এভিরা অ্যান্টি-ভাইরাস ছাড়লো তাদের নতুন ভারসন Avira AntiVir 10.0 ( Personal Edition )

“বিসমিল্লাহির রাহমানির রাহিম”

avira10

সবাইকে স্বাগতম আমার আজকের টিউনিং পেজে। আশা করি আপনারা সবাই ভাল আছেন। Avira AntiVir আমাদের নিকট খুবই জনপ্রিয় একটি অ্যান্টি-ভাইরাস সফটওয়্যার। বর্তমানে বাংলাদেশে এর ব্যবহারকারীর সংখ্যা অনেক বেড়ে গেছে, এর অন্যতম কারন হল একটি এক মাত্র সর্বচ্চ নিরাপত্তা দিতে সক্ষম ফ্রী অ্যান্টি-ভাইরাস সফটওয়্যার। আমি নিজেও প্রায় ৮-৯ মাস যাবৎ এটি ব্যবহার করছি এবং এ যাবৎ আমার পিসিতে কোন ভাইরাস জনিত সমস্যা বা এক্সপি সেটআপ করতে হয়নি। যাক অনেকক্ষন বগবগ করছি এখন কাজের কথায় আসি !!!

নতুন Avira AntiVir Personal  10.00  যা যা থাকছে:

Avira AntiVir ProActiv
Starting with Version 10, we integrated the new behavior-based detection technology. Read more details under "Avira AntiVir ProActiv".
Improved User Interface
We have revised and updated the user interface. Among other things, we have optimized the grouping of configuration settings for Normal mode and Expert mode. You are more than welcome to give us your feedback on this.
Time scheduling in the Parental Control
you can now set surfing time restrictions in the Parental Control module, by selecting the exact surfing hours or allocating specific time limits.
Generic malware removal and the new AntiVir Guard
The Guard can now repair your system, in case of active malware. Basically, when malware is detected, the access is denied and you can press the Remove button in the slide-up or view more details first, before removing it. The malware removal should now work even in case of unknown, active malware.
Optional email footer
AntiVir MailGuard can now insert an email footer to the sent emails, specifying that the email is "Checked by AntiVir" and eventually adding other optional texts.
• easy to use antivirus program.
• designed to offer reliable free of charge virus Protection to home-users.
• 100% Protect from viruses, Trojans, backdoor programs, hoaxes, worms, dialers etc

উপরের তথ্য গুলো সংগৃহীত

Download Avira AntiVir Personal 10.00 now ( link I )

dyktqq

Download Avira AntiVir Personal 10.00 now ( link II )

dyktqq

আসা করি আমার এই টিউনটি আপনাদের কাজে লাগবে। আর ভাল লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন।

সবাই ভাল থাকুন এবং সুস্থ্য থাকুন এই শুভ কামনায় আপনাদের

“ আলমাস”

Level 2

আমি আলমাস জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 1591 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি আপনাদের আলমাস। ছোট বেলা থেকেই স্বপ্ন দেখতে ভালবাসি, তাই স্বপ্ন বাস্তবায়নে ছুটে বেড়াই অজানা অনেক দূরে। অনেক সময় স্বপ্ন খুঁজতে গিয়ে পথ হারিয়ে যাই তখন, বিস্তীর্ণ উজানে একলা হয়ে চিহ্ন একেঁ একেঁ পথ চিনে নেই...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

ধন্যবাদ শেয়ার করার জন্য। তোমার সাহায্য চাই বিভাগের টিউনে কমেন্ট করেছিলাম। কোন প্রতুত্তর দিলে না যে! লেখা-পড়া কেমন চলছে? আশা করি ভাল। তোমার ভবিষ্যৎ উজ্জল হোক সে কামনা করি।

    # অসংখ্য ধন্যবাদ ইসমাইল স্যার।

    # ঐ টিউনটির করার পরের দিন আমার নেটের ব্যালেন্স শেষ হয়ে গিয়েছিল তাই পরে টিউনটি আর ভিজিট করিনি।

    # লেখা-পড়া ভাল হচ্ছে। চেষ্টা করছি ভাল রেজাল্ট করার। যেহেতু আপনি একজন শিক্ষক তাই আপনাকে স্যার বলতে পারি। এই টেকটিউনসে আপনি আমাকে যে ভাবে সাহায্য করছেন তা অতুলনীয়।

    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~মহান আল্লাহ পাক আপনাকে সুস্থ্য রাখুক।~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

almas viya ami download koreci. Temon subidhar na.

    কেন ভাই সুবিধার না কেন? একটু বলবেন কি?

