কিছু ড্রাইভার ডাউনলোডার, ড্রাইভার ব্যাকআপ-রিস্টোর এবং সফটওয়্যার আপডেটার এপ্লিকেশন :

সবাইকে  শুভেচ্ছা জানিয়ে শুরু করছি । এটি আমার দ্বিতীয় টিউন ।  আমি জানি অনেকেই যাদের মাদারবোর্ড সিডি নেই তারা ড্রাইভার সিডি নিয়ে অনেক চিন্তা করেন । আমি আজ আপনাদের কিছু ড্রাইভার ডাউনলোডার , ব্যাকআপ-রিস্টোর এবং সফটওয়্যার আপডেটার এপ্লিকেশন সম্পর্কে পরিচয় করিয়ে দিব । এগুলোর মধ্যে কিছু ফ্রি-ওয়্যার, কিছু পেইড সফটওয়্যার । পেইড সফটওয়্যার গুলো আপনারা গুগলে সার্চ বা টরেন্ট থেকে খোজ করলে ফুল ভার্সন পেয়ে যাবেন । এর মধ্যে কিছু কিছু সফটওয়্যার নিয়ে আগেও বিস্তারিত টিউন হয়েছে । তাই আগে যারা টিউন করেছেন তারা এই টিউন নিয়ে কিছু মনে করবেন না । আমি আগেই এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি । তাহলে চলুন শুরু করা যাক:

 

Driver Genius Pro- এটি পিসি ড্রাইভার ডাউনলোড করার জন্য চমৎকার একটি সফট । তবে বটি ফ্রী নয় এটা কিনে ব্যবহার করতে হয় । তবে খুজলে ফুল ভার্সন পাবেন । কিন্তু সমস্যা একটাই যখনই এর নতুন ভার্সন নামবে তখন পুরোনো ভার্সন টা আর ব্যবহার করতে পারবেন না ।

ডাউনলোড লিংক- http://dl.filekicker.com/send/file/146030-EQZB/drvgenpro.exe  (Trial Version)

Driver Easy Pro- এটিও চমৎকার ড্রাইভার ডাউনলোডার সফট । আমার দৃষ্টিতে সর্বশ্রেষ্ঠ । কারন এটা দিয়ে সকল ড্রাইভার পাওয়া যায় যা অনেক পেইড সফটওয়্যার দিয়েও পাবেন না । তাছাড়া এটি দিয়ে ড্রাইভার ব্যাকআপ ও রিস্টোর করা যায় । কিন্তু এটিও ফ্রীওয়্যার নয় । তবে ফুল ভার্সন পাওয়া যায় । কিন্তু এটারও ঐ একই সমস্যা যখনই নতুন ভার্সন নামবে তখন পুরোনো ভার্সন টা আর ব্যবহার করতে পারবেন না ।

ডাউনলোড লিংক-

http://www.softpedia.com/progDownload/DriverEasy-Download-149695.html (Trial)

Driver Checker- এটিও বেশ ভালোমানের ড্রাইভার ডাউনলোডার সফট । তবে এটিও ফ্রীওয়্যার নয় । তবে ফুল ভার্সন পাওয়া যায় ।  ডাউনলোড লিংক- http://www.driverchecker.com/DriverChecker.php (Trial Version)

Super Easy Driver Updater- এটিও বেশ ভালো একটি পেইড ড্রাইভার ডাউনলোডার সফট । তবে ফুল ভার্সন পাওয়া যায় ।

ডাউনলোড লিংক- https://www.supereasy.net/en/usd/dld/0018/SuperEasy-Driver-Updater/ (Trial Version)

Driver Magician- এটিও বেশ ভালো একটি পেইড সফট । তবে এটারও ফুল ভার্সন খোজ করলেই পেয়ে যাবেন । এটি দিয়েও ড্রাইভার ব্যাকআপ ও রিস্টোর করা যায় ।

ডাউনলোড লিংক- http://www.drivermagician.com/download.htm (Trial Version)

Driver Detactive- চমৎকার পেইড সফট । তবে ফুল ভার্সনও পাওয়া যায় ।

ডাউনলোড লিংক- http://c4213555.r55.cf2.rackcdn.com/DriverDetective.exe (Trial Version)

