজ ছোট হয় এবং আপনাদের ডাউনলোড করতে সুবিধা হয়।
    ধন্যবাদ মতামতের জন্য।

ধন্যবাদ হিরন ভাই। আপনার কাছে আমি চির ঋনী আছি এবং থাকব। আপনার নিজের বানানো এই ডিকশনারী সত্যি অসাধারন।

আর সবাইকে বলছি আমিই উনাকে এই ডিকশনারী নিয়ে টিউন করতে বলেছি। কারন আমি প্রায় এক বছর ধরে এই ডিকশনারীটি ব্যবহার করছি। জটিললললস জিনিষ। তাই আপনারা এই ডিকশনারীটি ডাউনলোড করে হতাশ হবেন না। আমি এর নিশ্চয়তা দিচ্ছি।

হিরন ভাই ডিকশনারীটির ছবি সহ আরও বিস্তারিত লিখলে ভাল হইত।
আবারো ধন্যবাদ আপনাকে। 😀 😀 😀

    হাসান জোবায়ের ভাই,
    আমি অত্যন্ত কৃতজ্ঞচিত্তে স্বীকার করতে চাই যে, আপনার উৎসাহেই আমি টিউটি করতে আগ্রহ বোধ করেছি। অনেকদিন থেকে লিখবো লিখবো করেও সময় করে উঠতে পারি নাই। আজ অনেকটা জোর করেই লিখলাম। এই টিউনের মাধ্যমে কেউ যদি সফটওয়্যারটি ডাউনলোড করে এবং উপকৃত হয়, তবে তার ভাগিদার আপনিও।
    ছবি সহ আপডেট করেছি।
    ধন্যবাদ সুন্দর কমেন্টেসের জন্য।

    Level 0

    OK. I am downloading and also check.

চমৎকার। মোট কতো হাজার ওয়ার্ড আছে দয়া করে জানাবেন। আর এটি কোন ডিকশনারী ফলো করে তৈরী করা তাও জানাবেন।

    ও বলতে ভুলে গিয়েছিলাম আপনার ট্যাগে আরো বেশকিছু শব্দ যোগ করলে ভালো হতো। যেমন: ইংলিশ টু বাংলা ডিকশনারী।

    নীল আকাশ,
    ডিকশনারীটিতে ২১,০০০ এর বেশি মূল শব্দ এবং তার সাথে প্রতিশব্দ আছে।

    ধন্যবাদ ভাই, করে দিচ্ছি।

উইন্ডোজ সেট-আপ দেবার পর প্রথম যে কাজটি আমি করি সেটি হচ্ছে এই ডিকশনারী ইনস্টল করা। আমার সেইরকম প্রিয় একটা সফটওয়্যার এটা। জোশ জিনিস।
এটা নিয়ে আমি অনেক আগে পোস্ট দিতে চেয়েছিলাম। কিন্তু সাইজ অনেক বড় হওয়ায় সাওহস করিনি। অনেক অনেক ধন্যবাদ সুন্দর পোস্টের জন্য ভাইয়া।

    ধন্যবাদ ভাই,
    শুনে খুশি হলাম যে আপনি ডিকশনারীটি ব্যবহার করেন।
    আবারো ধন্যবাদ মতামতের জন্য।

কি বলে যে ধন্যবাদ দিব বুজবার পারতাছি না……………………।

    আপনাদের ভাল লাগলেই আমার কষ্টটা সার্থক।
    ধন্যবাদ।

    ভাই ৭ নং পাট ডাউনলোড করতে পারছি না।

    ডাউনলোড না হবার কোন কারন নাই। হয়ত নেটওয়ার্ক প্রবলেমের জন্য এমন হচ্ছে। আপনি পরে আবার চেষ্টা করে দেখেন।
    ধন্যবাদ।

    আমি ভাই চেস্টা করেই যাচ্ছি……………………।

ধন্যবাদ শেয়ার করার জন্যে। আপনার ইমেজ ফাইল গুলো যদি text হত তাহলে খুব ভাল হত। আর তথন আপনার অভিধান এর size হত 3-5 MB.

    হাসিবুল,
    Image ফাইলগুলি যদি text ফরমেটে দেয়া হতো, তবে সত্তিকারের ডিকশনারীর স্বাদ পাওয়া যেত না। আর সাইজ নিয়ে এখন চিন্তা করার দরকার কি? বাজারে এখন টেরাবাইট সাইজের হার্ডড্রাইভ পাওয়া যায়। ১৩৬ মে.বা. সাইজ কি খুব বেশি?
    ধন্যবাদ, মতামতের জন্য।

    সত্তিকারের ডিকশনারীর স্বাদ পাওয়ার জন্য hard-copy ডিকশনারীর রয়েছে । size nia chinta korbo na?? text দিয়ে কি সত্তিকারের ডিকশনারীর স্বাদ দেওয়া সম্ভব নয়??

