শুভ নববর্ষ উপলক্ষে আমার পক্ষে থেকে সবার জন্য (ফানি সফট)

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

আজ আর কথা বা বাড়িয়ে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা ফানি পোর্টেবল সফট।

তাহলে আর দেরী না করে এখান থেকে ডাউনলোড করে নিন। ডাউন লোড করে Extract করুন, সাইজ মাত্র -৮২০ কেবি ।

আমার কাছে অনেক ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছে ভাল লাগবে আমার বিশ্বাস।

বাকিটা আপনি নিজে নিজেই বুঝবেন আর না বুঝলে কমান্ড করতে  ভুলবেন না।

আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ

আর সময় পেলে আমার ব্লগ সাইটা একটু ঘুরে আসবেন।

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনি এখনো Windows Xp ব্যবহার করেন!

    Level 0

    vai, xp to onekei use kore. Amar kase xp sp2 best monehoy

      Nafi Asib:Xp Sp2 তো কবেই বন্ধ করে দিয়েছে মাইক্রোসফট,Xp Sp3 ও বন্ধ করার তালে আছে তারা।Xp ব্যবহার না করে 7/8 এ চলে আসা উচিত।Xp এর অনেক সফট ও গেমWindows 7 এর Xp mode এর সাহায্যে চালানো যাবে(8 এর ব্যাপারে জানি না)।
      তাহলে স্লো Xp ব্যবহার করার কি দরকার যেখানে Win7 ও Win8 এত স্পিডি?অবশ্য যাদের পিসি পুরোনো,তাদের Xp ব্যবহার করা ছাড়া গতি নেই।

Level 0

aitar kaj ki…?

সফট টার কাজ কি, কেন এটা মজার কিছু তো বলবেন ভাই?

ধুরররর

ভাই চরম জিনিস। কিভাবে?
সফটওয়্যার টা চালু করে লাভ এর উপর রাইট ক্লিক করে সেটিংস্‌ এ জান তারপর ডাবল ক্লিক করলে কি হবে তা পরিবরতন করে দিন আমি শাটডাউন দিছি মানে লাভ এর উপর ডাবল ক্লিক করলেই পিসি বন্ধ হবে। 😀
আপনি চাইলে load on windows startup এ টিক দিয়ে রাখতে পারেন।