Easy Driver Pro- এটিও একটি পেইড সফট ।

ডাউনলোড লিংক- http://www.easydriverpro.com/download.php

Driver Easy Free Edition- আমার দৃষ্টিতে সর্বশ্রেষ্ঠ ফ্রী ড্রাইভার ডাউনলোডার সফট । আমি নিজেও এটি ব্যবহার করি । তবে এটা দিয়ে প্রো ভার্সন এর মত ড্রাইভার ব্যাকআপ ও রিস্টোর করা যায় না । তারপরও ভাল ডাউনলোড করে রেখে দিলেই হয় অ ব্যাক আপ দরকার কি।

ডাউনলোড লিংক- http://www.drivereasy.com/DriverEasy_Setup.exe

3DP Chip- সবচেয়ে ক্ষুদ্র ড্রাইভার ডাউনলোডার সফট । তবে এটা দিয়ে সব ড্রাইভার পাবেন না । আর একটি সমম্যা হল হল ল্যান বা ওয়াইল্যান ড্রাইভার নামাতে গেলে  3DP Net নামে 55mb এর  একটি ফাইল নামাতে হয় । যদিও 3DP Net ফাইলটিতে সকল পিসির ল্যান ও ওয়াইল্যান উভয় ড্রাইভারই থাকে ।

ডাউনলোড লিংক- http://www.3dpchip.com/3dpchip/3dp/chip_down_en.php

Driver Agent- একটি ফ্রী ছোট ড্রাইভার ডাউনলোডার সফট ।

ডাউনলোড লিংক- http://driveragent.com/c/instructions

Device Doctor- এটিও একটি ফ্রী ড্রাইভার ডাউনলোডার সফট ।

ডাউনলোড লিংক- http://devicedoctor.com/device-doctor-download.php

Driver Identifier- এটিও ফ্রী ছোট বেশ ভালো ড্রাইভার ডাউনলোডার সফট ।

ডাউনলোড লিংক- http://www.driveridentifier.com/download.php

Smart Driver Updater- ফ্রী ড্রাইভার ডাউনলোডার সফট ।

ডাউনলোড লিংক- http://www.smartpctools.com/driver_updater/

Slim Driver- বেশ উন্নত ফ্রী ড্রাইভার ডাউনলোডার সফট । অনেকেই এটা ব্যবহার করে থাকে ।

ডাউনলোড লিংক- https://www.slimwareutilities.com/slimdrivers.php

 

Driver Manager- ফ্রী ড্রাইভার আপডেটার , ব্যাকআপ-রিস্টের  সফট ।

ডাউনলোড লিংক- http://downloads.drivermanager.com/DriverManager.exe

Driver Max- এটিও ফ্রী ড্রাইভার ডাউনলোডার , ব্যাকআপ-রিস্টের  সফট ।

ডাউনলোড লিংক- http://small.drivermax.com/soft/dmx/drivermax.exe

Driverskit- এটিও ফ্রী ড্রাইভার ডাউনলোডার । ডাউনলোড লিংক- http://www.driverskit.com/stw_lp/umd/

Double Driver- এটি একটি জনপ্রিয় ফ্রি ড্রাইভার  ব্যাকআপ-রিস্টোর সফট ।

ডাউনলোড লিংক- http://www.boozet.org/download.htm

Dreiver Backup- ফ্রি ড্রাইভার  ব্যাকআপ-রিস্টোর সফট ।

ডাউনলোড লিংক- http://www.softpedia.com/progDownload/DriverBackup-Download-90152.htm

Driverspack- এটা দিয়ে ড্রাইভার সিডি তৈরি করতে পারবেন । কিভাবে করা য়ায় তা নিয়ে পূর্বের এই টিউন টি হয়েছে । ডাউনলোড লিংক- http://driverpacks.net/

Driver Magician Lite (Portable)- ফ্রী ড্রাইভার  ব্যাকআপ-রিস্টোর সফট ।

ডাউনলোড লিংক- http://www.softpedia.com/progDownload/Windows-Portable-Applications-Portable-Driver-Magician-Lite-Download-103696.html