    হাসিবুল,
    সত্তিকারের বইয়ের স্বাদ কখনও কম্পিউটারে পাওয়া যায় না। কাম্পিউটারে আমরা কাজ করি কাজটিকে আরো সহজ এবং নিখুত করার জন্যে। তবে, Hard Copy ডিকশনারী এবং software ডিকশনারীর মাঝের পার্থক্যটা নিশ্চয় তুমি (আমার পূর্ব পরিচিত বলে “তুমি” সম্বোধন) জানো এবং বোঝ।

    আমাদের কম্পিউটার গেমস্, মুভিজ, সফটওয়্যার… প্রভৃতির সাইজ দিন দিন বাড়ছে। কারন এর মান উন্নত হচ্ছে। সাইজ ছোট করার জন্যে মান খারাপ করার কোন কারন আমি দেখিনা।

    হ্যা, text দিয়েও সত্তিকারের ডিকশনারীর কাছাকাছি স্বাদ দেয়া সম্ভব। তবে তার জন্যে অনেক সময় এবং পরিশ্রম দরকার। আমার একার পক্ষে সেই সময় এবং পরিশ্রম দেয়াটা সম্ভব না।

    ধন্যবাদ।

অনেক কষ্ট করে ডাউনলোড করলাম কিন্তু উইন্ডোজ৭ এ মনে হয় কাজ করেনা,আপনার সব ফাইল গুলোও একত্র করা গেলনা,অনেক চেষ্টাও করেছি অবশেষে হাল ছেড়ে দিলাম তবে আপনার টিউনটা কিন্তু ভালো হইছে.আপনাকে ধন্যবাদ.

    ভাইয়া,
    Windows 7 এ চলবে কিনা সেটি আমি আসলে কনফার্ম করতে পারছি না, কারন আমি Windows 7 ব্যবহার করি না। তবে আপনি নিচের পদ্ধতি গুলি দ্বারা চেষ্টা করে দেখতে পারেন

    ১. ডাউনলোড করা সবগুলি ফাইল unzip করুন।
    ২. Unzip করার পর প্রতিটি ফোল্ডারের ভিতরের ফাইলগুলি একটি ফোল্ডারের ভিতরে আনুন।
    ৩. Software Splitter সফটওয়্যারটি রান করান এবং Join বাটনে ক্লিক করুন।
    ৪. Input File বাটনে ক্লিক করুন এবং যে ফোল্ডারে ফাইলগুলি রেখেছেন তার সবগুলি সিলেক্ট করে দিন।
    ৫. Output বাটনে ক্লিক করুন এবং যেখানে .exe ফাইলটি সেভ হবে সেই লোকেশনটি নির্বাচন করুন।
    ৬. Start বাটনে ক্লিক করুন।
    ৭. Setup.exe ফাইলটি তৈরি হয়ে গেলে স্বাভাবিক নিয়মে ইনষ্টল করুন।

    আশা করি এবার আপনার পিসিতে কাজ করবে। কোন সমস্যা হলে আমাকে ই-মেইল করতে পারেন। আমার ই-মেইল ঠিকানা: [email protected].
    ধন্যবাদ।

    উইন্ডোজ৭ এ এটা চলে। আমার বন্ধুর পিসিতে ইন্সটল করে দেখেছি।
    ধন্যবাদ।

Level New

অসম্ভব ভালো লেগেছে এবং আপনার সহয়তার জন্য আন্তঃরিক ধন্যবাদ।আপনার জন্যেই আজ cd চালিত ডিকশনারীর ঝামেলা থেকে কিছুটা মুক্ত হলাম,চমৎকার কাজ করে আপনার ডিকশনারীটা। @ Hasan Jubair (Al-fatah) আপনাকেও ধন্যবাদ টিউনারকে ঊৎসাহ দেয়ার জন্যে।

    আপনাকেও ধন্যবাদ।
    Hasan Jubair ভাই তো ধন্যবাদ পাবারই যোগ্য। উনার টিউনগুলি খুবই উপকারী এবং গঠনমূলক।

ভাই, ডাউনলোড তো হচ্ছে না ! যতবার দিচ্ছি, একবার ও পাচ্ছে না । যে ডাউনলোড করেছেন, কেউ কি দয়া করে Mediafire / Hotfile এর Link দিতে পারেন ?

    Level New

    জিক্কু মামা সালাম নিবেন।আমি উনার দেওয়া লিংক থেকেই ডাউনলোড করলাম এবং কোন রকম ঝামেলা ছাড়া,আমার মনে হয় আপনার উইন্ডোজটা অরজিনাল না।(মামা আমি কিন্তু এ বিষয়ে কম বুঝি,এ ভাগিনার উপর রাগ কইরেন না)

    মামু, Microsoft এর website এ গিয়ে ” Validate Windows ” দিলে তো আমারে কয় – ” Validation Complete – Thanks for using genuine microsoft software ” … আমার Avatar টা দেখছেন ? I’m Bengali Bill Gates. আপনার PC তে Windows related any problem amake boilen. U’ll get solution within your eye splash !