খুব ধন্যবাদ

আমি Avast এর পক্ষে। ধন্যবাদ।

    Level 0

    same to me

    দুলাভাইরে(এভিরা) ত দেখি অনেকের পছন্দ হয় নাই,কিন্তু কেন যে পছন্দ হয় নাই বুঝতে পারলাম না।
    এভাস্ট মনে হয় জাদু করছে।

    Avast অনেক ঝামেলা করে যেমন:-

    # অনেক সময় আনইনিস্টল হয় না।
    # সিকিউরেটি খুব একটা ভাল না।
    # এন্টি SLAM নাই বা HTML, HOAX এন্টিভাইরাস ইঞ্জিন নাই।
    # এন্টিভাইরাস ইঞ্জিন উন্নত মানের নয়। এভিরা ক্যাসপারের সাথে মিলে সর্বচ্চ নিরাপত্তা দিতে সক্ষম এন্টিভাইরাস ইঞ্জিন
    তৈরি করেছে।
    # ফ্রী মধ্যে সবচেয়ে ভাল এন্টিভাইরাস। যা কিনা 100% নিরাপত্তা দিতে সক্ষম এন্টিভাইরাস ইঞ্জিন।

    ~~~~~~~~~~~~~~~~~~~~~ টেকটিউনস জরিপে এটি ক্যাসপারের পরের স্থানে।

    কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ।

    Level 0

    Avast এর ভক্ত আমিও ছিলাম কিন্তু নূতন এডিশন বের হবার পর দেখা এটা কোন সফটওয়ারকেই চিনতে পারছে না, এক এক করে সব ডিলিট করছে… এমন কি ফায়ারফক্সও না

    আলমাস, আমি তোমার সাথে একমত হতে পারলাম না। আমি অনেকদিন ধরেই অ্যাভাস্ট প্রোফেশনাল ৪.৮ ব্যবহার করছি। দারুন সার্ভিস পাচ্ছি।

    হতে পারে শুভ ভাই। নতুনটির উপর আমার তেমন জানা নাই।

    আলমাসের সাথে একমত হতে পারলাম না, এন্টিভাইরাস ইঞ্জিন উন্নত মানের কিনা জানিনা কিন্তু গত এক বছরে আমার কম্পিউটার ভাইরাস দ্বারা আক্রান্ত হয় নাই। আমি Avsat Pro 4.8 ব্যবহার করতাম, এখন Avast Internet Security ব্যবহার করি।

    আর টেকটিউনসের জরিপেতো Avast-এর নামই নাই!!!

দুলাভাইরে(এভিরা) ডাওনলোড দিসি, এটা ৪০ মেগাবাইট ! অথচ এভিরা ৯ মাত্র ২৯ মেগাবাইট। নিরাপত্তা মনে হয় বেশি দিব । আর pc এর স্পীড দুলাভাই সাইজা কমাইব।(fun)

    হ্যা মামু 100% নিরাপত্তা দিব।

আলমাস আমি আগে কিছুদিন এভিরা ব্যবহার করতাম কিন্তু কারনে অকারনে ভাইরাস দেখিয়ে ভয় দেখায় জন্য বাতিল করেছি।এখন ব্যবহার করছি এভিজি ইন্টারনেট সিকিউরিটি।তোমার এই টিউনটি থেকে নিশ্চয়ই অনেকে উপকৃত হবে।

    ধন্যবাদ ভাইয়া। অনেক দূর থেকে কমেন্ট করার জন্য আবারও ধন্যবাদ।

    এই নতুন এভিরা ব্যবহার করে দেখতে পারেন। আসা করি ভাল ফল পাবেন।

আলমাস এইটার লাইসেন্স কি কই পাব??

    সোহেল ভাই এইটা একদম ফ্রী।

tnx

কেউ কি এভাষ্ট ৫ ভারশনের লাইসেন্স কি দিতে পারবেন?

[email protected]

    কেউ কি এভাষ্ট ৫ ভারশনের ইন্টারনেট সিকিউরিটির লাইসেন্স কি দিতে পারবেন?

    [email protected]

Level 0

hmm

সবই নতুন……………………

ধন্যবাদদদদদদদদদদদদদ

আমার মতে BitDefender ই best………………

Level 0

avira install kore update deyar por amake warning janai……YOU HAVE ADMINISTRATOR RIGHTS……..then scan dile PC hang kore.
what can i do now?

Level 0

ধন্যবাদ, ডাঊনলোড করলাম, কিন্তু Manual Update হয়না, Please Help