File Hippo Update Checker- এটি ইনস্টল করে আপনি আপনার পিসিতে যেসব সফটওয়্যার ইনস্টল করেছেন সেগুলোর আপপেডেট ভার্সন নেমেছে কিনা তা দেখতে ও আপডেট ভার্সনটি ডাউনলোডও করতে পারবেন । এটি নিয়েও পূর্বে  এই টিউন টি হয়েছে ।

ডাউনলোড লিংক- http://fs40.filehippo.com/7016/58b4201734044125b2f8acc3ed7849fd/FHSetup.exe

এখানে উল্লেখ্য যে পেইড ড্রাইভার ডাউনলোডার সফটগুলোর ট্রায়াল ভার্সন গুলো দ্বারা আপনি শুধুমাত্র ড্রাইভার গুলো দেখতে পারবেন তবে নামাতে পারবেন না ।

ড্রাইভার ডাউনলোডার সফট ছাড়া ইচ্ছা করলে সংশ্লিষ্ট পিসি উৎপাদনকরীর ওয়েব সাইট থেকেও আপনার ড্রাইভার নামাতে পারবেন । তাছাড়াও গুগলে আপনার পিসি মডেল নং  দিয়ে  সার্চ করেও বিভিন্ন ওয়েব সাইট হতে ড্রাইভার নামাতে পরেবেন ।

তাছাড়াও ড্রাইভার ডাউনলোডের জন্য নিম্নলিখিত ফ্রি ড্রইভার ডউনলোড সাইটগুলোতেও ঢু মেরে দেখতে পারেন:

.          1. http://drivers.softpedia.com/  2. http://www.driverzone.com/

.          3. http://www.drivers.com/                  4. http://www.nodevice.com/driver/category/

.          5. http://www.driverstock.com/ 6. http://www.directron.com/drivers.html

.          7. http://www.driverguide.com/

এছাড়াও এরকম আরও অনেক সাইট খোজ করলেই পেয়ে যাবেন ।

আপনাদের উদ্দেশ্যেই টিউনটি করা । কারও কাজে লাগলেই টিউনটি স্বার্থক হবে । টিউনে কোন ভুল-ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ এ পয্যর্ন্তই রাখি । পরবর্তীতে আবার দেখা হবে অন্য কোন টিউন নিয়ে । সবাইকে ধৈয্য ধরে টিউনটি পড়ার জন্য ধন্যবাদ ।

Level 0

আমি Syed Mahatab Uddin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব ভাল লাগলো টিউন টি পড়ে । আমি ড্রাইভার ইসি সফটওয়্যার টি ব্যবহার করি , জটিল কাজের একটি সফটওয়্যার

ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা টি উন করার জন্য। বিষয় টা খুবই গুরুত্বপূর্ণ ।ভাইয়া আমার পিসির মাদারবোর্ডের সিডি হারিয়ে গিয়েছে। Driver Identifier- ব্যবহার করি। কিন্তু সমস্যা হচ্ছে আউটডেট ড্রাইভারগুলো ডাউনলোড করতে গেলে ফ্রি ডাউনলোড করতে পারি না। আমার ইমেইল আইডি চায় এবং মাস্টার কার্ড বা পেপাল একাউন্ট নাম্বার চায় । আমারতো এগুলো কোনটাই নাই। আমি তাহলে কীভাবে ডাউনলোড করবো। প্লিজ শিখতে সহযোগিতা করুন।

Apni driver identifier uninstall kore ay link theke- http://www.drivereasy.com/DriverEasy_Setup.exe
Driver Easy namiye install korun tarpor net connection diye soft ta run korun. Soft run hole scan driver a click korun. Driver scan suru hobe ektu wait korun.Scan hobar por get driver a click korun.10-15 second por apnar driver er naam o size dekhben. Tar pase dekben download lekha okhne click korley download suru hobe. Evabe protita driver naman. Namanor por jekhane download lekha tar dan dike install er downarrow te click kore open file location a click kore file take cut ba copy kore soriye rakhun. tarpor sekhan theke install korun. asa kori kaj hobe. net connection kintu active thakte hobe.

Tarporo na bujhte parle apnar email id ta diye amake mail korben. ami tutorial ta pathabo. My mail ID- [email protected]

Level 0

সবিতো দিলেন ট্রায়াল ভার্সন !!!!!!!!!!!!!!!

Vai Free Version o to dilam