নিজের ছবি দিয়ে নিজেই তৈরি করুন হাই কোয়ালিটির animated ওয়ালপেপার, চরম একটি সফটওয়্যার (না দেখলে মিস)

বন্ধুরা কেমন আছেন আপনারা? আশা করি ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় এখনও ভাল আছি। কয়েকদিন পরেই আবার

হাজির হয়ে গেলাম আপনাদের দরবারে। সাথে মজার একটি সফটওয়ারও উপহার আনলাম আপনাদের জন্য। মোটামুটি আমরা সবাই

পিসিতে ভাল ভাল ওয়ালপেপার ব্যাবহার করে থাকি, আর animated ওয়ালপেপার গুলোর চাহিদাতো চরম আকারের।

ওয়ালপেপার সাধারনত আমরা নেট থেকে download করে ব্যাবহার করে থাকি। এখন যদি নিজের তৈরি করা ওয়ালপেপার ব্যাবহার

করা যায় তাহলে কেমন হয় তাও আবার animated…………..।

হাঁ এবার নিজেই তৈরি করুন হাই কোয়ালিটির animated ওয়ালপেপার, তার জন্য প্রথমে এখানে ক্লিক করে সফটওয়ারটি নামিয়ে নিন।

তারপর সফটওয়ারটি extract করে ইন্সটল করে ফেলুন, এবার desktop থেকে short-cut আইকনে ডাবল ক্লিক করে ওপেন করুন,

তারপর create new project এ ক্লিক করুন, নিচের মত দেখবেন……………………………………………………

(১) কাল দাগ দেওয়া জায়গায় ক্লিক করে আপনি আপনার ফাইল অর্থাৎ আপনার ছবি add করুন।

(২) নিল রঙ দিয়ে মার্ক করা জায়গায় (add animation) ক্লিক করে আপনার পছন্ধের animation এড করুন।

(৩) লাল রঙ দিয়ে দাগ দেওয়া animation নামে যে বক্সটি দেখতে পাচ্ছেন সেখানে আপনার এড করা animation গুলোর লিস্ট দেখাবে,

কোন animation যদি আপনার কাছে ভাল না লাগে তাহলে বক্সের ভিতরেই বাম পাশে যে লাল রঙের ক্রস চিহ্নটি আছে সেটাতে ক্লিক করে

animation  টি রিমুভ করে দিতে পারেন।

(৪) animation এড করার পর হলুদ দাগ দিয়ে চিহ্নিত (no effect) জায়াগা থেকে চরম effect গুলো থেকে যে কোন একটি যেটা আপনার পছন্ধ হয়

সেটা সিলেক্ট করে দিন।

(৫) নিচে সবুজ রঙ দিয়ে চিহ্নিত (sound effects) জায়গা থেকে আপনার যে কোন একটি পছন্ধের গান বা সাউন্ড এড করে দিন।

(৬) এবার বেগুনী রঙ দিয়ে চিহ্নিত (create) জায়গায় ক্লিক করুন, নিচের মত দেখবেন…………………… (তার আগে preview দেখে নিতে পারেন)

এবার আপনি build and save a standalone animated wallpaper (.exe) সিলেক্ট করে ok করুন, তারপর যেখানে চান

সেখানে save করে ফেলুন।

আমি আমার নিজের তৈরি করা animated ওয়ালপেপারগুলো আপনাদেরকে দেখাতে পারলে অনেক ভাল হত! কিন্তু আমার দুর্ভাগ্য যে

আপনাদেরকে আমার ওয়ালপেপারের লিঙ্কগুলো দিতে পারছিনা, কারন আমি যে শেয়ারিং সাইট ব্যাবহার করি অর্থাৎ mediafire

upload করতে পারতেছিনা, শুধু বার বার error দেখায়। so আমাকে ক্ষমা করবেন।

তাহলে আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন সুস্থ থাকুন। এবং পোস্টটি আপনাদের ভাল লাগলেও জানাবেন, না লাগলেও জানাবেন।

Level 0

আমি kamrulbhuiyan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 407 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি খুবই সাধারন একজন মানুষ, কিছুই করিনা, মাঝে মাঝে ব্লগে লিখালিখি করি, আর অন্য সময় খেলাধুলায় ব্যাস্ত থাকি.....।।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

thanks………………
very usesul tune…………

apni maja maja amar blog a post korla khushe hhobo
http://www.syberculture.blogspot.com

mamun009@ কমেন্টস করার জন্য ধন্যবাদ। আপনার ব্লগটি দেখলাম ভাল লাগলো। আমি আপনাকে একটি লিংক দিচ্ছি
ওটাতে একটা ভিডিও টিউটোরিয়াল আছে যা আপনার ব্লগের জন্য অনেক উপকারে আসবে।
https://www.techtunes.io/web-development/tune-id/199986

Level 0

vai,
install korar por error dekhay ( ( c0021o……..exe) kichuta ei rokom-er)
shudhu matro default animation ta wallpaper hishebe use korte dey.
apnar dea screen-shot gular moto ekebare e kono screen ashe na.

ki korbo ? ( ami win xp use kori r E set anti-virus use kori )
janale khushi hobo
abar reg. key chay……………

ভাই আমিও এক্সপি তে ইউজ করতেছি, আমারতো কোন সমস্যা হচ্ছেনা। আপনি আপনার anti virus টি কিছুক্ষনের জন্য
disable করে রাখুন। এবং সফটওয়ারটি আন ইন্সটল করে আবার ইন্সটল করুন। আর হাঁ আগের extract করা ফাইলটি
না করে নতুন করে আবার extract করুন, তারপর ইন্সটল করুন।

Vaia Software ta onek valo, thanx post korar jonno, kintu problem holo ami ei software ta 2 ,1 year dhore try korchi, full version er jonno, please help korun, khusi hobo, thanx………