Level 0

ডাউনলড তো হয় না ভাই। লিংকগুলো কাজ করছে না।

    ভাই,
    আমার দেয়া লিংক থেকে অনেকেই তো ডাউনলোড করতে পারছে। আপনি ব্রাউজারের কুকিজ + টেম্প ফাইলগুলি রিমুভ করে আর একবার চেষ্টা করে দেখুন। কোন সমস্যা হলে আমাকে ই-মেইল করতে পারেন। আর আমি Mediafire / Hotfile এ আপলোড করার চেষ্টা করছি।
    ধন্যবাদ।

ভাই অনেক কষ্টে download করলাম… কিন্তু Install এর সময় তো Error দেয় !!! হায়রে আল্লাহ, কি নামাইলাম এইটা ! To view the error that is occurring on my computer please see through the link and give me a solution :

http://i44.tinypic.com/2qddcpl.jpg

    জিক্কু মামা,
    শুধু মাত্র Ignore বাটনে ক্লিক করুন, তাহলেই হয়ে যাবে, ইনশাল্লাহ।
    ধন্যবাদ।

    কিছু মনে নিয়েন না ভাই,,, যে Software installation এ ignore দেওয়া লাগে (I mean which software has bugs) ওইগুলা use করি নারে ভাই ! Because, I love my PC a lot for both the section of Hardware & Software.

    Bug fix করেন,,, then inform কইরেন।

    Thanks

    জিক্কু মামা,
    গত কয়েকদিনে আমি প্রচুর ফোন এবং ই-মেইল পেয়েছি আমার এই সফটওয়্যারটির ব্যাপারে। এমন কি দেশের বাইরে থেকেও। কেউ আমার কাছে কোন অভিযোগ করেনি, আপনি ছাড়া। আমি বুঝতে পারছি না, সমস্যাটি কি আমার সফটওয়্যারের নাকি আপনার আদরের পি.সি -র?
    ধন্যবাদ, মূল্যবান মতামতের জন্য।

Level 0

খুব ভালো জিনিষ। ধন্যবাদ

মোবারক সাহেবের মিশর থেকেও ধন্যবাদ জানাছি।তবে আমার কাছে ১০ টার মত ডিকশনারী আছে।এটা নাই
ধন্যবাদ!!

    আমার বাংলাদেশ থেকেও আপনাকে ধন্যবাদ।
    ডাউনলোড করে দেখতে পারেন।

অনেক ধন্যবাদ হিরন ভাই

    আপনাকেও অনেক ধন্যবাদ।
    ভাল থাকবেন।

shoshi dictionary বাদ দিলাম। আপনার টা ইনসটাল করলাম। হেভী!!!
ধন্যবাদ

Level 2

many many thanks 🙂

hothat eto porisrom binamulle korte mon chailo dekhe kichuta ashcorjo holam

    আপনাদের ভাললাগা মন্তব্যগুলি আর্থিক মূল্যের চেয়ে অনেক বেশি মূল্যবান।
    ধন্যবাদ।

ভাইয়া লিংক দেয়ার জন্য ধন্যবাদ

    আপনাকেও অনেক ধন্যবাদ।

you should give a link where don't need to download part by part..

    after click the input in d split soft only one set up file shows, where all files are gathered. any solution ???

    Hi,
    Yes, there is a single link for download the full Dictionary. But, I can't post the link here because of some problems. You can personally contact with me at "[email protected]" for the link.
    Thank you.

    Only one file will show in "split soft". Don't worry. Go ahead.
    Thank you.

Level 0

অসাধারন …… এই রকম একটা বাংলা ডিকশনারিই আমি খুজতেছি। ধন্যবাদ আপনাকে

Textile Mobile Dictionary Free Download from here!!!!!!!!!!!!!

http://textilelearner.blogspot.com/2012/01/textile-dictionary-free-download.html

২ টা ডাউনলোড লিঙ্ক দিছেন, ২ টার একটাও কাজ করে না। ফাইল সরিয়ে ফেলা হয়েছে। আমি অনুরোধ করব ভালো একটা ডাউনলোড লিঙ্ক দেয়ার জন্য। ধন্যবাদ।

ধন্যবাদ শামীম,
আপনি নিচের লিংক থেকে Silicon Dictionary ডাউনলোড করতে পারেন।

http://www.mediafire.com/download/sqsv2889w6p296p/Download_Silicon_Dictionary_%28English_to_Bangla%29.rar

ধন্যবাদ।

bhi nokia e63 ar jonno kono bangla dictonary asa ki thakla plz share korban